জ্বালানি তেল! বিশ্ব বাজারের উত্তাল পরিস্থিতে বাংলাদেশের জ্বালানি মূল্য বৃদ্ধি করা হয়েছেো – ডিজেল, পেট্রোল ও অকটেনের মূল্য বৃদ্ধি–আজকের তেলের দাম কত ২০২৩. জ্বালানি তেলের দাম বৃদ্ধি – বাংলাদেশের বাজারে ডিজেলে ৩৪ টাকা এবং পেট্রোলে ৪৪ টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি মূল্য বৃদ্ধির ফলে বাস মালিকগন বিভিন্ন জেলায় বাস বন্ধ করে দিয়েছে ফলে বাস ভাড়া এবং দ্রব্যমূল্য আরও এক দফা বাড়ার শংকা তৈরি করতেছে।
৫ আগস্ট, ২০২৩ খ্রি. তারিখের ২৮,৯০,০০০০.২৬.৩৫.০০১.৯৯ংল).৯০৮ নং প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৭ জানুয়ারি, ২০২৩ তারিখের ২৮.০০.০০০০.০২৬.৩৫.০০১.১৮-১১ সংখ্যক স্মারকমূলে জারীকৃত প্রজ্ঞাপনে ডিজেল, কেরােসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো এতদ্বারা নিম্নরূপভাবে পুনর্নির্ধারণ সমন্বয় করা হইল মর্মে নির্দেশনা জারি করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর তেলের দাম নির্ণয়
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (EPC) ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ERL)-এ পরিশোধিত এবং সরাসরি অমিদানি ক্রয়কৃত ডিজেল, কেরােসিন, অকটেন ও পেট্রোল তেল বিপণন কোম্পানিসমূহের নিকট গেজেটে উল্লিখিত মূল্যে সরবরাহ করিবে। ভোক্তা পর্যায়ে ডিজেল ১১৪ টাকা কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমান জ্বালানি মূল্য বৃদ্ধি পেয়ে এখন জ্বালানির বর্তমান দাম কত টাকা?সংশোধিত এই মূল্য হার ২০২৪ তারিখ (উক্ত তারিখ রাত ১২.০০ ঘটিকার পর) হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ২০২৪, আজকের তেলের দাম কত, ডিজেলের দাম বৃদ্ধি, আজকের তেলের দাম কত ২০২৪, আজকের পেট্রোলের দাম কত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম, আজকের ডিজেলের দাম কত,
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ২০২৪
বিভিন্ন ধরনের জ্বালানির পূর্বমূল্য কত ছিল?বাংলাদেশে ডিজেল, পেট্রলসহ সমস্ত জ্বালানি তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি।