ক্রিপ্টোকারেন্সি

ইথিরিয়ামের ইতিহাস ও বর্তমান দাম (১ ইথিরিয়াম সমান কত)

ইথিরিয়ামের ইতিহাস! বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি গুলোর মধ্যে ইথিরিয়াম মূলত দুই নাম্বারে। ইথিরিয়ামের বর্তমান মার্কেট ক্যাব হল ১৪০ বিলিয়ন ডলার।

ইথিরিয়ামের ইতিহাস

২০১৪ সালে ১৪ সেন্ট দিয়ে শুরু হয় ইথিরিয়ামের যাত্রা। ইথিরিয়ামের বর্তমান মূল্য ১২০০ ডলারের উপরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রিপ্টো ইউনিভার্স। আজকে আমরা আলোচনা করব ইথিরিয়াম নিয়ে। আপনারা যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চাচ্ছেন আজকের পোস্টটি তাদের জন্য হতে যাচ্ছে স্পেশাল। তাহলে চলুন কথা না বারিয়ে শুরু করি আজকের পোস্টটি।

ইথিরিয়াম কি (What is Ethereum)

২০০৯ সালে সাতাসি নাকামুত বিটকয়েন লঞ্ছ করার পর মানুষ প্রথম ব্লক চেনে প্রোডাক্ট দেখে। এই ব্লক চেনের অনেক সীমাবদ্ধতা ছিল। তারপর ২০১৪ সালের রাশিয়ান প্রোগ্রামার ভিট্রোলিঙ্ক বুত্র এ প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নিয়ে ইথিরিয়াম লঞ্চ করে। ইথিরিয়াম মূলত একটি ইকো সিস্টেম। ইথিরিয়ামের ব্লক ব্যবহার করে নানান ধরনের ড্যাপ বা ডিসেন্টালাইজ ইকুয়েশন তৈরি করা সম্ভব। এর মধ্যে প্রথম ড্যাপটি তৈরি করা হয়েছিল ২০১৭ সালে। এটি মূলত একটি ডিসেন্টালাইজ গেমস ছিল। যেখানে কিটেন বেচা কেনা হতো। খুব অল্প সময়ে এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং নেটওয়ার্কে ট্রানজেকশনের পরিমাণ বেড়ে যায় কয়েক গুন। এছাড়াও ইথিরিয়ামে ডিসেন্ট্রালাইজ গেমিং ডিসেন্ট্রালাইজ ফাইন নেনসিং সহ আরো অনেক কিছু করা সম্ভব।

ইথিরিয়াম মূলত একটি নেটওয়ার্ক এবং ইথার নামক যে কারেন্সিটি মার্কেটে আছে ঐটি মূলত মাইনারদেরকে ফি হিসেবে দেওয়া হয়। ইথিরিয়াম অল ইস অল ব্লক চেইনার এখানে আরো অনেক ব্লক চেন রয়েছে যেমন কার, বেনও, ইউ এস, টোন, বি এন বি ইত্যাদি এ ব্লক চেন গুলো থাকলেও সবচেয়ে পপুলার ও জনপ্রিয় ব্লক চেন হল ইথিরিয়াম ব্লক চেন। ইথিলিয়াম ব্লকচেন ব্যবহার করে খুব সহজে কয়েন এবং বিভিন্ন স্মার্ট কনট্রাক্ট তৈরি করা সম্ভব। ইথিরিয়ামে যে কোডটি ব্যবহার করা হয়েছে তার নাম হলো সলিডিটি। এই কোড ব্যবহার করে আপনি চাইলে আপনার নিজস্ব স্মার্ট কনট্রাক টোকেন তৈরি করতে পারবেন। টপ ১০০ কয়েন এর মধ্যে প্রায় পঞ্চাশটি কয়েনেই ইথিরিয়াম ব্লক চেন ব্যবহার করে তৈরি করা।

ইথেরিয়াম 2.0 কি? (what is etherium 2.0)

দিন দিন ইথিরিয়াম ব্যবহার বারার সাথে সাথে ইথিরিয়ামের ট্রানজেকশনও বাড়তে শুরু করে। কিন্তু ইথিরিয়ামের প্রতি সেকেন্ডে ট্রানজেকশনের ক্যাপাসিটি ছিল ২৫ থেকে ৩০ টি এবং যার ফলে ইথিরিয়ামের ট্রানজেকশন ফি অনেক বেড়ে যেতে থাকে। ফলে ইথিরিয়ামের গ্রোথে অনেক বড় ধরনের বাধা তৈরি হয়। তারপর ইথিরিয়াম ফাউন্ডেশনের কো ফাউন্ডার বুল ট্রিন ইথিরিয়াম 2.0 নিয়ে আসার কথা বলেন এবং এটি নিয়ে কাজ করতে শুরু করেন। ট্রানজেকশন স্পিড বাড়ানোর পাশাপাশি ইথিরিয়াম 2.0 তে আরো কিছু আপডেট নিয়ে আসার কথা বলেন বুল ট্রিন। যেমন ইথিরিয়াম 2.0 আসার পর পরেই এর ট্রানজেকশন স্পিড বেরে দারায় পার সেকেন্ডে ১ লাখ প্লাস।

ইথিলিয়াম 1.0 তে ট্রানজেকশন ভেরিফাই করার জন্য ব্যবহার করা হয়েছিল প্রুফ অফ ওয়ার্ক পদ্ধতি । কিন্তু ইথিরিয়াম 2.0 তে প্রুফ অফ ইস্ট্রেক ব্যাবহার করা হবে ট্রানজেকশন ভেরিফাই করার জন্য। এ পদ্ধতিতে মাইনারের পরিবর্তে নড্রা ট্রানজেকশন ভেরিফাই করবে। এখানে যারা নুঠ হবে তাদেরকে প্রথমে ৩২ ইথিরিয়াম ইস্ট্রেক করতে হবে এবং ইথিরিয়ামের নুঠ রান করতে হবে।

ইথিরিয়াম 2.0 মূলত ৪টি ফেজে লঞ্ছ করা হবে। ফেজ জিরোতে লঞ্ছ করা হবে বিকেন চেন এবং এই বিকেন চেন লঞ্ছ হয়ার মাধ্যমে ইথিরিয়ামের ইস্ট্রেকিং প্রোগ্রাম চালু হবে । তারপর ফেজ ১ এর সাট চেইন লঞ্ছ করা হবে এর মাধ্যমে ইথিরিয়ামের বেলিলেটর রোড ট্রানজেকশন করতে শুরু করবে। তারপরে লঞ্ছ হবে ফেজ 1.5 । এই ফেজে ইথিরিয়ামের মেইন নেট ত্রান্সফার করা হবে গ্রুপ অফ ইস্টেইজে।

ইথিরিয়াম ও স্থায়ী মুদ্রার দাম

                     ইথিরিয়াম                      দেশ                       দাম
1 ETH ইতালি 1,731.78
1 ETH ফ্রান্স 1,731.78
1 ETH স্পেন 1,731.78
1 ETH USD 1,893.27
1 ETH AED 6,948.31
1 ETH Bangladesh 2,03,230.31

বন্ধুরা আশা করি ইথিরিয়াম এবং ইথিরিয়াম 2.0 সম্পর্কে আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। ক্রিপ্টোকারেন্সির অন্যান্য মুদ্রা সম্পর্কে জানতে ফলো করুন আমাদের পরবর্তী পোস্টটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।