শিক্ষা

রিলিজ স্লিপে ২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি

হ্যালো বন্ধুরা! আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পোস্ট। সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ১৬ আগস্ট বিকাল ৪টা থেকে আবেদন শুরু হবে।চলবে ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

এই সকল বিষগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সব আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি হয়ে পরে বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কারণ বিভিন্ন রকমের জটিলতার কারণে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান যেন আরেকবার শিক্ষার্থীরা আবেদন করে। জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে।

আরো জানান, রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোকলেজ কর্তৃপক্ষ আরও জানান যে,
কলেজ কর্তৃক যে সব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চিত করা হয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে তাকে অবশ্যই ২৩ আগস্টের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

দেশের প্রায় ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা হয়। অন্যান্য কেন্দ্রের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধীনে মোট চারটি কেন্দ্রেও ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জবির চারটি কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯২ (৯২.৪) শতাংশ। অর্থাৎ ৮ শতাংশ পরীক্ষার্থী ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়নি।

জবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানালেন, জবির চারটি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯২.৪ শতাংশ। পরীক্ষা শেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

আরো জানা গেছে যে, যেসব ভর্তিচ্ছু পরীক্ষা কেন্দ্র হিসেবে জবিকে নির্ধারণ করেছিল তাদের আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর মোট চারটি কেন্দ্রে সাজানো হয়েছিল। চারটি কেন্দ্রে মোট ২১ হাজার ৭৬৯ পরীক্ষার্থীর আসন বিন্যাস সাজানো হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২০ হাজার ১১৫ (৯২.৪ শতাংশ) পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেয়নি ১ হাজার ৬৫৪ জন।

অন্যান্য সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেল , এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং সহকারী প্রক্টররা। আগামী ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়বারের মতো আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিলেও এবার নতুন যুক্ত হয়েছে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বন্ধুরা আজকে এই পর্যন্তই আরেকটি নতুন পোষ্টের সাথে দেখা হচ্ছে। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।