অনলাইন ইনকাম

Google এডসেন্স একাউন্ট খোলার নিয়ম

Google এডসেন্স একাউন্ট খোলার নিয়ম

Google এডসেন্স একাউন্ট খোলার নিয়ম! এডসেন্স একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জনাতে পড়ুন। সঠিক উয়পায়ে গুগল এডসেন্স একাউন্ট না খুলতে পারলে অনেক সমস্যা হয়। যেমন: এপ্রুভাল পাওয়া।

এডসেন্স একাউন্ট খোলার মাধ্যমে বর্তমানে ব্লগিং করে আয় করা সহজ। গুগল এডসেন্স থেকে আয় করা খুবই সহজ।গুগল এডসেন্স থেকে আয় করার জন্য আপনাকে গুগল এডসেন্স একাউন্ট খুলতে হবে। গুগল এডসেন্স এপ্রুভাল পেলে ব্লগ থেকে আয় করতে পারেন।

Google adsense account খুলতে আপনাকে মূলত ৪ টি জিনিসের প্রয়োজন হবে

১/Gmail ID – একটি গুগল আইডি যেটা দিয়ে এডসেন্স একাউন্ট বানানো যাবে। জিমেইল একাউন্ট খোলার উপায়।
২/Mobile Number – একটি কন্টাক্ট নম্বর দিতে হবে যেটাকে ভেরিফাই করা হবে।
৩/Valid address proof – আপনার পেমেন্ট এড্রেস প্রুফ যেখানে verification pin চিঠি পাঠানো হবে।
৪/Blog / Website / YouTube channel – এখানে এডসেন্সের দ্বারা বিজ্ঞাপন দেখানো হবে।
আপনার কাছে উপরের জিনিসগুলো থাকলে এডসেন্স একাউন্ট খুলতে পারবেন।

এডসেন্স একাউন্ট খোলার নিয়ম
১. https://www.google.com/adsense/start লিংকে ক্লিক করে গুগলের এডসেন্স প্রোগ্রামের পেজে যেতে হবে।

২. “শুরু করুন” বাটনে ক্লিক করতে হবে।

৩. “Your Website” এ আপনার ওয়েবসাইটের নাম দিন। যেমন: আমার ওয়েবসাইটের নাম “bnlite.com”.-> “Your email address” এ আপনার জিমেইল আইডি বসাতে হবে। তারপর নিচে চেক মার্ক করুন ও ”Save And Continue” বাটনে ক্লিক করুন।

৪. G-mail sign in করার অপশন আসবে; আপনার জি-মেইল দিয়ে সাইন ইন করুন।

৫. ১ নং চিহ্নিত অংশে আপনার ওয়েবসাইটের নাম দিন। ২নং চিহ্নিত অংশে চেক করুন। ৩নং চিহ্নিত অংশে আপনি যে দেশ থেকে আবেদন করছেন সেই দেশের নাম দিন। আমি বাংলাদেশ থেকে তাই বংলাদেশ দিয়েছি। এগ্রিমেন্ট অপশনে টিক মার্ক করু।-> ”Create Account” করুন

৬. সর্বশেষ আপনাকে কোডটি COPY করে; আপনার সাইটে পেস্ট করতে হবে।তো চলুন দেখে নিই কিভাবে পেস্ট করবেন; ব্লগার সাইট ও ওয়ার্ডপ্রেস দুটোই বর্ণনা করব।

  Create a google adsense account in Bangla 

১. ব্লগার ডট কম এর ড্যাশবোর্ডে গিয়ে ”Theme” অপশন সিলেক্ট করুন। তারপর Edit HTML ক্লিক করুন। (Theme-> Edit HTML)

২. <head> এর নিচে এডসেন্স এর কোডটি বসিয়ে দিন; উপরে চিহ্ণিত save icon এ ক্লিক করুন। আর কিছু করার দরকার নেই।

৩. এডসেন্সের এখানে গিয়ে, চিত্র চিহ্নিত টিকটি দিয়ে -> “DONE” এ ক্লিক করুন।আপনাকে একটি নোটিফিকেশন দেখাবে। যেখানে লেখা থাকে আপনার সাইট ১-২ সপ্তার মধ্যে রিভিউ করা হবে। যদি আপনার সাইটে এড দেখানোর যোগ্যতা থাকে; তাহলে অটো এড আসা শুরু হবে।আপনার সাইট যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি থাকে, তবে এডসেন্স কোড বসানোর কোনো দরকার নেই।

তবে উপরের নিয়ম অনুযায়ী এডসেন্স একাউন্ট খুলে নিতে হবে।শুধুমাত্র Site kit plugin ইনস্টল করলেই হবে।যারা ওয়ার্ডপ্রেসে প্লাগিন ইনস্টল করতে পারেন না, তারা কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগিন ইনস্টল করতে হয় দেখুন।

Google এডসেন্স একাউন্ট খোলার নিয়ম click here

site kit by google প্লাগিনটি ইনস্টল হয়ে গেলে

১. ড্যাসবোর্ড থেকে Site Kit -> Settings এর যেতে হবে; তারপর CONNECT MORE SERVICES ট্যাবে ক্লিক করুন। Setup adsense এ ক্লিক করুন।

২. SIGN IN WITH GOOGLE বাটনে ক্লিক করুন। গুগল এডসেন্স যে G-mail দিয়ে খোলা সেটা দিয়ে সাইন ইন করতে হবে

৩. SIGN IN WITH GOOGLE বাটনে ক্লিক করুন।

৪. যত রকমের পপআপ আসবে সব Allow করে দিতে হবে।

৫. Proceed বাটনে ক্লিক করুন।

৬. Add site ক্লিক করুন।

৭. Go to my Dashboard বাটনে ক্লিক করুন।

৮. AdSense এর Connect service বাটনে ক্লিক করুন।

৯. Go to adsense account লিংকের উপর ক্লিক করুন। ক্লিকের পর আপনাকে এডসেন্সের ড্যাসবোর্ডে নিয়ে যাবে।

১০. চেকবক্সে টিক দিয়ে Done বাটনে ক্লিক করুন।

আপনার এডসেন্স একাউন্ট কানেক্ট হয়ে গেছে। কিছুদিনের মধ্যে গুগল আপনার ওয়েবসাইট রিভিউ করবে। এবং সবকিছু ঠিক থাকলে এড শো করা শুরু করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।