খেলাধুলা

তামিম অবসর ভাঙ্গায় হতবাক অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন

তামিমের ফিরে আসার কারন! তামিম ইকবালের অবসরে যাওয়া একদিনের ব্যবধানে আবারও ক্রিকেটে ফেরা এ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন। যদি এমন প্রশ্ন করা হয় তাহলে মিশ্র প্রতিক্রিয়া আসাটাই খুব স্বাভাবিক।

তামিমের ফিরে আসার কারন

দেশ-বিদেশে ছড়িয়ে থাকার লক্ষ কোটি ভক্ত তামিমের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন বটে। আবার এই বিষয়টার সঙ্গে একমত হতে পারেনি এমন অনেকেই আছেন হয়তো। তামিমের অবসর গ্রহণের পুরো ঘটনার পরতে পরতে ছিল কোনঠাসা বিস্ময় আর অবাক করা আপডেট। যেই বিস্ময় দেশের সীমানা পেরিয়েছে।

ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন রয়েছেন এই দলেই। একদিনের ব্যবধানে তামিমের ফিরে আসায় অবাক বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম ইকবালের অবসর ভেঙে ফিরে এসেছেন ESP ও ক্রিকইনফোর এই খবর শেয়ার করে অশ্বিন প্রকাশ করেছেন নিজের বিস্ময়। শেয়ার করা পোস্টে ব্যবহার করেছেন বিস্ময়ে হতবাক ইমোজি।

তামিম আকস্মিকভাবেই সাবেক হয়ে গেছেন যতটা সঠিক ভাবে উপস্থাপিত হয়েছে অবসর ভেঙে ফিরে আসার খবরটা যেন তার চেয়েও বেশি সৌখিন হয়ে এসেছে। ঐদিকে ব্যাটার তামিম ইকবালের গুণ গাওয়া মানুষের সংখ্যাও অসংখ্য। যাদের মধ্যে রয়েছেন অনেক কিংবদন্তিও। এদের মধ্যে আবার রয়েছেন ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেক পরিচিত মুখও।

ইয়ান বিশপ

সেরকমই একজন হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তামিমের ফিরে আসার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। টুইটারে বিশপ লিখেছেন তামিম ইকবাল ফিরে আসায় আমি খুশি। বাংলাদেশে আমার সর্বকালের দুই জন পছন্দের ব্যাটসম্যানের মধ্যে তিনি একজন।

তামিম অবসর গ্রহণ করায় সবচেয়ে বেশি যারা ব্যথিত হয়েছিলেন তাদের তালিকা করলে শুরুর দিকে থাকার কথা তার ছোট কালের বন্ধু মুশফিকুর রহিমের। বাংলাদেশের এই উইকেট কিপার ব্যাটার তামিমের ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন।

মুশফিক লিখেছেন এর চেয়ে ভালো খবর আর হতেই পারে না। শুনে খুব ভালো লাগছে যে আমরা আবারো একসাথে মাঠে খেলব ইনশাল্লাহ এটা একটা খুব ভালো শুরু হবে এবং নিকট ভবিষ্যতে আমরা একসাথে মিলে বাংলাদেশের জন্য গৌরবময় কিছু বয়ে আনবো।

তামিম অবসর গ্রহণ করার আগ পর্যন্ত ছিলেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। কিন্তু তিনি ফিরে আসার পর আবারো ক্যাপ্টেন হিসেবেই দায়িত্ব পালন করবেন কিনা সেই বিষয়ে পরিষ্কার কিছু এখনো জানা যায়নি। সেটা সময় বলে দিবে। তবে জাতীয় দলের পেছার হাসান মাহমুদ কিন্তু তামিমকে সম্বোধন করেছেন ক্যাপ্টেন হিসেবেই। নিজের ফেসবুক পেজে হাসান লিখেছেন,  Welcome back Captain। তামিম ফিরে আসায় ভক্তদের মনে বয়ে যাচ্ছে খুশির জোয়ার। বিষাদ ভূমিতে পরিণত হওয়া ক্রিয়াংঙ্গনে ফিরে এসেছে নতুন উদ্যম ও আনন্দ। তামিমও পেয়েছেন একটা লম্বা বিরতি। সেই বিরতি থেকে তিনি ফিরতে চাইবেন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী রূপে।

তামিম ইকবালের সর্বোচ্চ সংগ্রহ গুলি

১/ টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ২০৬ রান।

২/ ওডিআই বাংলাদেশের হয়ে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৮ রানে।

৩/ টি-টোয়েন্টি বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ১০৩ রান।

তামিম ইকবালের অর্জন

       ফরমেট          ম্যাচ            রান        সেঞ্চুরি    হাফ সেঞ্চুরি
টেস্ট ৭০ ৫১৩৪ ১০ ৩১
ওডিআই ২৪১ ৮৩১৩ ১৪ ৫৬
টি-20 ৭৮ ১৭৫৮

বাংলাদেশের সেরা অধিনায়কদের তালিকায় তামিম

        প্লেয়ার          ম্যাচ            জয়            হার        জয়ের %
মাশরাফি ৮৮ ৫০ ৩৬ ৫৬.৮১
তামিম ৩৭ ২১ ১৪ ৫৬.৭৫
সাকিব ৫০ ২৩ ২৬ ৪৬.০০

বন্ধুরা প্রধানমন্ত্রী হস্তক্ষেপে তামিমের ফিরে আসা আপনার কাছে কতটুকু আনন্দের তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন। বাংলাদেশ দলের ওয়ার্ল্ড কাপ ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাইটটি ভিজিট করতে পারেন এবং খেলাধুলা বিষয়ক সকল তথ্য জানতে আমাদের পেজের সঙ্গেই থাকুন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।