খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ স্কোয়াড, সময়সূচি এন্ড লাইভ

টি ২০ বিশ্বকাপ বাংলাদেশ স্কোয়াড

টি ২০ বিশ্বকাপ বাংলাদেশ স্কোয়াড: টি-টোয়েন্টি মানেই যেন চার ছক্কার ছড়াছড়ি। আর যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা হয় তখন খেলা পাগল দর্শকরা যেন আরো উন্মাদ হয়ে যায়। তারা অপেক্ষায় থাকে কখন তাদের প্রিয় দল গুলোর খেলা তারা মাঠে বসে অথবা টেলিভিশনের সামনে বসে উপভোগ করতে পারবে।

আর এই খেলা পাগল দর্শকদের বেশিদিন অপেক্ষা করতে হবে না। কারণ ২০২৪ সালের জুন মাসে শুরু হতে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে এবারে মোট ২০ দল অংশগ্রহণ করবে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলের সংখ্যা।

আরেকটি মজার বিষয় হচ্ছে এই বিশ্বকাপে এবারই প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর যেহেতু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। তাই এই দুটি দেশ আয়োজক দেশের স্বীকৃতির কারণে মূল পর্বে অংশগ্রহণ করবে। বন্ধুরা বাংলাদেশেও ২০২৪ বিশ্বকাপের মূল পড়বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ দলের স্কোয়াড, সময়সূচী এবং কিভাবে আপনি ঘরে বসেই আপনার টেলিভিশন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে বিশ্বকাপের সকল ম্যাচগুলো উপভোগ করতে পারেন সে সম্পর্কে। যারা ক্রিকেটপ্রেমী বাংলাদেশের ফ্যান রয়েছেন তাদের জন্য আজকের এই পোস্টটি হতে চলেছেন অত্যান্ত এক্সক্লুসিভ।

বাংলাদেশের ২০২৪ টি টোয়েন্টি স্কোয়াড

  • নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),
  • তাসকিন আহমেদ,
  • লিটন দাস,
  • সৌম্য সরকার,
  • তানজিদ হাসান তামিম,
  • সাকিব আল হাসান,
  • তাওহিদ হৃদয়,
  • মাহমুদউল্লাহ রিয়াদ,
  • জাকের আলি অনিক,
  • রিশাদ হোসেন,
  • তানভীর ইসলাম,
  • শেখ মেহেদী হাসান,
  • মোস্তাফিজুর রহমান,
  • শরিফুল ইসলাম,
  • তানজিম হাসান সাকিব

রিজার্ভ খেলোয়াড়

  • আফিফ হোসেন
  • হাসান মাহমুদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অর্জন

টি-টোয়েন্টি ম্যাচ সর্বপ্রথম ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। আর এরপর থেকে এই টি-টোয়েন্টির জনপ্রিয়তা বিশ্বব্যাপী বারতে থাকে। বাংলাদেশেও টি-টোয়েন্টি জনপ্রিয়তা ব্যাপক। বাংলাদেশ সর্বপ্রথম ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে।

যেখানে বাংলাদেশ জিম্বাবুয়ে কে ৪৩ রানে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে। আইসিসি সর্বপ্রথম ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে। যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়েছিল। এরপর থেকে বাংলাদেশ আর কোন টি-টোয়েন্টি সিরিজে তেমন সুবিধা করতে পারিনি।

বাংলাদেশ যথাক্রমে ২০০৯, ২০১০, ২০১২ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড সহ সবগুলো ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এরপর ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বাছাই পর্বে হংকং এর বিপক্ষে ২ উইকেটে হেরে যায়। এরপর মূল পর্বের সবগুলো ম্যাচেও বাংলাদেশ শোচনীয় ভাবে হারে।

বাংলাদেশ কোন গ্রুপে খেলবে

 এবারই প্রথম ২০২৪ বিশ্বকাপের জন্য মোট ২০টি দল অংশগ্রহণ করবে। যেখানে দলগুলোকে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। নিচে বাংলাদেশের গ্রুপ সহ অন্যান্য দলের গ্রুপ দেওয়া হলো।

গ্রুপ

দল

গ্রুপ এ

পাকিস্তান, ভারত, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র।
গ্রুপ বি

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান।

গ্রুপ সি

ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।
গ্রুপ ডি

দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, নেপাল।

বাংলাদেশ সময়সূচি ও ভেন্যু

২০২৪ টি ২০ বিশ্বকাপ নবম আসরে গড়াবে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে মোট ৮টি স্টেডিয়ামে এই খেলা আয়োজন করবে। নিচে বাংলাদেশের সময়সূচী ও ভেন্যু দেওয়া হলো।

 তারিখ দল ভেন্যু

 বাংলাদেশ সময়

৮ জুন

বাংলাদেশ Vs শ্রীলঙ্কা ডালাস ভোর ৬টা ৩০
১০ জুন বাংলাদেশ Vs দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্ক

রাত ৮টা ৩০

১৩ জুন

বাংলাদেশ Vs নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট রাত ৮টা ৩০
 ১৭ জুন বাংলাদেশ Vs নেপাল সেন্ট ভিনসেন্ট

ভোর ৫টা ৩০

সুপার এইট সময়সূচী

গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের একবার করে মোকাবেলা করার পর গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানারআপ মিলে মোট ৪টি গ্রুপের ৮ টি দল সুপার এইটে অবস্থান করবে। নিচে সুপার এইটের সময়সূচি দেওয়া হলো।

তারিখ

দল ভেন্যু

বাংলাদেশ সময়

১৯ জুন

এ ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২০ জুন বি ১ Vs সি ২ সেন্ট লুসিয়া

