উৎসব

কোরবানি ঈদের Famous, Message, Wishes, কবিতা, ছন্দ এবং উক্তি ২০২৪

ঈদুল আযহা ২০২৪ মেসেজ! মুসলিমদের কাছে কোরবানির ঈদ মানে আনন্দের জোয়ার। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ সারা বিশ্বের মুসলমানরা কুরবানীর মাধ্যমে ঈদুল আযহা পালন করে থাকে।

ঈদুল আযহা ২০২৪ মেসেজ

আর এই আনন্দ আরেকটু বাড়িয়ে দেয় যদি অগ্রিম কোন ভালোবাসার ব্যক্তিকে উইশ বা মেসেজ করে শুভেচ্ছা জানানো হয়। এরকমই কিছু বিখ্যাত মেসেজ নিয়ে আজকের পোস্টটি। পুরো পোস্টটি স্কিপ না করে পোড়ার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্টটি,,,

কোরবানি ঈদের শুভেচ্ছা ২০২৪

১/ ভুলে যাও তুমি ঈদের খুশিতে

      ভেদা ভেদ যত দ্বন্দ্ব

      ছড়িয়ে দাও বন্ধু সবার মাঝে

 কোরবানি ঈদের আনন্দ।

২/ ঈদের মত তোমার জীবন

         মঙ্গলময় হোক

 পাঠিয়ে দিলাম ছোট্ট খামে

         ঈদ মোবারক।

৩/ দিনের পর রাত আসে

        রাতের পর দিন

 আজকের দিনে দুঃখ কষ্ট

      হয়ে যাক বিলীন।

৪/ দূরের মানুষ কাছে আসুক

        পাশের মানুষ পাশে

  খুশিতে ভরে উঠুক

          আজ শুভ দিনে।

  ৫/ বন্ধু তোমায় পাঠিয়ে দিলাম

       আলো ঝলমলে সন্ধ্যা

     রঙ্গিন খামে গন্ধ ছড়ানো

       এক গুচ্ছ রজনী গন্ধা।

৬/ ঈদের রাতের বাঁকা চাঁদের

     দিলাম টুকরো হাসি

       চিরকাল তোমায় ভরে থাকুক

      কোরবানি ঈদের খুশি

৭/ নিল আকাশের খামে ভরে,

   সাদা মেঘের কাগজে করে,

       রংধনুর রঙ্গে লিখে,

     দখিনা বাতাসকে দিয়ে

        আমার মনের কথা পাথালাম।

  ঈদ মোবারক My Friend!

৮/ কোন ফুল দিয়ে নয়,

        কোন মালা দিয়ে নয়।

চোখের পানি দিয়ে নয়,

    কোন গানের সুর দিয়ে নয়।

        শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে

     জানাই ঈদের শুভেছা।

৯/ ডাবের ভিতর মিষ্টি পানি

      তেতুল হইলো টক

         বন্ধু তোমায় জানাই আমি

         ঈদ মোবারক

       কোরবানি ঈদের মেছেস ২০২৪

১০/ আসছে ঈদ চলছে গাড়ি

                                                       বন্ধু তুমি দাওয়াত দিলে

                  জাইতাম তোমার বারি! Eid Mubarak

১১/ এই ঈদ নবরূপ রাঙিয়ে দিক

                                                    তোমার প্রতিটি মুহূর্ত,

সুন্দর সমৃদ্ধ হোক,

                                                  আগামীর দিনগুলো।

ঈদ মোবারক

১২/ কুরবানীর ঈদ আসে ঈদ যায়

                                            কিন্তু শিখিয়ে যায় ত্যাগের মহিমা।

  কোরবানি বিলিয়ে দিয়ে যায় হাজারো

                                               আনন্দ প্রতিটি মানুষের প্রাণে

 তোমাকে জানাই পবিত্র ঈদের

                                    অনেক অনেক শুভেচ্ছা

                  ঈদ মোবারক

১৩/ বন্ধু মানে আনন্দ, ঈদ মানে খুশি

                                              বন্ধু তোমায় আমি অনেক ভালবাসি

ঈদের দাওয়াত নেও তুমি,

                                 আসবে কিন্তু আমার বাড়ি

তোমাকে জানাই পবিত্র ঈদের

                                   অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন

                              ঈদ মোবারক

১৪/ খুশির ঈদে এসো তুমি

                                   ঘুরতে আমার বাড়ি,

 তোমার জন্য সাজিয়ে দেবো

                                   কোরবানি ঈদের খাবার রকমারি

                   ঈদ মোবারক

১৫/ ঈদের খুশির বাঁধ ভেঙেছে

                                     চাঁদের আলোর ঝলকে,

হৃদয়ে শুধু তুমি আছো প্রিয়

                                   আরো আছো শুধু চোখের পলকে,

চাঁদের কাছে আছে জমা আমার

                                      অনেক ঋণ মিটাবো সবেই তা

 যদি পাই তোমায় ঈদের দিন

                 ঈদ মোবারক

১৬/ তুমি আমার ঈদের চাঁদ,

                                   মন করেছো জয়,

 তোমায় ছাড়া কেমন

                          করে ঈদে একা কাটায়

সুখে স্বপনে আঁকবো দুইজন

                                  হবে মুলাকাত, ঈদের দিন মিলবো

 দুইজন থাকবোনা তফাৎ

                             বন্ধু সুজন করবো কুজন বলবো

 অনেক কথা, কাছে এসে ভালোবেসে

                                              জুরাবো প্রনয় ব্যথ “ ঈদ মোবারক”

১৭/ ঈদের নামাজ পড়বো মোরা,

                                         করবো কোলাকুলি

 নামাজ শেষে আল্লাহকে স্মরণ

                                        করে করবো কুরবানী

১৮/ নীল আকাশে ঈদের চাঁদ, ঈদের আগে

                                                         চাঁদনী রাত। ঈদ হলো খুশির দিন,

 দাওয়াত রইলো ঈদের দিনে।

                                ভালো থেকো সীমাহীন,

ঈদের দিনটা তোমার হোক রঙিন

             ঈদ মোবারক

১৯/ মন চাইছে কারো সাথে কথা বলি,

                                                 মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি,

 ঈদ মোবারক বলার সিদ্ধান্ত

                                      যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়েই

 শুরু করি। ঈদ মোবারক

২০/ বন্ধু তুমি অনেক দূরে, তাইতো তোমায়

                                                         মনে পড়ে, সুন্দর এই সময় কাটুক

 খুশিতে, সব কষ্ট ভুলে যেও

                                 আপন জনের হাসিতে। ঈদ মোবারক

বন্ধুরা ঈদ নিয়ে আমাদের এই পোস্টটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম বিভিন্ন উৎসবে মেসেজ, শুভেচ্ছা সহ অন্যান্য তথ্য জানার জন্য আমাদের সাইটের সঙ্গেই থাকুন। এবং কমেন্ট করে জানান আপনার কোন রকম মেসেজের প্রয়োজন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।