দুর্দান্ত ঢাকা স্কোয়াড! দুর্দান্ত ঢাকা হল বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক একটি ক্রিকেট দল। যেটি ঢাকা বিভাগকে প্রতিনিধিত্ব করে। ২০২৪ বিপিএলের জন্য দুর্দান্ত ঢাকা ইতোমধ্যেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে তারা সর্বমোট ১৬ জন খেলোয়াড়কে দলে ভিরিয়েছেন। আজকে আমরা ২০২৪ বিপিএল এর জন্য দুর্দান্ত ঢাকার পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।
দুর্দান্ত ঢাকা স্কোয়াড
দুর্দান্ত ঢাকা মোসাদ্দেক হোসেন সৈকত সরাসরি চুক্তিতে দলে ভিরিয়েছে এবং তাসকিন আহমেদ সহ গতবারের তিনজন প্লেয়ারকে ধরে রেখেছে তারা। পাশাপাশি সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড় নিয়েছে তিনজন। এছাড়া অন্যান্য খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট থেকে দলে ভিরিয়েছে দলটি। নিচে দুর্দান্ত ঢাকার পূর্ণাঙ্গ স্কোয়াড দেয়া হলো।
- মোসাদ্দেক হোসেন সৈকত
- চতুরঙ্গ ডি সিলভা,
- স্যাম আইয়ুব,
- উসমান কাদির
- সাইফ হাসান,
- ইরফান শুক্কুর,
- আলাউদ্দিন বাবু,
- এসএম মেহরব হোসেন,
- লাহিরু সামারাকুন,
- সাদিরা সামারাবিক্রমা,
- নাঈম শেখ,
- সাব্বির হোসেন,
- জসিমউদ্দিন
- তাসকিন আহমেদ,
- আরাফাত সানি,
- মোহাম্মদ শরিফুল
বিপিএল ২০২৪ দুর্দান্ত ঢাকার সময়সূচী
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১৯ জানুয়ারি | কুমিল্লা-ঢাকা | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | দুপুর ২টা |
২২ জানুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | দুপুর ১টা ৩০ |
২৭ জানুয়ারি | রংপুর-ঢাকা | আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
২৯ জানুয়ারি | খুলনা-ঢাকা | আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
০২ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | দুপুর ২টা |
০৬ ফেব্রুয়ারি | রংপুর-ঢাকা | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | দুপুর ১টা ৩০ |
০৭ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
০৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-ঢাকা | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৭টা |
১০ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
১৪ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম | দুপুর ১টা ৩০ |
১৬ ফেব্রুয়ারি | খুলনা-ঢাকা | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম | দুপুর ২টা |
১৭ ফেব্রুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
২৫ ফেব্রুয়ারি | এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | দুপুর ১টা ৩০ |
২৫ ফেব্রুয়ারি | ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৭ ফেব্রুয়ারি | দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
০১ মার্চ | প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
দুর্দান্ত ঢাকার বিপিএল ইতিহাস
দুর্দান্ত ঢাকা ২০১২ সালে বিপিএল শুরু হলে তখন থেকে খেলে আসছে। দলটি এখন পর্যন্ত মোট পাঁচবার বিপিএলে তাদের নাম পরিবর্তন করেছে। সর্বপ্রথম ২০১২ সালে ঢাকা গ্লাডিয়েটর নামে আত্মপ্রকাশ করলেও ২০১৫ সালে এটি ঢাকা ডায়নামাইট নামে নতুন করে আত্মপ্রকাশ করে। এরপরে পর্যায়ক্রমে ২০১৯ সালে ঢাকা প্লাটুন ২০২১ সালে মিনিস্টার ঢাকা এবং ২০২৩ সালে ঢাকা ডমিনেটরস নামে বিপিএলে অংশগ্রহণ করে। সর্বশেষ ২০২৪ সালে দুর্দান্ত ঢাকা নামে ঢাকা বিভাগ প্রতিনিধিত্বকারী দলটি মাঠে নামবে।
দলটি এখন পর্যন্ত মোট ৫বার বিপিএল ফাইনালে অংশগ্রহণ করে। যেখানে ৩বার বিজয়ী হয় এবং ২বার রানার্সআপ হয়ে ঘরে ফিরে। দলটি সর্বশেষ বিপিএল ফাইনাল খেলেছিল ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসে বিপক্ষে। যেখানে শোচনীয় ভাবে হেরে যায় দলটি।
এরপর থেকে দলটি তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। তবে ২০২৪ সালের বিপিএল এর জন্য দলটি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। তারা দেশি-বিদেশি মিলে সর্বমোট ১৬ জুন ক্রিকেটারকে দলে ভিরিয়েছে। যেখানে খরচ করেছে ২ কোটি ১১ লাখ টাকারও বেশি। এবং এবারের বিপিএলে অন্যতম শিরোপার দাবিদার দুর্দান্ত ঢাকা।
এবারের বিপিএলে সবচেয়ে দামি দল কোনটি
বন্ধুরা এবারের বিপিএলে সবচেয়ে দামি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কেননা তারা মোট ২৪ জন খেলোয়াড়কে দলে ভেড়ানোর জন্য ব্যয় করেছেন প্রায় ৩ কোটি ২৯ লক্ষ টাকার বেশি এবং বিপিএলের সবচেয়ে বেশি প্লেয়ার তাদের দলে রয়েছে। আমরা নিচে টেবিলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবারের বিপিএলে কোন দলটি কত টাকা ব্যয় করছে তার একটি তালিকা।
দল | টাকা |
কুমিল্লা রাইডার্স | ৩ কোটি ২৯ লক্ষ টাকা |
খুলনা টাইগার্স | ৩ কোটি ১২ লক্ষ টাকা |
ফরচুন বরিশাল | ২ কোটি ৯৬ লক্ষ টাকা |
সিলেট স্ট্রাইকার্স | ২ কোটি ৬৫ লক্ষ টাকা |
রংপুর রাইডার্স | ২ কোটি ৩৬ লক্ষ টাকা |
দুর্দান্ত ঢাকা | ২ কোটি ১১ লক্ষ টাকা |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ১ কোটি ৭০ লক্ষ টাকা |