খেলাধুলা

ওয়াডে বিশ্বকাপ ২০২৭ সকল দলের স্কোয়াড & ফিচার

ওয়াডে বিশ্বকাপ সকল দলের স্কোয়াড

ওয়াডে বিশ্বকাপ সকল দলের স্কোয়াড! বন্ধুরা ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর জন্য সকল দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আমরা ইতোমধ্যেই হয়তো সকলি জেনে গেছি যে এবারের বিশ্বকাপে মোট ১০টি দল অংশগ্রহণ করবে এবং ফাইনাল সহ মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

যেসব ম্যাচ ভারতের বিভিন্ন রাজ্যের মোট ১০টি স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই আয়োজন করবে। আমরা আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সকল দলের মূল স্কোয়াড সম্পর্কে।

আইসিসি ইতোমধ্যে সকল ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে সমস্ত দেশ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এ অংশগ্রহণ করবে তারা ১৫ সদস্যের বেশি দল ঘোষণা দিতে পারবে না এবং স্টান্ডবাই হিসেবে দুইজনের বেশি খেলোয়াড় রাখতে পারবে না। তাই সেই নিয়ম মেনে প্রতিটি দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা দিয়েছে। নিচে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য সকল দলের মূল স্কোয়াড দেওয়া হলো।

 ১/ বাংলাদেশ

  1. সাকিব আল হাসান (অধিনায়ক),
  2. মুশফিকুর রহিম,
  3. লিটন দাস,
  4. নাজমুল হোসেনন,
  5. তাওহিদ হৃদয়,
  6. মেহেদী হাসান মিরাজ,
  7. তাসকিন আহমেদ,
  8. মোস্তাফিজুর রহমান,
  9. হাসান মাহমুদ,
  10. শরীফুল ইসলাম,
  11. নাসুম আহমেদ,
  12. মেহেদী হাসান,
  13. তানজিদ হাসান,
  14. তানজিম হাসান
  15. মাহমুদউল্লাহ

২/ পাকিস্তান দলের মূল স্কোয়াড

  1. বাবর আজম (অধিনায়ক),
  2. শাদাব খান (সহ-অধিনায়ক),
  3. ফখর জামান,
  4. ইমাম উল হক,
  5. আবদুল্লাহ শফিক,
  6. মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক),
  7. ইফতিখার আহমেদ,
  8. সলমন আলি আঘা,
  9. সউদ শাকিল,
  10. মহম্মদ নওয়াজ,
  11. শাহিন আফ্রিদি,
  12. হ্যারিস রউফ,
  13. হাসান আলি,
  14. উসামা মীর,
  15. মহম্মদ ওয়াসিম জুনিয়র

৩/ ভারত দলের মূল স্কোয়াড

  1. রোহিত শর্মা ( অধিনায়ক),
  2. শুভমন গিল,
  3. বিরাট কোহলি,
  4. শ্রেয়স আয়ার,
  5. সূর্যকুমার যাদব,
  6. উইকেট কিপার,
  7. ঈশান কিশান,
  8. লোকেশ রাহুল,
  9. হার্দিক পান্ডিয়া
  10. ,রবীন্দ্র জাদেজা,
  11. শার্দূল ঠাকুর,
  12. অক্ষর প্যাটেল
  13. যাশপ্রিত বুমরা,
  14. মোহাম্মদ সিরাজ,
  15. মোহাম্মদ শামি,
  16. কুলদীপ যাদব

৪/ অস্টেলিয়া দলের মূল স্কোয়াড

  1. স্টিভ স্মিথ,
  2. ডেভিড ওয়ার্নার,
  3. ট্র্যাভিস হেড
  4. অ্যালেক্স ক্যারি,
  5. জশ ইংলিশ
  6. শন অ্যাবট,
  7. প্যাট কামিন্স ( অধিনায়ক),
  8. জশ হ্যাজলিউড,
  9. মিচেল স্টার্ক,
  10. অ্যাডাম জাম্পা
  11. গ্লেন ম্যাক্সওয়েল
  12. ক্যামেরন গ্রিন
  13. মিচেল মার্শ
  14. মার্কাস স্টয়নিস
  15. অ্যাশটন অ্যাগার

৫/ সাউদ আফ্রিকা দলের মূল স্কোয়াড

  1. টেম্বা বাভুমা (অধিনায়ক),
  2. জেরাল্ড কোয়েটজি,
  3. রেজা হেনড্রিক্স,
  4. ডেভিড মিলার,
  5. রসি ফন ডার ডুসেন
  6. হেইনরিখ ক্লাসেন,
  7. কুইন্টন ডি কক,
  8. এইডেন মার্করাম,
  9. মার্কো জানসেন,
  10. কেশব মহারাজ,
  11. সিসান্দা মাগালা,
  12. লুনগি এনগিদি,
  13. এনরিখ নর্টজে,
  14. কাগিসো রাবাদা,
  15. তাবরাইজ শামসি

