টি টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড স্কোয়াড, ক্রিকেট বিশ্বে যে কয়েকটি টি-টোয়েন্টি স্পেশালিস্ট দল রয়েছে তার মধ্যে অন্যতম হলো ইংল্যান্ড। যদিও তারা শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন আশানুরূপ ফল করতে পারেনি।
কিন্তু পর্যায়ক্রমে তারা তাদের টি-টোয়েন্টি সক্ষমতার জানান দিয়েছে। আমরা সকলি জানি ইংল্যান্ডে ক্রিকেটের জন্ম হয়েছে। আর এদিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় ইংল্যান্ড টেস্ট এবং ওয়ানডেতে যেরকম পারফরমেন্স করে, ২০০৫ সালে শুরু হওয়া অস্ট্রেলিয়ার মাধ্যমে টি-টোয়েন্টি অঙ্গনে পদার্পণ করা ইংল্যান্ড ধীরে ধীরে টি-টোয়েন্টিতে তাদের পারফরম্যান্স করতে শুরু করেছে এবং তাদের জাত চিনিয়েছে। আজকে আমরা জানবো ২০২৪ বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড ও সময়সূচি সম্পর্কে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড স্কোয়াড
- জস বাটলার (অধিনায়ক),
- মঈন আলি,
- জোফ্রা আর্চার,
- জনি বেয়ারস্টো,
- হ্যারি ব্রুক,
- স্যাম কারান,
- বেন ডাকেট,
- টম হার্টলি,
- উইল জ্যাকস,
- ক্রিস জর্ডান,
- লিয়াম লিভিংস্টোন,
- আদিল রশিদ,
- ফিল সল্ট,
- রিস টপলি,
- মার্ক উড
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অর্জন
ইংল্যান্ড এখন পর্যন্ত মোট ১০৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে তারা সর্বপ্রথম ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অঙ্গনে পদার্পণ করে।
এই ১০৯টি ম্যাচের মধ্যে ইংল্যান্ড ৫৪টি জয় ৫০টি পরাজয় এবং অন্য ম্যাচগুলো টাই করেছে। আইসিসি ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত মোট ১২টি টি-টোয়েন্টি আসর অনুষ্ঠিত করেছে। যেখানে ইংল্যান্ড ১২টি আসরেই অংশগ্রহণ করে ৩টি আসরের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
যেখানে তারা সর্বপ্রথম ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ঘরে নিতে সক্ষম হয়। এরপরে ২০১৬ সালের পুনরায় ফাইনালে অংশগ্রহণ করলেও তারা সূচনীয় ভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যায়। সর্বশেষ ২০২২ সালে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি ট্রফি জয় লাভ করে। আর এর মাধ্যমে তারা ওয়েস্ট ইন্ডিজের পরে সর্বোচ্চ ২ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করে।
ইংল্যান্ড কোন গ্রুপে খেলবে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করবে। আর এই দলগুলোকে আইসিসি মোট ৪টি গ্রুপে ভাগ করেছে। আর ইংল্যান্ড ২০২৪ টি২০ বিশ্বকাপে বি গ্রুপে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয় ও ওমানের মোকাবেলা করবে।
ইংল্যান্ডের সময়সূচি
তারিখ | দল | ভেন্যু |
সময় |
৪ জুন |
ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড | বার্বাডোস | রাত ৮টা ৩০ |
৮ জুন | ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | বার্বাডোস |
রাত ১১টা |
১৩ জুন |
ইংল্যান্ড বনাম ওমান | অ্যান্টিগুয়া | রাত ১টা |
১৫ জুন | ইংল্যান্ড বনাম নামিবিয়া | অ্যান্টিগুয়া |
রাত ১১টা |
সুপার এইট সময়সূচী
গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের একবার করে মোকাবেলা করার পর গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানারআপ মিলে মোট ৪টি গ্রুপের ৮ টি দল সুপার এইটে অবস্থান করবে। নিচে সুপার এইটের সময়সূচি দেওয়া হলো।
তারিখ |
দল | ভেন্যু |
সময় |
১৯ জুন |
এ ২ Vs ডি ১ | অ্যান্টিগুয়া | রাত ৮টা ৩০ |
২০ জুন | বি ১ Vs সি ২ | সেন্ট লুসিয়া |
ভোর ৬টা ৩০ |
২০ জুন |
সি ১ Vs এ ১ | বার্বাডোস | রাত ৮টা ৩০ |
২১ জুন | বি ২ Vs ডি ২ | অ্যান্টিগুয়া |
ভোর ৬টা ৩০ |
২১ জুন |
বি ১ Vs ডি ১ | সেন্ট লুসিয়া | রাত ৮টা ৩০ |
২২ জুন | এ ২ Vs সি ২ | বার্বাডোস |
ভোর ৬টা ৩০ |
২২ জুন |
এ ১ Vs ডি ২ | অ্যান্টিগুয়া | রাত ৮টা ৩০ |
২৩ জুন | সি ১ Vs বি ২ | সেন্ট ভিনসেন্ট |
ভোর ৬টা ৩০ |
২৩ জুন |
এ ২ Vs বি ১ | বার্বাডোস | রাত ৮টা ৩০ |
২৪ জুন | সি ২ Vs ডি ১ | অ্যান্টিগুয়া |
ভোর ৬টা ৩০ |
২৪ জুন |
বি ২ Vs এ ১ | সেন্ট লুসিয়া | রাত ৮টা ৩০ |
২৫ জুন | সি ১ Vs ডি ২ | সেন্ট ভিনসেন্ট |
ভোর ৬টা ৩০ |
সেমিফাইনাল ও ফাইনাল সময়সূচী
তারিখ |
আসর | ভেন্যু | সময় |
২৭ জুন | প্রথম সেমিফাইনাল | গায়ানা |
ভোর ৬টা ৩০ |
২৭ জুন |
দ্বিতীয় সেমিফাইনাল-২ | ত্রিনিদাদ | রাত ৮টা ৩০ |
২৯ জুন | ফাইনাল | বার্বাডোস |
রাত ৮টা ৩০ |
বন্ধুরা আপনারা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচগুলো লাইভ সম্প্রচার দেখতে চান তাহলে আমাদের পরবর্তী পোস্ট থেকে বিস্তারিত জেনে নিতে পারেন ধন্যবাদ।