ধনুরাশি ২০২৪! এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী সাংসারিক দিক দিয়ে উন্নতির আশা আছে। আত্মীয়দের সহযোগিতা বৃদ্ধি হওয়ার যোগ আছে। পারিপার্শ্বিক দিক দিয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে |
শত্রুরা সক্রিয় হলেও ক্ষতির আশঙ্কা কম দেখা যায়। গুরুজনদের সাময়িক স্বাস্থ্যের ব্যাপারে চিন্তার কারণ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যায়। বিবাহে ইচ্ছুকদের বিবাহের সম্ভাবনা দেখা যায়। বাসস্থান সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। রাজনৈতিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
এ বছর কর্মক্ষেত্রে আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। সন্তানদের জন্য সাময়িক উদ্বেগ সৃষ্টি হতে পারে। ব্যবসায় সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আর্থিক দিক দিয়ে উন্নতি হলেও মাঝে মাঝে অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে। একাধিকবার ভ্রমণের সুযোগ আসবে।
দেহভাবঃ
এ বছর শারীরিক দিক দিয়ে শুভাশুভ ফল লাভের সম্ভাবনা দেখা যায়। গলা, মুখমণ্ডলের কোনো রোগে আক্রান্ত হওয়ার নম্ভাবনা দেখা যায়। পুরাতন রোগ বৃদ্ধিতে সতর্কতা অবলম্বন করতে হবে। বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।
শিক্ষাঃ
এ বছর শিক্ষা ক্ষেত্রে অনেকাংশে সফলতা আসার সম্ভাবনা দেখা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা আছে। কলা, কারিগরি বিদ্যা, শিক্ষায় যুক্তদের আশানুরূপ উন্নতির আশা আছে। বিদেশে শিক্ষার সুযোগ এসে যেতে পারে
ধনভাবঃ
এ বছর আর্থিক ক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখো যায়। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার যোগ দেখা যায়। আর্থিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে সফলতা আসবে। তবে মাঝে মাঝে অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে। বিশেষত শারীরিক কারণে অর্থবায়ের সম্ভাবনা দেখা যায়।
সম্পত্তি, চাকরি ও ব্যবসায়ঃ
এ বছর সম্পত্তিসংক্রান্ত সমস্যা একাধিকবার জটিল হওয়ার সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ে বাধার সম্ভাবনা দেখা যায়। সম্পত্তিসংক্রান্ত ব্যাপারে | পারিপার্শ্বিক শত্রুতা বৃদ্ধি হতে পারে। তবে অংশীদারি সম্পত্তিতে অংশীদারের সঙ্গে সম্পর্কের | উন্নতি হওয়ার সম্বাবনা দেখা যায়।
এ বছর চাকরিরতদের উন্নতির সম্ভাবনা দেখা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা দেখা যায়। চাকরিক্ষেত্রে পদোন্নতি, আর্থিক উন্নতির সম্ভাবনা | দেখা যায়। চাকরিপ্রার্থীদের সফলতার সম্ভাবনা দেখা যায়। ধনুরাশি ২০২৪ পেশায় যুক্তদের অনেকাংশে উন্নতির সম্ভাবনা দেখা যায়।
বিশেষত কারিগরি পেশায় যুক্তদের যথেষ্ট সফলতা আসবে। এবছর বিভিন্ন পেশায় যুক্তদের অনেকাংশে সফল হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় নতুন লগ্নিতে সতর্কতা অবলম্বন করতে হবে। যন্ত্রাংশ, ইমারতি দ্রব্যের ব্যবসায়ীদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
প্রতিকারঃ
প্রবাল, মুক্তা অভাবে তামা, শঙ্খ অভাবে অনন্তমূল, ক্ষিরিকা মূল ধারণে সুফল, লাভ হবে।
বন্ধুরা আজকের ধনু রাশি সম্পর্কে এতোটুকুই। কালকের পোস্টটি হবে আমাদের অন্য কোনো রাশির সম্পর্কে তাই বন্ধুরা যাদের ধনু রাশি রয়েছে তাদের জন্য আজকের পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমাদের পরবর্তী পোস্টটি হবে নতুন কোনো রাশি সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন।। বন্ধুরা পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।