৬/ নিউজিল্যান্ড দলের মূল স্কোয়াড

  1. কেইন উইলিয়ামসন (অধিনায়ক)
  2. মার্ক চাপম্যান
  3. উইল ইয়াং
  4. টম ল্যাথাম (সহ-অধিনায়ক)
  5. গ্লেন ফিলিপস
  6. ডেভন কনওয়ে
  7. মিচেন স্যান্টনার
  8. ড্যারেল মিচেল
  9. জিমি নিশাম
  10. রাচিন রবীন্দ্র
  11. ট্রেন্ট বোল্ট
  12. লকি ফার্গুসন
  13. ম্যাট হেনরি
  14. ইশ সোধি
  15. টিম সাউদি

৭/ আফগানিস্তান দলের মূল স্কোয়াড

  1. হাসমতুল্লাহ শহীদী (অধিনায়ক),
  2. রশিদ খান,
  3. রহমানুল্লাহ গুরবাজ,
  4. ইব্রাহিম জাদর,
  5. রিয়াজ হাসান,
  6. নজিবুল্লাহ জাদরান,
  7. রহমত শাহ,
  8. মোহাম্মদ নবী,
  9. ইকরাম আলখিল,
  10. আজমতুল্লাহ ওমরজাই,
  11. মুজিব উর রহমান,
  12. নূর আহমেদ,
  13. ফজলহক ফারুকী,
  14. আবদুর রহমান
  15. নাভিন-উল- অধিকার

৮/ নেদারল্যান্ড দলের মূল স্কোয়াড

  1. স্কট এডওয়ার্ড (অধিনায়ক)
  2. ম্যাক্স ও’ডাউড
  3. বাস ডি লিড
  4. বিক্রম সিং
  5. তেজা নিদামানারু
  6. পল ভ্যান ম্যাকরিন
  7. লোগান ফন ভিক
  8. কলিন আকারম্যান
  9. রোল্ফ ফন ডার মারউই
  10. সাকিব জুলফিকার
  11. শাহরিজ আহমেদ
  12. আরিয়ান দত্ত
  13. রায়ান ক্লেইন
  14. ওয়েসলি বারারসি
  15. সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট

৯/ ইংল্যান্ড দলের মূল স্কোয়াড

  1. জস বাটলার (অধিনায়ক),
  2. মঈন আলি,
  3. গ্যাস অ্যাটকিনসন,
  4. জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক),
  5. হ্যারি ব্রুক,
  6. স্যাম কারান,
  7. লিয়াম লিভিংস্টোন,
  8. ডেভিড মালান,
  9. আদিল রশিদ,
  10. জো রুট,
  11. বেন স্টোকস,
  12. রিচ টপলি,
  13. ডেভিড উইলি,
  14. মার্ক উড
  15. ক্রিস ওকস

১০/ শ্রীলঙ্কা দলের মূল স্কোয়াড

  1. দাসুন শানাকা (অধিনায়ক),
  2. কুসল মেন্ডিস,
  3. কুসল পেরেরা,
  4. পাথুম নিসাঙ্কা,
  5. দিমুথ করুনারত্নে,
  6. সাদিরা সামারাবিক্রমা,
  7. চারিথ আসালাঙ্কা,
  8. ধনাঞ্জয়া ডি সিলভা,
  9. দুশান হেমান্থা,
  10. দুনিথ ওয়েলালাগে,
  11. মাহিশ থিকশানা,
  12. কাসুন রাজিথা,
  13. মাথিশা পাথিরানা,
  14. লাহিরু কুমারা,
  15. দিলশান মাদুশাঙ্কা

