আইফোন ১৫ সিরিজের মধ্যে কি কি রয়েছে! বছরের শেষে আইফোন ব্যবহারকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন নতুন মডেলের। যদিও এন্ড্রয়েড ইউজাররা এই সামান্য পরিবর্তনকে ভ্রুক্ষেপ করে না। কারণ যতই আপডেট আসুক এন্ড্রয়েডে সকল ফিচার যুক্ত আছে আরও বহুদিন আগে থেকেই।
এই বছরে আইফোনের সবচেয়ে বড় আপডেটটি ছিল চার্জিং পোর্টে। যা এক কথায় বলা যায় এন্ড্রয়েডকে ফলো করা। যদিও আইফোন মানে সেরা কিছু। তাই ইউএসবি সি থাকলেও এর মধ্যে রয়েছে আইফোনের বিশেষ কিছু। চলুন আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নেই এবারের আইফোনে কি কি নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
আইফোন ১৫ সিরিজের ইউএসবি সি পোর্ট
বরাবরের মতো বাজারে আইফোন ফিফটিনের চারটি মডেল এসেছে ফিফটিন, ফিফটিন প্লাস, ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো মেক্স। এছাড়াও রয়েছে নতুন নতুন সব রং।
সকল মডেলের রয়েছে ইউএসবি সি পোর্ট। কিন্তু এই সি পোর্টে থাকবে থান্ডার বল সমৃদ্ধ ডেটা ট্রান্সফার সুবিধা। মানে আপনি এসএসডি ড্রাইভ যুক্ত করে সরাসরি ভিডিও ক্যাপচার করতে পারবেন এক্সটার্নাল স্টোরেজ সিস্টেমে। আইফোনের সব মডেলই থাকছে ডাইনামিক আইল্যান্ড ফিচার।
ফিফটিন প্রো ও প্রোম্যাক্সের বডি
ফিফটিন প্রো ও প্রোম্যাক্সের বডি তৈরি করা হয়েছে গ্রেড ফাইভ টাইটানিয়াম দিয়ে। নাসার মার্চ রভারের বডিও তৈরি করা হয়েছে এই টাইটেনিয়াম দিয়ে। টাইটানিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে এটি ওজনে হালকা। কিন্তু অনেক বেশি শক্তিশালী যা খুব সহজে বাঁকানো বা ভাঙানো যায় না।
আইফোন ফিফটিনের ক্যামেরা
আইফোন ফিফটিনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১০০% ফোকাস পিক্সেল, সেন্সরশিপ ওআইএ রয়েছে ১২ মেগাপিক্সেল টেলি ফটো ক্যামেরা। এছাড়াও যুক্ত করা হয়েছে উন্নত পট্রেট মুড।
নরমাল মুডে ছবি তুলে পট্রেট মুডে শিফট করা যাবে। এছাড়াও ফোকাসেও শিফট করা যাবে। সামনের ক্যামেরায় যুক্ত করা হয়েছে নাইট মুড।
আইফোন ফিফটিনে ভিডিও রেকর্ড
আইফোন ফিফটিনে থাকছে ফোরকে সিক্সটি এফপিএসএ ভিডিও রেকর্ড করার সুবিধা। সাথে তৈরি করা যাবে স্পেশাল ভিডিও। এখন মনে প্রশ্ন জাগতে পারে এটা আবার কি। এটা হচ্ছে এক ধরনের থ্রিডি ভিডিও যা অ্যাপেল ভীষণ প্রোতে দেখা যায়।
নতুন অ্যাকশন বাটন
আইফোন ১৫ সিরিজের মধ্যে কি কি রয়েছে আশ্চর্যজনকভাবে আইফোনের শুরুর দিকে অ্যালার্ট স্লাইডার সরিয়ে দিয়ে বসানো হয়েছে অ্যাকশন বাটন। এই বাটন যেকোনো টাস্কের জন্য কাস্টমাইজ করা যাবে।
প্রসেসর
প্রসেসর আপডেট সহ প্রসেসরের মধ্যে জিপিইউ অ্যাড করা হয়েছে। যা আরো উন্নত গ্রাফিক এবং মোবাইল গেমিং এ সহায়তা করবে।
দাম
আপনি হয়তো ভাবছেন iphone ১৫ এর এতসব ফিচার তাই সচরাচর দাম নিশ্চয়ই বেশি হবে। কিন্তু না আইফোন ফিফটিন এবং iphone ফিফটিন প্লাস রাখা হচ্ছে আগের দামেইন। ফিফটিন প্রো এবং প্রোমেক্সের দামের সঙ্গে যুক্ত হয়েছে ১০০ ডলারের পার্থক্য। নিচে আইফোন ফিফটিনের সকল মডেলের দাম দেওয়া হল।
অ্যাপল মোবাইলের তালিকা | দাম (টাকা) | দাম (ডলার) | RAM | স্টোরেজ |
Apple iPhone 15 | ৯৭,৫০০ | ৭৯৯ | 4 GB | 128 GB, 256 GB, 512 GB |
Apple iPhone 15 Max | ১১৭,০৯৬ | ১০০০ | 4 GB | 128 GB, 256 GB, 512 GB |
Apple iPhone 15 Pro | Coming Soon | Coming Soon | ||
Apple iPhone 15 Pro Max | ১৯৯,৯৯০ | ১৮১৮ | 6 GB | 128 GB, 256 GB, 512 GB |