খেলাধুলা

বিপিএল ২০২৫ কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লেয়ার তালিকা এবং সময়সূচী

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড! কুমিল্লা ভিক্টোরিয়ান্স হচ্ছে বাংলাদেশী ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে সফলতম একটি দল। কেননা এটি এখন পর্যন্ত বিপিএল ট্রফি সর্বমোট ৪বার নিজেদের ঘরে তুলতে সক্ষম হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড

এই দলটি মূলত নাফিসা কামাল পরিচালনা করে থাকে এবং দলটি সকল প্লেয়ারদের সমান গুরুত্ব দিয়ে থাকে। দলটি ইতোমধ্যেই তার কার্যক্রম ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়বস্তুর মাধ্যমে বিশ্ব অঙ্গনে সুনাম করিয়েছে।

গেল ২০২৩ বিপিএলে তারা সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থ বারের মতো শিরোপা অর্জন করে। এছাড়া এই দলটি প্রতিবারই বিপিএলে প্রচুর পরিমাণে অর্থ খরচ করে থাকে যা ২০২৪ বিপিএলেও বহাল রেখেছে।

বিপিএল ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কেননা তারা এখন পর্যন্ত মোট ৪ বার এই ট্রফি নিজেদের ঘরে নিয়েছে এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন। বরাবরের মতো তাদের দলে বিশাল চমক থেকে থাকে।

তারই ধারাবাহিকতায় এবারও তারা দুই বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে এবং দেশি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিবদ্ধ একমাত্র খেলোয়াড় তাওহীদ হৃদয়। এছাড়া বেশি ক্রিকেটারদের মধ্যে ধরে রাখার তালিকায়া রয়েছে ৩ জন এবং বিদেশী ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা ৯ জন এবং অন্যান্য খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট থেকে দলে ভিড়ানো হয়েছে। নিচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হলো।

  • লিটন দাস,
  • মোস্তাফিজুর রহমান,
  • তানভীর ইসলাম
  • মোহাম্মদ রিজওয়ান,
  • সুনীল নারাইন
  • তাওহিদ হৃদয়
  • মঈন আলি,
  • আন্দ্রে রাসেল,
  • ইফতেখার আহমেদ,
  • জামান খান,
  • খুশদিল শাহ,
  • জনসন চার্লস,
  • নূর আহমেদ,
  • নাসিম শাহ,
  • রশিদ খান
  • মৃত্যুঞ্জয় চৌধুরী,
  • জাকের আলি অনিক,
  • মাহিদুল ইসলাম অঙ্কন,
  • রিশাদ হোসেন,
  • রাহকিম কর্নওয়াল,
  • ম্যাথু ওয়াটলার ফোর্ড,
  • ইমরুল কায়েস,
  • মুশফিক হাসান,
  • এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)

বিপিএল ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ান্স সময়সূচি ও ভেন্যু

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৯ জানুয়ারি কুমিল্লা-ঢাকা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ২টা
২৩ জানুয়ারি কুমিল্লা-বরিশাল শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২৬ জানুয়ারি কুমিল্লা-সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট সন্ধ্যা ৭টা
৩০ জানুয়ারি কুমিল্লা-রংপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট দুপুর ১টা ৩০
০২ ফেব্রুয়ারি কুমিল্লা-চট্টগ্রাম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট সন্ধ্যা ৭টা
০৭ ফেব্রুয়ারি কুমিল্লা-খুলনা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ১টা ৩০
০৯ ফেব্রুয়ারি কুমিল্লা-ঢাকা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৭টা
১৩ ফেব্রুয়ারি কুমিল্লা-চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ১টা ৩০
১৪ ফেব্রুয়ারি কুমিল্লা-খুলনা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০
১৯ ফেব্রুয়ারি কুমিল্লা-সিলেট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ১টা ৩০
২০ ফেব্রুয়ারি কুমিল্লা-রংপুর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০
২৩ ফেব্রুয়ারি কুমিল্লা-বরিশাল শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ২টা
২৫ ফেব্রুয়ারি এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ১টা ৩০
২৫ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
০১ মার্চ প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ ও মালিক

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বর্তমান কোচ মোঃ সালাউদ্দিন। যিনি বাংলাদেশ ক্রিকেটে অত্যন্ত পরিচিত একটি মুখ এবং সকল শ্রেণীর ক্রিকেটারদের কাছে অত্যন্ত আপন একজন মানুষ বলে গণ্য করা হয়।

তিনি সকল খেলোয়াড়দের আপন জনের মত নিবিড় যত্ন ও মমতায় খেলা শিখিয়ে থাকেন। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ানসে যোগদানের পর থেকে তিনি এক অনন্য উচ্চতায় অবস্থান করছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বর্তমান মালিক লেজেন্ডস স্পোর্টিং লিমিটেড ও অধিনায়ক ইমরুল কায়েস।

বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট (২০১২-২০২৪)

বিপিএল ২০১২ থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ১০টি আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে সবচেয়ে বেশি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪বার এই ট্রফি নিজেদের ঘরে নিয়েছেন এবং ঢাকা নিয়েছে ৩বার ও অন্যান্য দলগুলো দুইবার ও একবার করে এই ট্রফি নিজেদের ঘরে নিতে সক্ষম হয়েছে। আজকে আমরা বিপিএল ২০১২ থেকে ২০২৪ চ্যাম্পিয়ন লিস্টের একটি পূর্ণাঙ্গ তালিকার নিচে তুলে ধরলাম।

              সাল           মোট দল              বিজয়ী          রানার আপ
             ২০১২                 ৬ ঢাকা গ্ল্যাডিয়েটরস বরিশাল বার্নারস
             ২০১৩                 ৭ ঢাকা গ্ল্যাডিয়েটরস চিটাগাং কিংস
             ২০১৫                 ৬ কুমিল্লা ভিক্টোরিয়ানস বরিশাল বুলস
             ২০১৬                 ৭ ঢাকা ডায়ানামাইটস রাজশাহী কিংস
             ২০১৭                 ৭ রংপুর রাইডার্স ঢাকা ডায়ানামাইটস
             ২০১৯                 ৭ কুমিল্লা ভিক্টোরিয়ানস ঢাকা ডায়ানামাইটস
             ২০২০                 ৭ রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স
             ২০২২                 ৬ কুমিল্লা ভিক্টোরিয়ানস ফরচুন বরিশাল
             ২০২৩                 ৭ কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্স
            ২০২৪                 ৭                 –                 –

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।