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সময়সূচী

               তারিখ                  দেশ              স্টেডিয়াম               সময়
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ইংল্যান্ড VS নিউজিল্যান্ড আহাম্মেদাবাদ ২:০০
শুক্রবার, ৬ অক্টোবর পাকিস্তান VS নেদারল্যান্ডস হায়দ্রাবাদ ২:০০
শনিবার, ৭ অক্টোবর বাংলাদেশ VS আফগানিস্তান ধর্মশালা ১০:৩০
শনিবার, ৭ অক্টোবর সাউথ আফ্রিকা VS শ্রীলঙ্কা দিল্লি ২:০০
রবিবার, ৮ অক্টোবর ইন্ডিয়া VS অস্ট্রেলিয়া চেন্নাই ২:০০
সোমবার, ৯ অক্টোবর নিউজিল্যান্ড VS নেদারল্যান্ডস হায়দ্রাবাদ ২:০০
মঙ্গলবার, ১০ অক্টোবর ইংল্যান্ড VS বাংলাদেশ ধর্মশালা ২:০০
মঙ্গলবার, ১০ অক্টোবর পাকিস্তান VS শ্রীলঙ্কা হায়দ্রাবাদ ২:০০
বুধবার, ১১ অক্টোবর ইন্ডিয়া VS আফগানিস্তান হায়দ্রাবাদ ২:০০
বৃহস্পতিবার, ১২ অক্টোবর  অস্ট্রেলিয়া VS সাউথ আফ্রিকা লাকনো ২:০০
শুক্রবার, ১৩ অক্টোবর নিউজিল্যান্ড VS বাংলাদেশ চেন্নাই ২:০০
শনিবার, ১৪ অক্টোবর ইন্ডিয়া VS পাকিস্তান আহাম্মেদাবাদ ২:০০
রবিবার, ১৫ অক্টোবর ইংল্যান্ড VS আফগানিস্তান দিল্লি ২:০০
সোমবার, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া VS শ্রীলঙ্কা লাকনো ২:০০
মঙ্গলবার, ১৭ অক্টোবর সাউথ আফ্রিকা VS নেদারল্যান্ডস ধর্মশালা ২:০০
বুধবার, ১৮ অক্টোবর  নিউজিল্যান্ড VS আফগানিস্তান চেন্নাই ২:০০
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ইন্ডিয়া VS বাংলাদেশ পুনে ২:০০
শুক্রবার, ২০ অক্টোবর অস্ট্রেলিয়া VS পাকিস্তান বেঙ্গালুরু ২:০০
শনিবার, ২১ অক্টোবর ইংল্যান্ড VS সাউথ আফ্রিকা মুম্বাই ১০:৩০
শনিবার, ২১ অক্টোবর শ্রীলঙ্কা VS নেদারল্যান্ডস লাকনো ২:০০
রবিবার, ২২ অক্টোবর ইন্ডিয়া VS নিউজিল্যান্ড ধর্মশালা ২:০০
সোমবার, ২৩ অক্টোবর পাকিস্তান VS আফগানিস্তান চেন্নাই ২:০০
মঙ্গলবার, ২৪ অক্টোবর সাউথ আফ্রিকা VS বাংলাদেশ মুম্বাই ২:০০
বুধবার, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া VS নেদারল্যান্ডস দিল্লি ২:০০
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ইংল্যান্ড VS শ্রীলঙ্কা বেঙ্গালুরু ২:০০
শুক্রবার, ২৭ অক্টোবর পাকিস্তান VS সাউথ আফ্রিকা চেন্নাই ২:০০
শনিবার, ২৮ অক্টোবর নেদারল্যান্ডস VS বাংলাদেশ ধর্মশালা ২:০০
শনিবার, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া VS নিউজিল্যান্ড কলকাতা ১০:৩০
রবিবার, ২৯ অক্টোবর ইন্ডিয়া VS ইংল্যান্ড লাকনো ২:০০
সোমবার, ৩০ অক্টোবর আফগানিস্তান VS শ্রীলঙ্কা পুনে ২:০০
মঙ্গলবার, ৩১ অক্টোবর পাকিস্তান VS বাংলাদেশ কলকাতা ২:০০
বুধবার, ১ নভেম্বর সাউথ আফ্রিকা VS নিউজিল্যান্ড পুনে ২:০০
বৃহস্পতিবার, ২ নভেম্বর ইন্ডিয়া VS শ্রীলঙ্কা মুম্বাই ২:০০
শুক্রবার, ৩ নভেম্বর নেদারল্যান্ডস  VS আফগানিস্তান লাকনো ২:০০
শনিবার, ৪ নভেম্বর নিউজিল্যান্ড VS পাকিস্তান বেঙ্গালুরু ১০:৩০
শনিবার, ৪ নভেম্বর অস্ট্রেলিয়া VS ইংল্যান্ড আহাম্মেদাবাদ ২:০০
রবিবার, ৫ নভেম্বর ইন্ডিয়া VS সাউথ আফ্রিকা কলকাতা ২:০০
সোমবার, ৬ নভেম্বর বাংলাদেশ VS শ্রীলঙ্কা দিল্লি ২:০০
মঙ্গলবার, ৭ নভেম্বর অস্ট্রেলিয়া VS আফগানিস্তান মুম্বাই ২:০০
বুধবার, ৮ নভেম্বর ইংল্যান্ড VS নেদারল্যান্ডস পুনে ২:০০
বৃহস্পতিবার, ৯ নভেম্বর নিউজিল্যান্ড VS শ্রীলঙ্কা বেঙ্গালুরু ২:০০
শুক্রবার, ১০ নভেম্বর সাউথ আফ্রিকা VS আফগানিস্তান আহাম্মেদাবাদ ২:০০
শনিবার, ১১ নভেম্বর অস্ট্রেলিয়া VS বাংলাদেশ পুনে ১০:৩০
শনিবার, ১১ নভেম্বর পাকিস্তান VS ইংল্যান্ড কলকাতা ২:০০
রবিবার, ১২ নভেম্বর ইন্ডিয়া VS নেদারল্যান্ডস বেঙ্গালুরু ২:০০
বুধবার, ১৫ নভেম্বর সেমিফাইনাল ১ মুম্বাই ২:০০
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর সেমিফাইনাল ২ কলকাতা ২:০০
রবিবার, ১৯ নভেম্বর           ফাইনাল আহাম্মেদাবাদ ২:০০

বন্ধুরা ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সকল দলের স্কোয়াড সম্পর্কে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর সকল আপডেট পেতে আমাদের সাইটটি ফলো করে সঙ্গেই থাকুন।(ওয়াডে বিশ্বকাপ সকল দলের স্কোয়াড)

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।