টি টোয়েন্টি বিশ্বকাপ আফগানিস্তান স্কোয়াড, ক্রিকেট বিশ্বে উদয়মান ও সম্ভাবনাময় একটি দল হিসেবে পরিচিতি লাভ করেছে আফগানিস্তান। যা মাত্র কয়েক বছর আগেও তেমনভাবে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় না পেলেও এখন দলটি যেকোনো পরিস্থিতিতে যেকোনো বড় দলের মোকাবেলা করতে সক্ষম।
দলটিতে বর্তমানে বিশ্বের খ্যাতনামা বোলার এবং ব্যাটারের সমন্বয় রয়েছে, পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং। আজকে আমরা জানবো ২০২৪ টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান দলের স্কোয়াড ও সময়সূচি।
আফগানিস্তান টি টোয়েন্টি স্কোয়াড
- রশিদ খান (অধিনায়ক),
- রহমানউল্লাহ গুরবাজ,
- ইব্রাহিম জাদরান,
- আজমতউল্লাহ ওমরজাই,
- করিম জানাত,
- নাজিবউল্লাহ জাদরান,
- মোহাম্মদ ইশাক,
- মোহাম্মদ নবি,
- গুলবদিন নাইব,
- নাঙ্গিয়াল খারোতি,
- নুর আহমেদ,
- নাভিন উল হক,
- ফজলহক ফারুকি,
- ফরিদ মালিক,
- মুজিব উর রহমান
রিজার্ভ খেলোয়াড়
- হজরতউল্লাহ জাজাই,
- সেদিক অটল,
- সালিম সাফি
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অর্জন
আইসিসি ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে। এরপর ২০০৭ সালে সর্বপ্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত করে। কিন্তু আফগানিস্তান এই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। কারণ দলটি তখনো আইসিসির পূর্ণ সদস্য পদ থেকে বঞ্চিত ছিল।
কিন্তু দলটি ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০০৯ সালে বাছাই পড়বে অংশগ্রহণ করে। যেখানে তারা আন্তঃমহাদেশীয় কাপে স্কটল্যান্ডকে হারিয়ে শিরোপা অর্জন করে এবং ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। তারা সেখানে সি গ্রুপে ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে অবস্থান করছিল। ফলশ্রুতিতে গ্রুপ পর্ব থেকে দলটি বিদায় নেয়।
এরপর থেকে প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটি অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফলাফল অর্জন করতে পারেনি। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলটি অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। কারণ দলটিতে রয়েছে বর্তমান সময়ের সেরা বলার এবং সেরা ব্যাটার। তাই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই আফগানিস্তানকে প্রতিটি দল শোমিও করে খেলবে বলাই যায়।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের গ্রুপ
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান সি গ্রুপে ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের পাশাপাশি উগান্ডা ও পাপুয়া নিউগিনির মোকাবেলা করবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের গ্রুপ পর্বের সময়সূচি
তারিখ | দল | ভেন্যু | সময় |
৪ জুন | আফগানিস্তান বনাম উগান্ডা | গায়ানা | ভোর ৬টা ৩০ |
৮ জুন | নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান | গায়ানা | ভোর ৫টা ৩০ |
১৪ জুন | আফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনি | ত্রিনিদাদ | রাত ৬টা ৩০ |
১৮ জুন | ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান | সেন্ট লুসিয়া | ভোর ৬টা ৩০ |
সুপার এইট সময়সূচী
তারিখ | দল | ভেন্যু | বাংলাদেশ সময় |
১৯ জুন | এ ২ Vs ডি ১ | অ্যান্টিগুয়া | রাত ৮টা ৩০ |
২০ জুন | বি ১ Vs সি ২ | সেন্ট লুসিয়া | ভোর ৬টা ৩০ |
২০ জুন | সি ১ Vs এ ১ | বার্বাডোস | রাত ৮টা ৩০ |
২১ জুন | বি ২ Vs ডি ২ | অ্যান্টিগুয়া | ভোর ৬টা ৩০ |
২১ জুন | বি ১ Vs ডি ১ | সেন্ট লুসিয়া | রাত ৮টা ৩০ |
২২ জুন | এ ২ Vs সি ২ | বার্বাডোস | ভোর ৬টা ৩০ |
২২ জুন | এ ১ Vs ডি ২ | অ্যান্টিগুয়া | রাত ৮টা ৩০ |
২৩ জুন | সি ১ Vs বি ২ | সেন্ট ভিনসেন্ট | ভোর ৬টা ৩০ |
২৩ জুন | এ ২ Vs বি ১ | বার্বাডোস | রাত ৮টা ৩০ |
২৪ জুন | সি ২ Vs ডি ১ | অ্যান্টিগুয়া | ভোর ৬টা ৩০ |
২৪ জুন | বি ২ Vs এ ১ | সেন্ট লুসিয়া | রাত ৮টা ৩০ |
২৫ জুন | সি ১ Vs ডি ২ | সেন্ট ভিনসেন্ট | ভোর ৬টা ৩০ |
সেমিফাইনাল ও ফাইনাল সময়সূচী
তারিখ | আসর | ভেন্যু | বাংলাদেশ সময় |
২৭ জুন | প্রথম সেমিফাইনাল | গায়ানা | ভোর ৬টা ৩০ |
২৭ জুন | দ্বিতীয় সেমিফাইনাল-২ | ত্রিনিদাদ | রাত ৮টা ৩০ |
২৯ জুন | ফাইনাল | বার্বাডোস | রাত ৮টা ৩০ |
টি টোয়েন্টি বিশ্বকাপ আফগানিস্তান স্কোয়াড বন্ধুরা উদয়মান নতুন দল হিসেবে আফগানিস্তান কি পারবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় কোন চমক দেখাতে?
আপনি যদি আফগানিস্তান দলের ফ্যান ফলোয়ার হয়ে থাকেন, অথবা আপনার পছন্দের দল হিসেবে যদি আফগানিস্তান আপনার মনে জায়গা করে নিয়ে থাকে। তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ।