গুজরাট টাইটান্স প্লেয়ার তালিকা ২০২৪! আইপিএলে গুজরাট টাইটান্স একটি নবগঠিত দল। যেটি ২০২১ সালে আইপিএলে প্রথম পদার্পণ করে। দলটির মালিক সিভিসি ক্যাপিটাল পার্টনার্স।
দলটি এখন পর্যন্ত আইপিএলে মোট ১টি শিরোপা জয়লাভ করেছে। দলটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ৫৩৯ কোটি রুপি। যা আইপিএলের অন্যান্য দলের তালিকায় ৫ নাম্বারের রয়েছে। আইপিএলের শুরুর লগ্ন থেকে বেশ কয়েকটি দল রয়েছে যেগুলো এখনো নতুন উদয়মান দল হিসেবে গুজরাট টাইটান্সের ব্র্যান্ড ভ্যালুকে অতিক্রম করতে পারেনি। আজকে আমরা ২০২৪ আইপিএল এর জন্য গুজরাট টাইটান্স এর স্কোয়াড, সময়সূচী ও অন্যান্য বিস্তারিত তথ্য সম্পর্কে জানব।
২০২৪ আইপিএল গুজরাট টাইটান্স স্কোয়াড
গুজরাট টাইটান্স ২০২২ সালে যখন আইপিএল চ্যাম্পিয়ন হয় তখন সেরকম কোনো বড় তারকাকে তারা দলে ভিরাতে পারেনি। তবে দলের দুর্দান্ত কম্বিনেশন বিশেষ করে তখন এই দলটিকে হার্দিক পান্ডিয়া খুব ভালোভাবে নেতৃত্ব দেওয়ার কারণে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা নিজেদের ঘরে নিতে সক্ষম হয়।
কিন্তু ২০২৪ আইপিএলের জন্য দলটি হার্দিক পান্ডিয়াকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাই এবারের দলটি কতটুকু শক্তিশালী তা খেলার মাঠে দেখা যাবে। চলুন জেনে নেই আইপিএল ২০২৪ গুজরাট টাইটান্স স্কোয়াড।
- ডেভিড মিলার,
- শুভমান গিল,
- ম্যাথু ওয়েড,
- ঋদ্ধিমান সাহা,
- কেন উইলিয়ামসন,
- অভিনব মনোহর,
- সাই সুদর্শন,
- দর্শন নালকান্ডে,
- বিজয় শঙ্কর,
- জয়ন্ত যাদব,
- রাহুল তেওয়াটিয়া,
- মোহাম্মদ শামি,
- নুর আহমেদ,
- সাই কিশোর,
- রশিদ খান,
- জশ লিটল,
- মোহিত শর্মা,
- আজমতউল্লাহ ওমরজাই,
- উমেশ যাদব,
- শাহরুখ খান,
- সুশান্ত মিশ্রা,
- কার্তিক তিয়াগী,
- মানব সুথার,
- স্পেন্সার জনসন,
- রবিন মিন্স
আইপিএল ২০২৪ গুজরাট টাইটান্স সময়সূচী
দল |
তারিখ | সময় |
ভেন্যু |
GT বনাম MI |
২৪ মার্চ, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | নরেন্দ্র মোদী স্টেডিয়াম |
GT বনাম CSK | ২৬ মার্চ, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম |
GT বনাম SRH |
৩১ মার্চ, ২০২৪ | বিকাল 3:30 মিনিট | নরেন্দ্র মোদী স্টেডিয়াম |
GT বনাম PBKS | ০৪ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
নরেন্দ্র মোদী স্টেডিয়াম |
GT বনাম LSG |
০৭ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | একনা ক্রিকেট স্টেডিয়াম |
GT বনাম RR | ১০ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
জয়পুর |
GT বনাম DC |
১৬ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | আহমেদাবাদ |
GT বনাম PBKS | ২১ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
মোহালি |
GT বনাম DC |
২৪ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | দিল্লি |
GT বনাম RCB | ২৮ এপ্রিল, ২০২৪ | বিকাল 3:30 মিনিট |
আহমেদাবাদ |
GT বনাম RCB |
০৪ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | বেঙ্গালুরু |
GT বনাম CSK | ১০ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
আহমেদাবাদ |
GT বনাম KKR |
১৩ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | আহমেদাবাদ |
GT বনাম SRH | ১৬ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
হায়দ্রাবাদ |
আইপিএলে গুজরাট টাইটান্সের অর্জন
যেহেতু আমরা ইতোমধ্যেই জেনে গেছি গুজরাট টাইটান্স আইপিএল এর একটি নবগঠিত দল। অর্থাৎ দলটি ২০২১ সালে আইপিএলে পদার্পণ করে। এখন পর্যন্ত তারা আইপিএলে মোট তিনটি আসরে অংশগ্রহণ করে।
আর এই কয়েক বছরে তারা মোট ২টি ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে। যা অন্যান্য দলের চেয়ে তাদের অর্জনকে অনেক বড় করে তুলে ধরে। এর মধ্যে তারা প্রথম ২০২২ সালে আই পি এল শিরোপা জেতার সাদ পায়। এরপর ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো তারা আইপিএলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু অবিশ্বাস্যভাবে চেন্নাই সুপার কিংস এর কাছে তারা হেরে ২০২৩ আই পি এল রানার্সআপ হয়।
দলটি গুজরাটের প্রতিনিধিত্ব করে এবং তাদের নিজস্ব মাঠে আইপিএলের সকল ম্যাচগুলোর প্র্যাকটিস করে থাকে। তাদের নিজস্ব মাঠ হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ। যেখানে বসে একসঙ্গে প্রায় ১ লাখ ৩২ হাজারের উপরে দর্শক খেলা দেখতে পারে।
এখন পর্যন্ত আইপিএলের চ্যাম্পিয়ন লিস্ট
আইপিএল ২০০৮ সালের শুরু করে এখন পর্যন্ত মোট ১৭টি আসর অনুষ্ঠিত হচ্ছে। গুজরাট টাইটান্স প্লেয়ার তালিকা ২০২৪ যেখানে সর্বমোট ৫টি করে শিরোপা মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস জিতেছে এবং দুইবার কলকাতা নাইট রাইডার্স ও অন্যান্য দলগুলো একবার করে এই শিরোপার স্বাদ নিতে পেরেছে। নিচে আইপিএলের চ্যাম্পিয়ন লিস্ট দেওয়া হল।
ক্রমিক নং | সাল | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
১ | ২০০৮ | রাজস্থান রয়েলস | চেন্নাই সুপার কিংস |
২ | ২০০৯ | ডেকান চার্জার্স | রয়্যাল চ্যলেঞ্জার্স ব্যাঙ্গালোর |
৩ | ২০১০ | চেন্নাই সুপার কিংস | মুম্বাই ইন্ডিয়ান্স |
৪ | ২০১১ | চেন্নাই সুপার কিংস | রয়্যাল চ্যলেঞ্জার্স ব্যাঙ্গালোর |
৫ | ২০১২ | কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই সুপার কিংস |
৬ | ২০১৩ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস |
৭ | ২০১৪ | কলকাতা নাইট রাইডার্স | কিংস ইলেভেন পাঞ্জাব |
৮ | ২০১৫ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস |
৯ | ২০১৬ | সানরাইজার্স হায়দ্রাবাদ | রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর |
১০ | ২০১৭ | মুম্বাই ইন্ডিয়ান্স | রাইজিং পুনে সুপার জায়ান্ট |
১১ | ২০১৮ | চেন্নাই সুপার কিংস | সানরাইজার্স হায়দ্রাবাদ |
১২ | ২০১৯ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস |
১৩ | ২০২০ | মুম্বাই ইন্ডিয়ান্স | দিল্লি ক্যাপিটালস |
১৪ | ২০২১ | চেন্নাই সুপার কিংস | কলকাতা নাইট রাইডার্স |
১৫ | ২০২২ | গুজরাট টাইটানস | রাজস্থান রয়েলস |
১৬ | ২০২৩ | চেন্নাই সুপার কিংস | গুজরাট টাইটান
|
১৭ | ২০২৪ | _ | _ |