আইফোনের ইতিহাস! হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন। আজকের পোষ্টের iphone কোম্পানির মার্কেটিং এর উপরে। আইফোন 2008 সালে এর জন্মের পর থেকেই প্রচুর পরিমাণে জনপ্রিয় ছিল। আরো জানবো অ্যাপেল কোম্পানির কেন মোবাইল তৈরি করল।
আর এই ফোনের এত দাম কেন। আর অ্যাপোর কোম্পানি কত সালে প্রথম ফোন লঞ্চ করেছিল তা জানবো আজকের এই পোস্টটিতে। তাহলে বন্ধুরা পোস্টটি স্কিপ না করে পুরো পোস্টে মনোযোগ দিয়ে পড়ুন তাহলেই সব কিছু জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে।
আইফোন 3G – প্রথম আইফোন, আইফোন 3G জুলাই 2008 সালে প্রকাশিত হয়েছিল । এই ফোনটি অ্যাপলের জন্য একটি বিশাল সাফল্য নিয়ে আসে। এই সাফল্য পাওয়ার পর পুরো পৃথিবী জয় করে নেয়। এর পর অ্যাপল প্রতিবছরে একবার তাদের স্মার্টফোন বাজারে ছাড়তে শুরু করে।
প্রতি বছর একটি নতুন ডিভাইস প্রকাশের আগে অনেকেই অ্যাপলের দোকানের বাইরে কয়েক রাত কাটিয়েছেন ক্রেতা, তা জানা গেছে । আবার ফোনের স্টক দ্রুত ফুরিয়ে যায় অ্যাপেল কোম্পানি তাদের ফোন বাজারে লঞ্চ করার আগেই ফোন সব বিক্রি হয়ে যায় ।
অ্যাপলের আইওএস (আইডিসি) এর সাথে মার্কেট শেয়ার
2017 সালে, অ্যাপলের আইওএস (আইডিসি) এর সাথে প্রায় 15% মার্কেট শেয়ার ছিল বলে জানা যায়। তারা 2017 সালে 216.7 মিলিয়ন আইফোন বিক্রি করেছে যা তাদের বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত ফোন ব্র্যান্ডে পরিণত করেছে,তা জানা গেছে অ্যাপেল কোম্পানির ওয়েবসাইট থেকে। অ্যান্ড্রয়েডের বিকাশকারী, গুগল 2017 সালে মাত্র 3.9 মিলিয়ন পিক্সেল ফোন বিক্রি করেছে। 2017 সালে 316.4 মিলিয়ন অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে স্যামসাং তার প্রথম স্থানে রেখেছে। জানা গেছে samsung এর ওয়েবসাইট থেকে।
iPhones বিশ্বের সবচেয়ে দামী স্মার্টফোন কেন
Apple iPhone 5c এবং iPhone SE 2023 এর মত কিছু ব্যতিক্রম ছাড়া শুধুমাত্র প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করছে ,যা তাদের মোবাইল মার্কেটিং কে অনেক শক্তিশালী করে চলতেছে। আসলে, iPhones বিশ্বের সবচেয়ে দামী স্মার্টফোন হিসেবে পরিচিত। অতএব, এটি অনেকের জন্য স্থিতি এবং বস্তুগত প্রাচুর্যের প্রতীক হয়ে উঠেছে বলে জানা গিয়েছে।
। সারা বিশ্বে অ্যাপল আইফোনের ডেডিকেটেড গ্রাহক রয়েছে। 2017 সালে, তারা ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের নতুন সদর দফতর “অ্যাপল পার্ক” নির্মাণ শেষ করেছে জানা গেছে তাদের ওয়েবসাইট থেকে। আরো যারা গেছে নির্মাণ ব্যয় ছিল 5 বিলিয়ন মার্কিন ডলার।
একই বছরে, তারা একটি নতুন ধরনের নচ ডিসপ্লে সহ iPhone X প্রকাশ করেছে। 2020 সালে, iPhone 12 Pro এবং Pro Max একটি সম্পূর্ণ নতুন স্তরের ভিডিও ক্যামেরার অভিজ্ঞতা নিয়ে এসেছে। অ্যাপলের মতে, আপনি এখন শুধুমাত্র আপনার হাতে একটি আইফোন দিয়ে পেশাদার সিনেমা শ্যুট করতে পারেন বলে অ্যাপেল কোম্পানি জানিয়ে। Apple 2021 সালের সেপ্টেম্বরে iPhone 13 সিরিজ প্রকাশের সাথে সাথে Samsung কে পিছনে ফেলে শীর্ষস্থান অর্জন করে। দ্রুত তাদের মার্কেটিং প্রাইস বৃদ্ধি পাচ্ছে।
iphone & samsung- বর্তমানে পৃথিবীতে দুটি ফোন কোম্পানি মধ্যে কম্পিটিশন করলে চলেছে। একটি হলো স্যামসাং গ্যালাক্সি অন্যটি হল iphone। ইদানিং samsung galaxy যে ফোনটি লঞ্চ করেছে তা টক্কর দিচ্ছে iphone ফোনগুলোর সাথে। samsung কোম্পানি তাদের নতুন ফোন টিকে রেকমেন্ড করছে। তাদের ফোনটি দিয়ে চাঁদের ও ছবি তোলা যায়। আসলে ঘটনাটি samsung galaxy এই ফোনটা দিয়ে চাদরের ছবি তোলা যাচ্ছে। তাই মোবাইল মার্কেটে ফোন সবচেয়ে বেশি কম্পিটিশনের মধ্যে রয়েছে। (আইফোনের ইতিহাস)
বন্ধুরা আজকে এতোটুকুই। আরো এরকম মজার পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন , চারপাশ ভালো রাগবেন।