খেলাধুলা

ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ নেদারল্যান্ডস দলের স্কোয়াড, সময়সূচী ও ভ্যেনু

ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ নেদারল্যান্ডস স্কোয়াড

ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ নেদারল্যান্ডস স্কোয়াড! ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডস সর্বশেষ বিশ্বকাপের মঞ্চে কোয়ালিফায়ার করেছেন। যেখানে তারা ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারিয়েছে। নেদারল্যান্ডেস সর্বপ্রথম আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে ১৯৬৬  সালে।

ধারণা করা হয় উনবিংশ শতকের শেষের দিকে নেদারল্যান্ডসে ক্রিকেটের উদ্ভব ঘটে এবং ১৮৬০ সালে এটি রাজকীয় খেলার স্বীকৃতি অর্জন করে। নেদারল্যান্ডসের জনপ্রিয় খেলা গুলোর মধ্যে ক্রিকেটের স্থান ২৫ তম। বর্তমানে দেশটিতে প্রায় সাড়ে ৬ হাজারেরও বেশি ক্রিকেটার রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন লীগ এবং আন্তর্জাতিক পর্যায়ে দলকে সহযোগিতা করছে। নেদারল্যান্ডস এবারে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ অংশগ্রহণ করার মাধ্যমে মোট পাঁচবার বিশ্বকাপের মূল মঞ্চে অংশগ্রহণ করে সালগুলো হল ১৯৯৬, ২০০৩, ২০০৭, ২০১১ এবং ২০২৩।

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নেদারল্যান্ডস স্কোয়াড

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নেদারল্যান্ডস ১৫ সদস্যের দল ঘোষণা দিয়েছে,

  1. স্কট এডওয়ার্ড (অধিনায়ক)
  2. ম্যাক্স ও’ডাউড
  3. বাস ডি লিড
  4. বিক্রম সিং
  5. তেজা নিদামানারু
  6. পল ভ্যান ম্যাকরিন
  7. লোগান ফন ভিক
  8. কলিন আকারম্যান
  9. রোল্ফ ফন ডার মারউই
  10. সাকিব জুলফিকার
  11. শাহরিজ আহমেদ
  12. আরিয়ান দত্ত
  13. রায়ান ক্লেইন
  14. ওয়েসলি বারারসি
  15. সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট

নেদারল্যান্ডস দলের ক্রিকেট ইতিহাস

নেদারল্যান্ডস ১৯৬৬ সালে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। তারা এখনো আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করতে সক্ষম হয়নি। নেদারল্যান্ডস সর্বপ্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯৬ সালে ওয়ানডে ম্যাচ খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করে। এরপর ২০০৮ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করে এবং এর মাধ্যমে টি-টোয়েন্টি অভিষেক হয়। নিচে সকল ফরম্যাটে নেদারল্যান্ডসের ক্রিকেট ইতিহাস তুলে দেওয়া হলো।

  ম্যাচের format      মোট ম্যাচ           জয়        পরাজয়            ড্র
টি-টোয়েন্টি ৯৮ ৪৯ ৪৪ ২ টা টাই, ৩ ফলাফল হয়নি
ওডিআই ১০১ ৩৪ ৬২ ১ টা টাই, ৪ ফলাফল হয়নি
টেস্ট টেস্টের মর্যাদা এখনো পায়নি টেস্টের মর্যাদা এখনো পায়নি টেস্টের মর্যাদা এখনো পায়নি টেস্টের মর্যাদা এখনো পায়নি

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নেদারল্যান্ডস দলের সময়সূচি ও ভ্যেনু

এবারের ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় ভারত মোট ১০ টি স্টুডিয়ামে এবারের বিশ্বকাপের সকল ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী নেদারল্যান্ডস ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মোট সাতটি ভ্যেনুতে তাদের ম্যাচগুলো খেলবে। নিচে নেদারল্যান্ডসের ভ্যেনু ও সময়সূচি দেওয়া হবে।

            তারিখ              ম্যাচ               সময়             ভ্যেনু
৬ অক্টোবর ২০২৩ পাকিস্তান বনাম নেদারল্যান্ডস দুপুর ২টা হায়দ্রাবাদ
৯ অক্টোবর ২০২৩ নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস দুপুর ২টা হায়দ্রাবাদ
১৭ অক্টোবর ২০২৩ দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস দুপুর ২টা ধর্মশালা
২১ অক্টোবর ২০২৩ নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা দুপুর ২টা লখনও
২৫ অক্টোবর ২০২৩ অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস দুপুর ২টা দিল্লী
২৮ অক্টোবর ২০২৩ নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ দুপুর ২টা ধর্মশালা
০৩ নভেম্বর ২০২৩ নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান দুপুর ২টা লখনও
০৮ নভেম্বর ২০২৩ ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস দুপুর ২টা পুনে
১২ নভেম্বর ২০২৩ ভারত বনাম নেদারল্যান্ডস দুপুর ২টা বেঙ্গালুরু
১৫নভেম্বর ২০২৩ সেমি ফাইনাল ১ দুপুর ২টা মুম্বাই
১৬ নভেম্বর ২০২৩ সেমি ফাইনাল ২ দুপুর ২টা কলকাতা
১৯ নভেম্বর ২০২৩ ফাইনাল দুপুর ২টা আহমেদাবাদ

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ টিকিট কাটার নিয়ম এবং সোশ্যাল সাইট ও টিকিটের মূল্য

ওয়ার্ল্ড কাপ মানেই যেন উন্মাদনা আর বিশেষ করে সকলের কাছে একটা প্রশ্ন জাগে কিভাবে এবং কত টাকা হতে পারে একটি বিশ্বকাপের টিকিটের মূল্য। ICC ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে যে কেউ চাইলে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর টিকিট সংগ্রহ করতে পারে। এছাড়াও বিভিন্ন Online platform যেমন বুক মাই শো, পেটিএম, পেটিএম ইনসাইডাস থেকে ক্রিকেট প্রেমিক ভক্তরা সংগ্রহ করতে পারবে এবারের বিশ্বকাপের টিকিট। এছাড়া ICC এবারের বিশ্বকাপের ৭০% টিকিট অনলাইনে ছাড়া ঘোষণা দিয়েছে এবং সীমিত সংখ্যক টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

এবারের বিশ্বকাপের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০০ রুপি থেকে ১০,০০০ রুপি। তবে ম্যাচ ও ভেন্যুর উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে টিকিটের দাম।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।