ভোর ৬টা ৩০

২০ জুন

সি ১ Vs এ ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২১ জুন বি ২ Vs ডি ২ অ্যান্টিগুয়া

ভোর ৬টা ৩০

২১ জুন

বি ১ Vs ডি ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২২ জুন এ ২ Vs সি ২ বার্বাডোস

ভোর ৬টা ৩০

২২ জুন

এ ১ Vs ডি ২ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২৩ জুন সি ১ Vs বি ২ সেন্ট ভিনসেন্ট

ভোর ৬টা ৩০

২৩ জুন

এ ২ Vs বি ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২৪ জুন সি ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া

ভোর ৬টা ৩০

২৪ জুন

বি ২ Vs এ ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২৫ জুন সি ১ Vs ডি ২ সেন্ট ভিনসেন্ট

ভোর ৬টা ৩০

সেমিফাইনাল ও ফাইনাল সময়সূচী

সর্বশেষ ২০২৪ t20 বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের মাধ্যমে এবারের বিশ্বকাপের পর্দার নামবে। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল বার্বাডোস, ব্রিজটাউন, কেনসিংটন ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই স্টেডিয়ামে মোট ২৮ হাজার দর্শক বসে একসঙ্গে খেলা দেখতে পারবে। এই স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে সেমিফাইনাল এবং ফাইনাল সময়সূচী দেওয়া হলো।

তারিখ

আসর ভেন্যু

বাংলাদেশ সময়

২৭ জুন প্রথম সেমিফাইনাল গায়ানা

ভোর ৬টা ৩০

২৭ জুন

দ্বিতীয় সেমিফাইনাল-২ ত্রিনিদাদ রাত ৮টা ৩০
২৯ জুন ফাইনাল বার্বাডোস

রাত ৮টা ৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটপ্রেমী ভক্তরা টিভির বিভিন্ন চ্যানেলে অনুসন্ধান করে থাকে।

এছাড়াও অনেকেই আবার মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন app অনুসন্ধান করে। আমরা নিচে এরকম কিছু টিভি চ্যানেল ও অ্যাপস এর নাম উল্লেখ করেছি। যেগুলোর মাধ্যমে আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে বসে চাইলেই ২০২৪ টি২০ বিশ্বকাপ উপভোগ করতে পারেন।

                    দেশ

               টিভি চ্যানেল

           অনলাইন স্ট্রিমিং

বাংলাদেশ

টি স্পোর্টস, জিটিভি এবং বিটিভি Rabbitholebd YouTube Channel, Rabbitholebd.com and Rabbithole app
ভারত স্টার ইন্ডিয়া, স্টার স্পোর্টস, স্টার মিডেল ইস্ট এবং ডিডি স্পোর্টস

ডিজনি+ হস্টার

অস্ট্রেলিয়া

ফক্স স্পোর্টস ফক্সটেল নাউ, কায়ো, ফক্সটেল অ্যাপ এবং আইসিসি টিভি
যুক্তরাষ্ট্র বা আমেরিকা উইলো টিভি

আইসিসি টিভি, সেলিং টিভি, ইএসপিএন+, হোলো + লাইভ, এটি এবং টি টিভি, ফবো টিভি এবং  ইউটিউব টিভি

কানাডা

উইলো টিভি কানাডা আইসিসি টিভি, হস্টার কানাডা
যুক্তরাজ্য বা ইংল্যান্ড স্কাই স্পোর্টস

স্কাই স্পোর্টস, স্কাই গো

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মিনা)

স্টারজপ্লে এবং ইতিসালাত সুইচ টিভি, সার্কেল লাইফ এবং আইসিসি টিভি, স্টারজপ্লে
দক্ষিণ আফ্রিকা এবং সাব কন্টিনেন্ট আফ্রিকা সুপার স্পোর্টস

গো টিভি, সুপার স্পোর্টস ওয়েবসাইট এবং অ্যাপ, ডিএস টিভি

নিউজিল্যান্ড

স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস নাউ এবং আইসিসি টিভি
ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়া অ্যাপ টিভি

অ্যাপ টিভি

ক্যারেভিয়ান আয়ারল্যান্ড

ইএসপিএন  ক্যারেভিয়ান ইএসপিএন অ্যাপ, আইসিসি টিভি
পাকিস্তান পিটিভি স্পোর্টস এবং এ স্পোর্টস

পিটিভি অ্যাপ, পিটিভি স্পোর্টস, আরি অ্যাপ এবং ওয়েবসাইট

শ্রীলংঙ্কা

আই চ্যানেল, সিয়াথা এবং স্টার স্পোর্টস চ্যানেল আইস মোবাইল অ্যাপ এন্ড ওয়েবসাইট
সিঙ্গাপুর সিংটেল

অ্যাপ টিভি/হস্টার

হংকং

নাউ টিভি অ্যাপ টিভি
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ডিজিসেল

ডিজিসেল ওয়েবসাইট / অ্যাপ

মালেশিয়া

অ্যাস্ট্রো অ্যাস্ট্রো ক্রিকেট ভায়া সিংটেল, অ্যাপ টিভি
আফগানিস্তান আরটিএ

মুভিয়া টিভি

বন্ধুরা বাংলাদেশ কি পারবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সেরাটা দিতে। আপনি যদি বাংলাদেশের একজন ফ্যান ফলোয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত আমাদের জানিয়ে দিন।

এ ছাড়া আপনি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচগুলো স্টেডিয়ামে বসে উপভোগ করতে চান তাহলে আমাদের পরবর্তী পোষ্টের মাধ্যমে সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এর জন্য আমাদের পরবর্তী পোস্টগুলো ফলো করুন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।