এশিয়া কাপ ২০২৩ নেপালের স্কোয়াড! বন্ধুরা আজকে আমরা জানবো এশিয়া কাপে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো অংশগ্রহণ করা দল নেপালের স্কোয়াড ও সময়সূচী। নেপাল ১৯৪৬ সালে সর্বপ্রথম ক্রিকেট সংস্থা গঠন করো এবং ১৯৬১ সালে নেপাল ক্রিকেট সংস্থা বা CAN জাতীয় ক্রীড়া সংস্থার অংশ হয়।এরপর ১৯৯৬ সাল থেকে দেশটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যভূক্ত হয়। এরপূর্বে ১৯৮৮ সাল থেকে আইসিসি’র অনুমোদনপ্রাপ্ত সদস্য দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করতো।
নেপালের ক্রিকেট ইতিহাস
নেপাল অনেক আগে থেকে ক্রিকেট খেলা শুরু করলেও তারা আইসিসির সদস্যপদ পায় ১৯৯৬ সালে । এরপর থেকে আরব আমিরাত, আফগানিস্তা্ন, হংকং এর মতো দেশের সঙ্গে তারা টুর্নামেন্ট খেলে আসছিল। কিন্তু এবারিই সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করছে। ১৯৪৬ সালে নেপাল ক্রিকেট সংস্থা গঠিত হয়। ১৯৫১ সালে নেপালী জনগণ রাণা পরিবারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করলে ক্রিকেট খেলা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। ১৯৬১ সালে নেপাল ক্রিকেট সংস্থা CAN জাতীয় ক্রীড়া সংস্থার অংশ হয়। এরফলে ক্রিকেটকে সমগ্র নেপালে ছড়িয়ে দেয়ার উদ্যোগী ভূমিকা নেয়া হয়।
নেপাল সর্বপ্রথম ২০১৪ সালে t20 বিশ্বকাপে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল এরপর এবারে প্রথম ২০২৩ এশিয়া কাপ নিশ্চিত করল।
নেপাল যেভাবে এশিয়া কাপ নিশ্চিত করলো
এসিসি টুর্নামেন্টে নেপালের প্রতিপক্ষ ছিল আরব আমিরাত। যেখানে আরব আমিরাত নির্দিষ্ট ওভার শেষ হওয়ার আগেই সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৭ রান। জবাবে ব্যাট করতে নেমে নেপাল নিয়মিত উইকেট হারাতে থাকে। যেখানে ২২ রানের সুবাদে ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে বসে নেপাল। এরপর চতুর্থ উইকেট জুটিতে ৯৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জিতে নেয় নেপাল। যার সুবাদে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল।
এশিয়া কাপে নেপালের গ্রুপ
এশিয়া কাপে নেপাল রয়েছে এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান এবং ভারত। যেহেতু নেপাল এবারই এশিয়া কাপে অংশগ্রহণ করছে সেহেতু এই গ্রুপটা নেপালের জন্য খুব একটা সহজ হবে না। কেননা বিশ্ব ক্রিকেটে পাকিস্তান এবং ভারত দুটি অপ্রতিরোধ্য দল।
এশিয়া কাপে নেপালের সময়সূচী ২০২৩
তারিখ | দল | ভেন্যু |
২ সেপ্টেম্বর | আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা | ঠিক হয়নি |
৩ সেপ্টেম্বর | ভারত বনাম পাকিস্তান | ঠিক হয়নি |
৫ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম আফগানিস্তান | ঠিক হয়নি |
৬ সেপ্টেম্বর | ভারত বনাম নেপাল | ঠিক হয়নি |
৮ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ | ঠিক হয়নি |
৯ সেপ্টেম্বর | পাকিস্তান বনাম নেপাল | ঠিক হয়নি |
১০ সেপ্টেম্বর | ঠিক হয়নি | |
১১ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ ২ (A1 Vs A2) | ঠিক হয়নি |
১২ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ ৩ (A1 Vs B1) | ঠিক হয়নি |
১৩ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ ৪ (A2 Vs B2) | ঠিক হয়নি |
১৪ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ ৫ (A1 Vs B2) | ঠিক হয়নি |
১৫ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ ৬ (B1 Vs A2) | ঠিক হয়নি |
১৭ সেপ্টেম্বর | গ্রুপে এ” VS গ্রুপে বি” ফাইনাল | ঠিক হয়নি |
এশিয়া কাপ ২০২৩ নেপাল স্কোয়াড
বন্ধুরা পাকিস্তান ভারত রাজনৈতিক বিরোধের কারণে এশিয়া কাপে কোন কোন দল তাদের স্কোয়াড ঘোষণা করতে পারেনি। এশিয়া কাপ ২০২৩ স্কোয়াড ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের জানার চেষ্টা করব।
ব্যাটার | বোলার | অলরাউন্ডার | উইকেট কিপার |
বন্ধুরা এই ছিল নেপালের ক্রিকেট ইতিহাস এবং ২০২৩ এশিয়া কাপের সময়সূচী। আশাক করি নেপালকে নিয়ে আমাদের এই পোস্ট টি আপনাদের অনেক ভাল লেগেছে। এশিয়া কাপে সকল দলের ইতিহাস, স্কোয়াড এবং সময়সূচী জানতে আমাদের পেজটি ফল ফলো করুন।