তথ্য ও প্রযুক্তি

AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকাশ করলো বিশ্বের সেরা ৫ ফুটবলারের নাম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি! বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজকে চলে আসলাম গুগোলের বহুল জনপ্রিয় প্রোজেক্ট AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। আমরা হয়তো অনেকেই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? যারা জানেন না তাদের  জন্যে বলতে চাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হল এক কৃত্রিম বুদ্ধিমত্তা।

যেখানে মানুষের বদল কাজ করবে রোবট। মানুষের মতই সুখ, দুঃখ, চিন্তা, ভাবনা এমনকি অনুভূতিও প্রকাশ করতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স । আর গুগোল ইদানিং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে বিশ্বের সেরা ৫ ফুটবলারের একটি জরীপ চালায়। যেখানে ওঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য।  নিচে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রকাশিত তালিকা নিয়ে আলোচনা করা হল।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি

সর্বকালের সেরা ৫ ফুটবলারের নাম প্রকাশ করেছে গুগোলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স । যে তালিকায় যথারীতি সবার উপরে আছে লিওনেল মেছি আর পরের স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো।

কিন্ত অবাক করা বিষয় এই তালিকায় নাম নেই জিনেদি জিদান কিংবা রোনালদিনহো। জিদান কিংবা রোনালদিনহোর ছিল এক সময় ফুটবল বিশ্বের নামকরা খেলোয়াড়। বর্তমান বিশ্বেও অনেকে তাদেরকে সেরাদের সেরা বলেই মনে করে। ফুটবলকে যারা মনে প্রাণে ভালোবাসে তারা কোন দিনও ভুলতে পারবেনা এই দুই কিংবদন্তির নাম ।

অথচ গুগোলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিশ্বের সেরা ফুটবলারের  তৈরির তালিকায় নেই এ দুই লিজেন্ডর নাম। এই দুই লিজেন্ডর নাম বাদ দিয়ে সর্বকালের সেরা ৫ ফুটবলারের নাম প্রকাশ করেছে গুগোলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স । এ তালিকা তৈরিতে গুগোলের AI ব্যবহার করেছে খেলোয়াড়দের বাক্তিগত তথ্য, খেলার বয়স, খেলার দৈর্ঘ্য এবং খেলায় কে কতো টুকু প্রভাব বিস্তার করতে পেরেছে এসব বিষয়।

ব্রাজিলের কিংবদন্তী রোনালদিনহোর ঝুলিতে ব্যালন ডি আর্থ রয়েছে ২ টি কিন্ত গুগোলের AI এর কাছে তা গ্রহন যোগ্যতা পাইনি। তবে সেরাদের সেরা চিনতে ভুল করেনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ তালিকার এক নাম্বারে আছে আর্জেন্টাইন সুপারস্টার ৭ বারের ব্যালন ডি আর্থ জয়ী লিওনেল মেছি। আর তার পরেই অবস্থান করছে ৫ বারের ব্যালন ডি আর্থ জয়ী পরতুগিস সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ঝামেলা বাধেছে পরের জায়গা গুলোনিয়েই কেননা মেছি বা রোনালদো ছাড়া ৩ বারের বেশি আর কেউয়ি পায়নি ব্যালন ডি আর্থ। ৩ বার করে জিতেছে মিসেল প্লায়নি,   ইউহান কৃষ্ট, মারতিনি কভেন বাস্তেনরা যাদের মধ্যে জিদানের ক্যারিয়ার সাফল্য বাকি সবার থেকে বেশি। তবে কেন ফরাসি কিংবা ব্রাজিলিয়ান্দের বিশ্ব কাপ জেতা তারকা এই তালিকায় নেই সেটি নিয়ে চলছে গবেষণা।

বন্ধুরা বলা হয়ে থাকে গুগোলের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠিত হলে সারা বিশ্বে চাকরি হারাবে ৪০ কোটিরও বেশি মানুষ। যা সারা বিশ্বে নিয়ে আসবে এক ভয়া ভয়ো পরিস্থিতি। অপর দিকে অনেক বিশ্লেষক বলে থাকে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কৃত হলে প্রযুক্তি যেমন আরও সমৃদ্ধ হবে তেমনি কর্ম সংস্থান তৈরি হবে অনেক বেশি।

তো বন্ধুরা আজকের পোস্টটি এত টুকুই। প্রযুক্তি বিষয়ে এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।