এশিয়া কাপ শ্রীলঙ্কার জন্য এক গৌরবময় টুনামেন্ট। কেননা শ্রীলঙ্কা এখন প্রজন্ত ৬ বার এ কাপ ঘরে তুলেছে। সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত এশিয়া কাপও শ্রীলঙ্কা জিতেছে। এদিক দিয়ে বিবেচনা করলে ভারতের পরেই শ্রীলঙ্কার স্থান। কারন ভারত এ টুনামেন্ট ৭ বার জিতে সবার উপরে রয়েছে। আবার শ্রীলঙ্কা এশিয়া কাপের সবথেকে বেশি ফাইনাল খেলা দল। তারা এখন প্রজন্ত ১২ বার এশিয়া কাপের ফাইনাল খেলেছে। শ্রীলঙ্কাকে বলা হয় দ্বীপ রাষ্ট্র কিন্ত এ দেশের ক্রিকেট এক্সপেরিমেন্ট অনেক বেশি। তারা শুধু উপমহাদেশে নয় বিশ্ব কাপের মত বড় ইভেন্ট গুলোতেও নিজেদের সামর্থ্য জানান দিয়েছে।
শ্রীলঙ্কার এশিয়া কাপ ইতিহাস
এশিয়া কাপের ৩৯ বছরের ইতিহাসে শ্রীলঙ্কা এক বারও নিজেদের নাম প্রত্যাহার করেনি। ফলে প্রতিটি আসরেই তারা অংশগ্রহণ করেছে। এদিক দিয়ে শ্রীলঙ্কা রয়েছে এক অনন্য উতচ্চতায়। কেননা ১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হলে সে বারে ACC র সদস্য না পাওয়ায় এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ। আর অপর দিকে ভারত-পাকিস্তান রাজনৈতিক বিরোধ থাকায় তারা উভয়েই বেশ কয়েক বার করে এশিয়া কাপে অংশগ্রহণ করেনি। এরপর আফগানিস্তান অনেক পরে বাছাই ক্রিত দল হিসেবে এশিয়া কাপে অংশগ্রহণ করে। তারপর পর্যায়ক্রমে আরব আমিরাত, হংকং ও নেপাল এ টুনামেন্টে অংশগ্রহণ করে।
শ্রীলঙ্কা ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯১, ১৯৯৫, ২০০০ এবং ২০১০ সাল মিলে মোট ৬ বার রানারাপ হয়েছিল। আর এখন প্রজন্ত এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এ দিক দিয়ে শ্রীলঙ্কার ধারের কাছেও নেই কেও।
শ্রীলঙ্কার এশিয়া কাপ ফাইনাল ২০২২
শ্রীলঙ্কা ২০২২ সালে সর্বশেষ এশিয়া কাপের ফাইনাল খেলে। ঐ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ বারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরে। ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। কেননা শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে। এরপর ভানুকা রাজাপক্ষের ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৪৭ রানেই গুটিয়ে জায়। ফলে ২৩ রানের বিশাল জয় পায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার এশিয়া গ্রুপ ২০২৩
শ্রীলঙ্কা যেহেতু বি গ্রুপে রয়েছে সেহুত এই গ্রুপের অন্যান্য প্রতিপক্ষ হল বাংলাদেশ ও আফগানিস্তান। শ্রীলঙ্কা এশিয়া কাপে অনেক অভিজ্ঞ দল হলেও এ দুই প্রতিপক্ষকে সহজ ভাবে নেওয়ার কিছু নেই। কেননা বাংলাদেশ ইতোমধ্যেই দুবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে আর অন্যদিকে আফগানিস্তানের রয়েছে বিশ্ব মানের বলার। তাই এবারে শ্রীলঙ্কার জন্য এই গ্রুপটি হতে পারে অগ্নি পরীক্ষা।
এশিয়া কাপের সময়সূচী ২০২৩
এবারের এশিয়া কাপের দল গুলোকে ACC দুটি গ্রুপে ভাগ করে সময়সূচী প্রকাশ করেছে। নিচে তা দেওয়া হল।
তারিখ | দল | ভেন্যু |
২ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান | এখন ঠিক হয়নি |
৩ সেপ্টেম্বর | ভারত বনাম পাকিস্তান | এখন ঠিক হয়নি |
৫ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম আফগানিস্তান | এখন ঠিক হয়নি |
৬ সেপ্টেম্বর | ভারত বনাম নেপাল | এখন ঠিক হয়নি |
৮ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ | এখন ঠিক হয়নি |
৯ সেপ্টেম্বর | পাকিস্তান বনাম নেপাল | এখন ঠিক হয়নি |
১০ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ 1 (B2 VS B1) | এখন ঠিক হয়নি |
১১ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ 2 (A2 VS A1) | এখন ঠিক হয়নি |
১২ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ 3 (A1 VS B1) | এখন ঠিক হয়নি |
১৩ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ 4 (B2 VS A1) | এখন ঠিক হয়নি |
১৪ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ 5 (A1 VS B2) | এখন ঠিক হয়নি |
১৫ সেপ্টেম্বর | সুপার ফোর ম্যাচ 6 (B1 Vs A2) | এখন ঠিক হয়নি |
১৭ সেপ্টেম্বর | গ্রুপে বি VS এ গ্রুপেফাইনাল | এখন ঠিক হয়নি |
বন্ধুরা এশিয়া কাপের ভেন্যু এখনো ঠিক হয়নি। এশিয়া কাপের ভেন্যুর তালিকা ঠিক হওয়ার সাথে সাথেই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।
এশিয়া কাপ শ্রীলঙ্কার স্কোয়াড
শ্রীলঙ্কা প্রতিবারেই এশিয়া কাপের জন্য দুর্দান্ত স্কোয়াড ঘোষণা করে থাকে। যেখানে বেশি অল-রাউন্ডারদের প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। নিচে শ্রীলঙ্কার স্কোয়াড দেওয়া হল।
বাটার | বোলার | অল্রউন্দার | কিপার |
বন্ধুরা এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।
বন্ধুরা এশিয়া কাপে শ্রীলঙ্কা সম্পর্কে আমাদের এই পোস্ট টি আশাকরি আপনাদের অনেক ভালো লেগেছে। এশিয়া কাপের সকল দলের স্কোয়াড জানতে আমাদের সাইটি ফলো করে রাখুন ধন্যবাদ।