নাবিল পরিবহন সকল কাউন্টার নাম্বার! বাংলাদেশের পরিবহন জগতের নাবিল পরিবহন একটি অন্যতম নাম। এটি দেশের দূরপাল্লার যাত্রীদের পরিবহনে সেবা দিয়ে থাকে। এ পরিবহন খুব সহজে এবং যত্ন সহকারে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রীদের পরিবহন করে থাকে।
নাবিল পরিবহনের দেশের বিভিন্ন জায়গার কাউন্টার নাম্বার সমূহ সম্পর্কে আলোচনা করার আগে কিছু গুরুত্ব পূর্ণ তথ্য। নাবিল পরিবহনে সব ধরনের মানুষ যাতায়াত করতে পারে। নাবিল পরিবহন দুই ধরনের সেবা দিয়ে থাকে। যার ফলে পরিবহন ভাড়া দুই রকম হয়ে থাকে।
নাবিল পরিবহনের বাসের ধরন
আমি আগে বলেছি নাবিল পরিবহন দুই ধরনের সেবা প্রদান করে থাকে। এমনকি সব ধরনের মানুষ এ পরিবহন সেবাটি গ্রহন করে থাকে। নাবিল পরিবহন এসি এবং ননএসি বাস সার্ভিস দিয়ে থাকে । ফলে সাধ্য অনুযায়ি বাস সেবাটি গ্রহন করে পারেন।
নাবিল পরিবহন কিভাবে টিকিট কাটা যায়
টিকিট কাটার জন্য নাবিল পরিবহন দু’ভাবে সেবা প্রদান করে থাকে। সেবা দুটি হল একটি অনলাইন টিকিট কাটা আরেকটি সরাসরি গিয়ে কাউন্টারে টিকিট কাটা। আপনার পছন্দ অনুযায়ী এ সেবাগুলো গ্রহণ করতে পারেন।
নাবিল পরিবহন অনলাইন সেবা
আপনার সময়কে বাচানোর জন্যে আপনার হাতের কাছে মুঠো ফোন দিয়ে খুব সহজে টিকিট সংগ্রহ করতে পারেন। এখানে আপনি অগ্রিম বা নগদ টিকিট সংগ্রহ করতে পারেন।
আবার অনলাইন ছাড়াও নাবিল পরিবহনের কাউন্টার নাম্বার দিয়ে কল করে অগ্রিম টিকিট কাটতে পারেন। নাবিল পরিবহনের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যায় টিকিট। এভাবে খুব সহজে আপনি নাবিল পরিবহনের টিকিট বুক করে নিতে পারেন।
নাবিল পরিবহনের কাউন্টার নাম্বার
নাবিল পরিবহন সারা বাংলাদেশ চলাচল করে থাকে । যার জন্য দেশে সব জায়গায় তাদের নিজস্ব কাউন্টার রয়েছে। আর এসব কাউন্টারে রয়েছে তাদের সকল জেলার কাউন্টার নাম্বার।
যেখান থেকে আপনি খুব সহজে মোবাইল নাম্বার সংগ্রহ করে টিকিট কাটতে পারেন। নিচে নাবিল পরিবহনের সকল স্থানের কাউন্টার নাম্বার দেওয়া হল।
২০২৪ নাবিল পরিবহন ঢাকা বিভাগের সকল কাউন্টার নাম্বার
কাউন্টারের নাম | ফোন নাম্বার |
আসাদগেট | 01882003271,01839968533 |
কল্যাণপুর খালেক ফিলিংষ্টেশন | 01869811012,01869811013 |
মাজাররোড কাউন্টার 1 | 01839968530,01869811014 |
মাজাররোড কাউন্টার 2 | 01839968531,01882003268 |
টেকনিক্যাল | 0181012081 |
নাবিল পরিবহন রংপুর বিভাগের সকল কাউন্টার নাম্বার ২০২৪
কাউন্টারের নাম | ফোন নাম্বার |
রংপুর | 01720993503 |
তারাগঞ্জ | 01718268902 |
নাবিল পরিবহন নীফামারী জেলার সকল কাউন্টার নাম্বার
কাউন্টারের নাম | ফোন নাম্বার |
নীলফামারী | 01712204187 |
সৈয়দপুর | 01717061122 |
ডোমার | 01713717445 |
চিলহাটি | 01922883101 |
নাবিল পরিবহন দিনাজপুর জেলার কাউন্টার নাম্বার
কাউন্টারের নাম | ফোন নাম্বার |
দিনাজপুর | 01839968503 |
রাণীরবন্দর | 01737039966 |
বীরগঞ্জ | 01748929289 |
সেতাবগঞ্জ | 01716630262 |
ফুলবাড়ী | 01721888444 |
বিরামপুর | 01732787878 |
নাবিল পরিবহন ঠাকুরগাঁও জেলার কাউন্টার নাম্বার
কাউন্টারের নাম | ফোন নাম্বার |
ঠাকুরগাঁও | 01742554422 |
ভুল্লীর হাট | 01710631032 |
পীরগঞ্জ | 01746715441,01737890944 |
রাণীশংকৈল | 01711587788 |
২০২৪ নাবিল পরিবহন পঞ্চগড় জেলার কাউন্টার নাম্বার
কাউন্টারের নাম | ফোন নাম্বার |
পঞ্চগড় | 01712414444 |
বোদা | 01712363321 |
দেবীগঞ্জ | 01726898292 |
লালমণির হাট জেলার সকল কাউন্টার নাম্বার
কাউন্টারের নাম | ফোন নাম্বার |
লালমণিরহাট | 01869810054 |
বুড়িমারী | 01716441551 |
বগুড়া জেলার সকল কাউন্টার নাম্বার
কাউন্টারের নাম | ফোন নাম্বার |
বগুড়া | 01774976078 |
শেরপুর | 01761545967 |
বন্ধুরা আজকের পোস্টটি এ তোটুকুই আশা করি পোস্টটি আপনাদের অনেক কাজে দেবে এরকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন