নামের প্রথম অক্ষর অনুযায়ী স্বভাব কেমন হয়! বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে জানাবো আপনার নামের প্রথম অক্ষর আপনার জন্য কতটুকু ভাগ্যবান বলে মনে হয় এবং এই নামের অক্ষর কিভাবে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে, কিভাবে আপনি এই নামের অক্ষরকে ব্যবহার করে ভবিষ্যতে সাফল্য অর্জন করতে পারবেন এবং এই প্রথম অক্ষরের মাধ্যমে আপনি কি অন্য জনকে পাওয়ার যে মনের আশা তা কখনো পূরণ হবে কিনা।
এসব বিষয়গুলো আজকে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা নামের এই প্রথম অক্ষরের বিবরণী জানতে কৌতুলি আজকের পোস্টটি তাদের জন্য অত্যন্ত রোমান্টিক হতে চলেছে। তাহলে চলুন শুরু করি।
B অক্ষরের ব্যক্তিদের স্বভাব
যাদের নামের প্রথম অক্ষর B তারা অত্যন্ত ধৈর্যশীল, রোমান্টিক এবং মিশুক স্বভাবের হয়ে থাকে। এই অক্ষরের ব্যক্তিরা নিজের অনুভূতি চেপে রাখতে পছন্দ করে এবং অত্যান্ত রোমাঞ্চ প্রিয় হয়।
এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুবই সংবেদনশীল। কেননা ছোট ছোট কোথা এদের উপর প্রভাব বিস্তার করে। আবার ছোট ছোট কথায় এরা খুশি হয়ে যান। এরা ভুল থেকে শিক্ষা নেয় এবং নিজেকে শুধরানোর চেষ্টা করে। এই অক্ষরের ব্যক্তিরা সাধারণত রিলেশনে বিবাহ করে থাকে।
বাহ্যিক সৌন্দর্য এদেরকে আকর্ষণ করে এবং টাকার প্রতি এদের আগ্রহ অনেক বেশি থাকে। পাশাপাশি নিজের পরিশ্রমের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পছন্দ করেন। খুব সাধারণত B অক্ষরের ব্যক্তিরা ধনী হয়ে থাকেন। তবে এদের মুডি স্বভাবের কারণে অনেকেই এদেরকে অহংকারী বলে মনে করে। এই অক্ষরের ব্যক্তিদের খুব একটা বন্ধু-বান্ধবের সংখ্যা দেখা যায় না। তবে দু একজন বন্ধু বান্ধব থাকলে এদের সঙ্গে অনেক বেশি গভীর সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে।
R অক্ষরের ব্যক্তিদের স্বভাব
যাদের নামের অক্ষর R দিয়ে শুরু তারা নিজের ভুল শুধরে নিতে জানে এবং এরকম পার্টনার পছন্দ করেন যারা এদের মত সম্মান বৃদ্ধি করতে পারে। এরা সব সময় পার্টনারকে খুশি রাখার চেষ্টা করেন অর্থাৎ ভীষণ খোলা মনের মানুষ। এরা শুধু নিজেকে নিয়েই থাকতে ভালোবাসো এবং কম কথা বলে থাকেন।
নিজের পৃথিবীকে এরা সব সময় বড় করে দেখেন। পিছনে কে কি বলল কি করলো সেদিকে লক্ষ্য করে না। সব সময় নতুন কিছু খুঁজে থাকেন ।এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত জ্ঞানপিপাসু হয়ে থাকে। অর্থাৎ জানার আগ্রহ অনেক বেশি ফলে লেখক এবং জ্ঞানপিপাসু ব্যক্তিদের সঙ্গে এদের সম্পর্ক অনেক বেশি জোরালো হয়ে থাকে।
এই অক্ষরের ব্যক্তিরা সাধারণত বৈজ্ঞানিক হয়ে থাকেন এবং অর্থনীতিতে অত্যন্ত উন্নতি করে থাকে। R অক্ষরের ব্যক্তিদের বৈবাহিক জীবনে অনেক বেশি সুখ শান্তি বিরাজ করে।
A অক্ষরের ব্যক্তিদের স্বভাব
আপনার যদি নামের অক্ষর A দিয়ে শুরু হয় তাহলে আপনি খুব একটা রোমান্টিক নন। তবে A অক্ষরের ব্যক্তিরা বাস্তব জ্ঞান সম্পন্ন অর্থাৎ বাস্তবতার দিকে বেশি বিশ্বাস করে থাকে।
এই অক্ষরের ব্যক্তিরা চট করে কারো উপরে রাগান্বিত হন না। এরা ব্যবসা খুব ভালো বুঝে থাকেন। ক্ষেত্রবিশেষে এদের ধৈর্য খুব কম হয়ে থাকে এবং সঙ্গিনীকে আকর্ষণ করতে সক্ষম হয়। যদি কোন মেয়ে বা ছেলের প্রথম অক্ষর A দিয়ে শুরু হয় তাহলে এরা অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে।
এই অক্ষরের ব্যক্তিরা ভালোবাসা এবং বন্ধুত্বের সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু এরা খুব একটা রোমান্টিক হয় না এবং সবকিছু একটু দেরিতে পেয়ে থাকে। এমনকি অনেক বাধা অতিক্রম করে তাদের কাঙ্খিত ফলাফল অর্জন করতে হয়।
এদের যদি একবার জীবনে সাফল্য ধরা দেয় তাহলে পিছনে ফিরে তাকাতে হয় না। অর্থাৎ সাফল্যের চূড়ায় অবস্থান করে। A অক্ষরের ব্যক্তিরা অত্যন্ত রাগী মেজাজের হয়ে থাকে। এরা লোকেদের সঙ্গে দেখা করতে এবং যেকোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অত্যন্ত পছন্দ করেন এবং পরিস্থিতি অনুযায়ী খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।
I অক্ষরের ব্যক্তিদের স্বভাব
আপনার নামে প্রথম অক্ষর যদি I হয় তাহলে আপনি অত্যন্ত সংবেদনশীল, জ্ঞান অর্জন করতে পছন্দ করেন এবং ভালবাসতে জানেন। তবে দায়বদ্ধতা থাকার কারণে এদের কোন সম্পর্ক বেশিদিন টিকতে পারে না। এই ব্যক্তিরা শুধুমাত্র ভালোবাসা বেশি বুঝে থাকেন।
পাশাপাশি ভালোবাসা দিয়ে অন্যের মন জয় করতে জানেন তারা। এরা ভাবুক প্রকৃতির এবং নিজের মনের কথাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এজন্য অনেকেই এদেরকে খুব সহজে বোকা বানিয়ে দেয়। সব সময় নিজের মনের কথা শোনার জন্য অনেক কিছু হারিয়ে ফেলেন এরা।
আই অক্ষরের ব্যক্তিরা জীবনে অনেক কিছু পেয়ে থাকলেও সেগুলো তাদের জীবনে খুব কম সময় স্থায়িত্ব পায়। তবে শিক্ষার ক্ষেত্রে বিশেষ জ্ঞান রয়েছে এদের এবং পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
N অক্ষরের ব্যক্তিদের স্বভাব
আপনার নামের প্রথম অক্ষর যদি N দিয়ে শুরু হয় তাহলে এই অক্ষরের ব্যক্তিরা খুবই রোমান্টিক, সংবেদনশীল এবং বুদ্ধিমান হয়ে থাকে। তাদের লক্ষ্য অর্জনের জন্য কোন কিছু তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না এবং পার্টনারের যত্ন নিতে এরা খুবই পছন্দ করে।
N অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা স্বাধীনতা খুব পছন্দ করে।অর্থাৎ নিজের ইচ্ছে মত যে কোন স্থানে ঘুরে বেড়াতে এরা খুবই ভালোবাসে। এরা সব সময় নিজের ব্যাপারে বেশি ভাবে এবং যেটি পাওয়ার ইচ্ছা করে সেই জিনিসটা পাওয়ার জন্য এরা সবকিছু করতে পারে।
তবে এরা যেটা পেতে চায় সেটা পাওয়ার জন্য পর্যাপ্ত পরিশ্রম করতে চায় না। এরা প্রয়োজনের চাইতে অনেক বেশি ঠোঁট কাটা এবং স্বার্থপর হয়ে থাকে। নিজের সমালোচনা একেবারেই পছন্দ করেন না। এদের মৌলিক জিনিসগুলোর অভাব থাকে না।
K অক্ষরের ব্যক্তিদের স্বভাব
যাদের নামের প্রথম অক্ষর K দিয়ে শুরু হয় তারা অত্যন্ত লাজুক এবং কথা কম বলতে ভালোবাসে। কাছের লোক ছাড়া কারো সঙ্গে ভালোবাসা স্থাপন করেন না।
এরা সাধারণত অত্যন্ত সরল মনের মানুষ হয়ে থাকে।এরা জীবন সঙ্গিনীর সঙ্গে খুবই ভালো আচরণ করে থাকে। K অক্ষরের মানুষ কোন কিছু বলার আগে কিছুই ভাবেন না। যা মুখে আসে তাই বলে দেন। এই অক্ষরে ব্যক্তিরা নিজের ব্যাপারে ভাবতে অনেক বেশি ভালোবাসে এবং নিজের স্বার্থকে হাসিল করার জন্য যে কোন পর্যায়ে যেতে পারে।
এরা প্রয়োজনের চাইতে খুব কম পরিমাণে অর্থ উপার্জন করেন এবং মান-সম্মানের কোন তোয়াক্কা করেন না। এদেরকে সবাই ভয় পেয়ে থাকে। এই অক্ষর দিয়ে যাদের নাম তারা বেশিরভাগই ব্যবসায়ী হয়ে থাকেন। কে অক্ষরের ব্যক্তিরা জীবনে ঝুঁকি নিতে বেশি ভালোবাসেন এবং এরা দেখতে খুবই সুন্দর। অনেকেই এদের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। এরা বাহ্যিক সৌন্দর্য বেশি পছন্দ করেন।
G অক্ষরের ব্যক্তিদের স্বভাব
যাদের নামের প্রথম অক্ষর G তারা কোন কিছুতেই সন্তুষ্ট হন না। যে কোন সিদ্ধান্তে যেতে এদের অনেক সময় লাগে এবং সকল বিষয়ে এরা অত্যন্ত সক্রিয় হয়ে থাকে। আশেপাশের মানুষের চেয়ে নিজের কাজকেই খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এই অক্ষরের ব্যক্তিরা খুবই পরিষ্কার হয়ে থাকেন।
তাই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এরা একই ভুল বারবার করেন না।ভুল থেকে শিক্ষা নিয়ে থাকেন এরা। এদের বন্ধুর সংখ্যা অনেক কম। এরা অত্যন্ত শান্তিপ্রিয় এবং আত্মবিশ্বাসী মানুষ হয়ে থাকে। কিন্তু যদি কোন কারণে একবার রেগে যান তাহলে কারো কথা শোনেননা।
M অক্ষরের ব্যক্তিদের স্বভাব
যাদের নামের প্রথম অক্ষর M এরা অত্যন্ত স্বাধীনতা প্রিয় মানুষ হয়ে থাকে এবং এরা বেশিরভাগই শিল্পী হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপর হয়ে থাকেন এরা।
নিজের ধারণাটাকেই সব সময় সঠিক বলে মনে করে থাকেন। অনেক সময় সবকিছু ভুলে গিয়ে নিজের মতো দিন কাটাতে পছন্দ করেন। খুবই ভাবুক স্বভাবের হয়ে থাকেন। এরা সব সময় গভীর চিন্তার মধ্যে ডুবে থাকে। এজন্য অন্যজনকে এরা খুব সহজেই আঘাত করতে পারে। তাই এমন ব্যক্তিকে কখনোই বিরক্ত করবেন না।
কোন কিছু একবার নিজের মনের মধ্যে গেঁথে নিলে তা সহজে ছেড়ে দিতে চান না। ভাগ্য এদের সবসময়ই সঙ্গে থাকে। তাই প্রচুর অর্থ উপার্জন করতে পারে। পাশাপাশি অর্থ এবং আত্মসম্মান দুটোই এদের হাতের মুঠোয় থাকে। M দিয়ে যাদের নাম শুরু হয় তারা রাজনীতিকে নিজের ক্যারিয়ার হিসেবে বিবেচনা করে থাকেন। এরা উন্মুক্ত এবং লেখক প্রকৃতির হয়ে থাকেন।
S অক্ষরের ব্যক্তিদের স্বভাব
যাদের নামের প্রথম অক্ষর S তারা কোন কিছু করার আগেই ফল পেতে চান এবং এরা অত্যন্ত সংবেদনশীল, রোমান্টিক,উদাসীন এবং শান্ত স্বভাবের হয়ে থাকেন।
এই গুণগুলো থাকার কারণে এরা বন্ধুমহলে খুবই জনপ্রিয়। তবে নিজের জন্য স্বার্থপর হয়ে থাকেন। এরা বহুমুখী প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন। S অক্ষরের ব্যক্তিরা অনেক বেশি কথা বলে । পাশাপাশি খুব বেশি সমালোচিত হয়ে থাকেন। এরা খুব সহজে নিজের মনের কথা অন্যকে জানাতে চান না এবং নিজের ভালবাসার প্রতি খুবই সতর্ক থাকেন।
এরা খুবই সন্দেহভাজন হয়ে থাকে। কারণ নিজের ভালোবাসাকে এরা অন্যের সঙ্গে ভাগ করতে চান না। অর্থ এবং সম্মান দুটোই লাভ করে থাকেন। নিজের জিনিস কখনোই কারো সঙ্গে ভাগ করে নেন না। মনের দিক থেকে এরা খুব একটা খারাপ হয় না। তবে এ সমস্ত সভাবের কারণে অনেকেই এদেরকে ভুল বুঝে থাকে।
F অক্ষরের ব্যক্তিদের স্বভাব
যাদের নামের প্রথম অক্ষর F তারা উদাসীন এবং মিশুক স্বভাবে হয়ে থাকে। এরা সাধারণত মানুষ হিসেবে খুবই ভালো। কিন্তু একবার কোনো কারণে কারো দ্বারা আঘাত পেলে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে।
এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা জীবনে ভালোবাসার স্থান দিয়ে থাকে। এরা প্রয়োজনে খুবই ভাবুক হয়ে থাকে। এই অক্ষরের মানুষেরা বেশিরভাগই লেখক প্রকৃত হয়ে থাকে ।এরা যেখানে অবস্থান করেন সেখানকার সকল মানুষকে আপন করে নেন এবং আকর্ষণ ও রোমান্টিক হয়ে থাকেন ।এরা সকলের কাজে সাহায্য করে থাকেন এবং নিজে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকে। জীবনের সর্ব অবস্থায় নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন এরা।
L অক্ষরের ব্যক্তিদের স্বভাব
L অক্ষরের ব্যক্তিরা খুবই রোমান্টিক হয়ে থাকে এবং এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের জীবনসঙ্গিনী। বুদ্ধিদীপ্ত মানুষদেরকেই এরা নিজেদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে থাকে।
এরা খুবই রোমাঞ্চ প্রিয় এবং অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে। সব কথাই মন দিয়ে ভাবেন। এরা যে কোন সম্পর্ককে খুবই গুরুত্ব দিয়ে থাকেন।
কাউকে কষ্ট দেন না। ছোট ছোট জিনিস নিয়ে এরা অত্যন্ত খুশি থাকে। এই অক্ষরের ব্যক্তিরা সমাজ এবং পরিবারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং যেকোনো কাজকর্মে খুব সহজেই সাফল্য লাভ করেন। পাশাপাশি সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। সাহিত্যকে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়। এদের কখনোই অর্থের অভাব হয় না।
J অক্ষরের ব্যক্তিদের স্বভাব
যাদের নামের প্রথম অক্ষর J দিয়ে শুরু হয় তারা জন্মগত ভাবে আর্থিক সচ্ছল হয়ে থাকে এবং এরা খুবই দয়ালু প্রকৃতির। অন্যদের কষ্ট এরা কোনভাবেই সহ্য করতে পারেন না।
অন্যদিকে এই সমস্ত ব্যক্তিরা ভীষণ রোমান্টিক প্রিয় হয়ে থাকে। কিন্তু ভালবাসার উপর বিশ্বাস রাখতে পারেন না এরা। শরীরের পাশাপাশি এদের মনও খুব সুন্দর হয়ে থাকে। যা চান তাই নিজেদের জোরে হাসিল করে থাকেন। টাকা, সম্মান, ভালোবাসা সবই এদের হাতের নাগালে থাকে। জীবনে অনেক বেশি উন্নতি করে থাকেন এরা । J অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের জীবন সঙ্গিনীর ভাগ্য খুবই ভালো হয়ে থাকে।
T অক্ষরের ব্যক্তিদের স্বভাব
যাদের নাম T অক্ষর দিয়ে শুরু তারা খুবই আবেগপ্রবণ হয়ে থাকে। কঠিন পরিস্থিতিতে মন স্থির রাখতে পারেনা এরা। এরা খুবই কল্পনা প্রিয় হয়ে থাকে। নিজের পছন্দেই জীবন চলতে পছন্দ করে।
সকলের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে চলতে এরা খুবই পারদর্শী। তবে কারো উপদেশ শুনতে মোটেও পছন্দ করেনা। যাদের নাম T অক্ষর দিয়ে শুরু হয় তারা খুবই বুদ্ধিমান হয়। অর্থ এবং নাম অর্জন করলেও ভালোবাসায় এরা খুবই কাঁচা হয়ে থাকে। অর্থাৎ অন্যের মন জয় করতে এরা পারে না। তবে এরা খুবই কেয়ারিং হয়ে থাকে। নিজের মনের ভাব ব্যক্ত করতে পারেনা। সুখ দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেনা। তবে অন্যের সুখ দুঃখ খুব সহজে ভাগ করে নিতে পারে।
বন্ধুরা আজকের এই পোস্টটি আশা করি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনার কাছে পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবং এরকম আরো নিত্য নতুন পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ।