খেলাধুলা

তামিম ফিরে আশায় বিশ্ব মিডিয়া দিলো খোটা

তামিমের ফিরে আসার কারন কি! অবশেষে পূরণ হলো কোটি প্রাণের চাওয়া। অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

তামিমের ফিরে আসার কারন কি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে নিজের সিদ্ধান্তে বদল আনেন তিনি। আপাতত দেড় মাসের ছুটিতে থাকবেন। তারপরেই ২২ গজে ফিরবেন লাল সবুজের জার্সিতে।

 বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তামিম ইকবালের ফিরে আসা নিয়ে বিশ্ব মিডিয়ায় প্রকাশিত খবর এবং বিসিবির অভ্যন্তরীণ কুন্দল এবং প্রধানমন্ত্রীর অনুরোধ সব বিষয়ে এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পোস্টটি স্ক্রিপ্ট না করে পুরোটি পড়বেন। তাহলে চলুন শুরু করি আজকের পোস্টটি,

মেঘের ঘনঘটায় অকাল বর্ষণ তারপর বিমুর্ত হাহাকার শূন্যতায় জমে হিম কোটি ক্রিকেট ভক্তের প্রাণ। একটাই প্রশ্ন চারিদিকে, ওপেনিং এর প্রাণ ভোমরা তামিম কি অবসর ভেঙে ফিরবেন? নাকি বিশ্বকাপের আগে অকূল সাগরে ভাসবে বাংলার ক্রিকেট তরী। তবে বিষন্নতার ঝুম বৃষ্টি শেষে উঠে গেছে রোদ অবসর ভেঙেছে প্রধানমন্ত্রীর যাদুর কাঠির ছোঁয়ায়। অভিমান ভেঙে আবারো ক্রিকেটে ফিরেছেন তামিম সৌরভে ভরে উঠেছে বিপন্ন পুষ্প কানন চারিদিকে জেগেছে মহা আলোড়ন। তামিমও অকুপটে স্বীকার করেছেন সব ডাক ফেরানো গেলেও খেলা পাগল প্রধানমন্ত্রীর এমন ডাক ফেরানো যায় না। তাই অভিমানের আকর খুলে আবারো তামিম ফিরছেন ব্যাগ পেডে এবং কাপ্তানিতে।

অবসর ঘোষণার একদিন পরেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা অধিনায়ক তামিম ইকবালের। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম ইকবালের সঙ্গে ছিলেন তার সহধর্মিনী। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে যোগাযোগ করেই তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। পরে সেখানে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আপাতত দেড় মাসের বিরতি নিয়ে এশিয়া কাপ থেকে আবারো মাঠে ফিরবেন তামিম ইকবাল।

তামিমের বক্তব্য

আজকে দুপুর বেলা মাননীয় প্রধানমন্ত্রী উনার বাসায় আমাকে ইনভাইট করেছেন। উনার সাথে আমি অনেকক্ষণ আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে, খেলায় ফিরে আসতে। তো আমি আমার রিটার্নমেন্টটা এই মুহূর্ত থেকে উঠিয়ে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলতে পারি না। সাথে পাপুন ভাই এবং মাশরাফি ভাই একটি বড় ফ্যাক্টর। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের ছুটিও দিয়েছেন সাথে আমার যে শারীরিক অসুস্থতা এবং যে চিকিৎসা রয়েছে বা আমি যদি মেন্টালি একটু ফ্রি হতে পারি এবং আমি যা করার দেড় মাস পর যে খেলা গুলো আছে সেগুলোতে ইনভল্ভ হবো।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বক্তব্য

ও হয়তো মেন্টালি একটা সিদ্ধান্ত নিয়েছে আমার একটি বিশ্বাস ছিল যে ওর সাথে সামনাসামনি যদি বসতে পারি তাহলে হয়তোবা এটার একটা সলিউশন হলেও হতে পারে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সাথে বসে ছিলাম এবং ও যে রিটার্নমেন্টের চিঠিটা দিয়েছে সেটা সে উইথড্র করছে।

তামিমকে ফিরাতে মাশরাফি বিন মুর্তজার অবদান

 মাশরাফি বিন মর্তুজা এমনই যখন দলের অধিনায়ক ছিলেন তখন ছিলেন ফাদার ফিগার। বটবৃক্ষের ছায়ায় আগলে রাখতেন টিমমেটদের। যে কয়জন ক্রিকেটারের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার সম্পর্কটা বড় ভাই আর বন্ধুর মত তাদেরই একজন তামিম ইকবাল। তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে বড় ভূমিকা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। তামিম যখন অবসরের ঘোষণা দিয়েছিল মাশরাফি তখন একটি দীর্ঘ পোষ্টে বলেছিল, বাংলাদেশ জাতীয় ক্রিকেটকে দেওয়ার তোমার আরো অনেক কিছু ছিল। হয়তো কোন মানসিক চাপে তুমি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিন্তু পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে এবং নিজেকে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।

এরপরই মাশরাফির মধ্যস্থতায় এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম ইকবাল পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসেন এবং বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় নিজের অবস্থান শক্ত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের জোয়ার

তামিম ইকবালের এই একটি কথার অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ। একদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছিল তামিমের ফিরে আসার আকুতি অবশেষে প্রধানমন্ত্রী হস্তক্ষেপে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন তামিম। তার এমন ফিরে আসায় উল্লাসে ভাসচ্ছেন  টাইগার সমর্থকরা। “”ফিরে আসেন খান সাহেব আপনার অপেক্ষায় আছি দলে আপনার প্রয়োজন আপনার নেতৃত্বেই বিশ্বকাপ জিততে চাই””   “”প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই”” এরকম কত শতই না পোস্ট ঘুরেছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। তবে তামিম ফিরে আসায় বদলে গিয়েছে সেই চিত্র। অবসর ভেঙে ফিরে আসায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন টাইগার ভক্তরা। তবে শুধু ভক্তরাই নয় ডেসিং ওপেনারের ফিরে আশায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তার জাতীয় দলের  সতীর্থরাও।

মুশফিকুর রহিমের সামাজিক স্ট্যাটাস

লাল সবুজের জার্সিতে বন্ধুর ফিরে আসার চাইতে খুশির খবর আর কিছু হতে পারে না। আমরা আবারো মাঠে একসঙ্গে খেলব। তামিমের আবারো ফিরে আসায় আমি খুব খুশি। ইনশাল্লাহ এটা একটা নতুন সূচনা এবং আশা করি অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশের জন্য একটা বড় গৌরব বয়ে নিয়ে আসব।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোর প্রকাশিত খবর

এদিকে একদিন আগেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো চড়াও করে তামিমের অবসরের খবর প্রকাশ করেছিল। তামিম ফিরে আসায় আবারো খবর প্রকাশ করেছে উইসডেন,হিন্দুস্থান টাইমস, ক্রিকইনফোর মত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যদিও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তামিমের সিদ্ধান্ত পরিবর্তনে বেশিরভাগ সংবাদমাধ্যমিই নেতিবাচক ভাবে উপস্থাপন করেছেন এই খবর। সংবাদমাধ্যম স্পোর্টস ক্রিডা বলেছেন তামিম পাকিস্তানের শহীদ আফ্রিদির মতই করেছেন। টাইমস নাউ বলছে ড্রামা চলছে বাংলাদেশ। তবে যে যাই বলুক তামিম ইকবালের লাল সবুজ জার্সিতে ফেরাটাই টাইগার সমর্থকদের কাছে বড় পাওয়া।

চট্টগ্রামে আনন্দের উচ্ছাস

তিন ফরমেট মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ ১৫ হাজারের বেশি রান, রয়েছে ২৫ টি সেঞ্চুরি। এর বাইরে বাংলাদেশের এযাবৎকালের সেরা ওপেনার বলা হয় তাকে। অথচ তিনি যখন অশ্রু সিক্ত নয়নে সংবাদ সম্মেলনে ক্রিকেটকে বিদায় জানান কখন হৃদয় ভাঙে ভক্তদের।একই সঙ্গে এই ঘোষণা ক্ষুব্ধ করেছিল ভক্তদের।

শুক্রবার দিনভর নগরীর জামাল খান, হোটেল রেডিছন ব্লু ও তামিমের বাসার সামনে বিক্ষোভ করেন তামিম ভক্তরা। তাদের দাবি ছিল অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে মাঠে ফিরুক তামিম। অবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের পর অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন তামিম। মুহূর্তেই চিত্র পাল্টে যায় চট্টগ্রামের। বিক্ষুব্ধ তামিম ভক্তরা এবার ভাসলেন উল্লাসে। চলে আনন্দ মিছিল আর মিষ্টি বিতরণ বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়কের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। আবারো মাঠে তামিম ম্যাজিক দেখার সুযোগ মিলবে এর চেয়ে আনন্দের আর কিবা হতে পারে।

২০১৮ সালের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাহাতে ইনজুরিতে পড়েন ব্যাটিংয়ের সময়। তখনই চিকিৎসক এবং বোর্ড জানায় তামিমের এশিয়া কাপ শেষ। কিন্তু ঐ ম্যাচেই দলের প্রয়োজনে আবারও শেষে মাঠে নামেন তামিম। মুশফিককে সঙ্গ দেন বাংলাদেশ পায় লড়াকু পুঁজি। সেই ঘটনার পর প্রশংসায় ভাসছিলেন তামিম। পরে গণমাধ্যমকে জানান দর্শকদের চিৎকার আর সমর্থনই ঝুঁকিপূর্ণ মুহূর্তে সাহস যুগিয়ে ছিল। এবারও সেই দর্শকরাই আরো স্পষ্ট করে বললে তামিম ভক্তরাই তামিমকে ফিরিয়ে আনলেন।

বন্ধুরা জাতীয় ক্রিকেট দলের ডেসিং ব্যাটার তামিম ইকবাল ফিরে আসায় আপনাদেরকে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবং বাংলাদেশ ক্রিকেট দলের নিত্যনতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।