ফরচুন বরিশাল স্কোয়াড! ফরচুন বরিশাল হচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশি টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেট দল। যা বরিশাল বিভাগকে প্রতিনিধিত্ব করে। ফরচুন বরিশাল এখন পর্যন্ত মোট ৩বার তাদের দলের নাম পরিবর্তন করেছে। তারা সর্বপ্রথম ২০১২ সালে বরিশাল বার্নার্স নামে আত্মপ্রকাশ প্রকাশ করে।
এরপরে বরিশাল বুলস এবং সর্বশেষ ফরচুন বরিশাল নামে বিপিএলে অংশগ্রহণ করে। ২০২৪ বিপিএলে ফরচুন বরিশাল নামে দলটি মাঠে নামবে।
বিপিএল ২০২৪ ফরচুন বরিশাল স্কোয়াড
ফরচুন বরিশাল এবার ধরে রেখেছে মাহমুদুল্লাহ রিয়াদ সহ আরো দুই দেশী ক্রিকেটারকে। এছাড়া বিদেশি একমাত্র ধরে রাখা খেলোয়াড় ইব্রাহিম জাদরান।
এর বাইরেও বিদেশি খেলোয়াড় হিসেবে সরাসরি সই করিয়েছে আরো ৬ সুপারস্টারকে। এই দলটির সবচেয়ে বড় চমক দেশি খেলোয়াড় হিসেবে সরাসরি যুক্ত করেছে তামিম ইকবাল খানকে। এছাড়া অন্যান্য খেলোয়াড়দেরকে প্লেয়ার ড্রাফট থেকে দলে ভিরিয়েছে। নিচে ফরচুন বরিশালের সম্পূর্ণ স্কোয়াড দেওয়া হল।
- ইবরাহিম জাদরান
- মাহমুদউল্লাহ রিয়াদ,
- মেহেদী হাসান মিরাজ,
- খালেদ আহমেদ
- শোয়েব মালিক,
- পল স্টার্লিং,
- ফখর জামান,
- মোহাম্মদ আমির,
- আব্বাস আফ্রিদি,
- দুনিথ ভেল্লালাগে
- মুশফিকুর রহিম,
- রাকিবুল হাসান,
- মোহাম্মদ সাইফউদ্দিন,
- সৌম্য সরকার,
- ইয়ানিক কারিয়াহ,
- কামরুল ইসলাম রাব্বি,
- প্রীতম কুমার,
- তাইজুল ইসলাম,
- প্রান্তিক নওরোজ নাবিল,
- দীনেশ চান্দিমাল
বিপিএল ২০২৪ ফরচুন বরিশালের সময়সূচী
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২০ জানুয়ারি | রংপুর-বরিশাল | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | দুপুর ১টা ৩০ |
২২ জানুয়ারি | বরিশাল–খুলনা | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৩ জানুয়ারি | কুমিল্লা-বরিশাল | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৭ জানুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | দুপুর ১টা ৩০ |
৩০ জানুয়ারি | সিলেট-বরিশাল | আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
০৩ ফেব্রুয়ারি | বরিশাল-খুলনা | আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | দুপুর ১টা ৩০ |
০৬ ফেব্রুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
১০ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
১৪ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম | দুপুর ১টা ৩০ |
১৭ ফেব্রুয়ারি | সিলেট-বরিশাল | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম | দুপুর ১টা ৩০ |
১৯ ফেব্রুয়ারি | রংপুর-বরিশাল | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
২৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-বরিশাল | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | দুপুর ২টা |
২৫ ফেব্রুয়ারি | এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | দুপুর ১টা ৩০ |
২৫ ফেব্রুয়ারি | ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৭ ফেব্রুয়ারি | দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
০১ মার্চ | প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল | শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
বিপিএল ও ফরচুন বরিশাল ইতিহাস
ফরচুন বরিশাল এখন পর্যন্ত বিপিএলে জয়ী দলের তকমা অর্জন করতে পারেনি। তবে তারা সর্বমোট ৩ বার বিপিএলের সেমিফাইনালে অংশগ্রহণ করে।
সর্বশেষ ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারের মাধ্যমে তাদের বিপিএল শেষ করে। এবারের ফরচুন বরিশাল দলটি অত্যন্ত শক্তিশালী এবং অনেক নামিদামি খেলোয়াড়ে ভরপুর। অন্যান্য আসরের তুলনায় এবারের ফরচুন বরিশাল অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের সুমাহার রয়েছে। তাই এবারের ট্রফির দাবিদারের তালিকায় ফরচুন বরিশাল থাকবে সবার শীর্ষে।
ফরচুন বরিশালের কোচ ও মালিক
ফরচুন বরিশালের বর্তমান কোচ নাজমুল আবেদীন ফাহিম। যিনি বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং দেশি-বিদেশি অনেক ক্রিকেটার সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলকে বিভিন্নভাবে সহায়তা করে থাকেন। ফরচুন বরিশালের মালিক ফরচুন গ্রুপ বাংলাদেশ।
বিপিএল লাইভ টিভি চ্যানেল
বন্ধুরা আমরা অনেকেই রয়েছি যারা সরাসরি মাঠে বসে খেলা দেখতে অনেক পছন্দ করি। এর জন্য অনেকেই অনলাইনের মাধ্যমে টিকিট কেটে স্টেডিয়ামে বসে খেলা দেখে। কিন্তু অনেকেই আছে যারা চাইলেও মাঠে বসে খেলা দেখতে পারে না। এজন্য তারা বিভিন্ন ধরনের সম্প্রচার মাধ্যম খুঁজে খেলা দেখার জন্য।
আজকে আমরা ঐ সকল ব্যক্তিদের জন্য নিয়ে এসেছি বিপিএল ২০২৪ লাইভ সম্প্রচার দেখার জন্য বিভিন্ন টিভি চ্যানেল। আপনি চাইলেই যেকোনো অঞ্চল বা দেশ থেকে এবারের বিপিএল সরাসরি টিভি চ্যানেলের সামনে বসে দেখতে পারেন।
এতে করে আপনি অফুরন্ত আনন্দের মধ্য দিয়ে নিজের সময়কে অতিবাহিত করতে পারেন। তাহলে চলুন জেনে নেই এবারের বিপিএল ২০২৪ দেখার জন্য বিভিন্ন দেশ বা অঞ্চল থেকে কয়েকটি টিভি চ্যানেলের তালিকা।
দেশ | টিভি চ্যানেল |
বাংলাদেশ | গাজী টিভি (জিটিভি), টি স্পোর্টস, মাছরাঙা টেলিভিশন, Rabbitholebd স্পোর্টস, দারাজ অ্যাপস |
ভারত | ফ্যানকোড |
পাকিস্তান | জিও সুপার (জিও টিভি) |
ক্যারিবিয়ান | ফ্লো স্পোর্টস, ফ্লো টিভি |
আমেরিকা | Hotstar US, উইলো |
যুক্তরাজ্য | বিটি স্পোর্ট, ফ্রিস্পোটস |
কানাডা | হটস্টার কানাডা, উইলো |
আফগানিস্তান | আরটিএ (রেডিও টেলিভিশন আফগানিস্তান) |
ইতালি | ইলেভেন স্পোর্টস |
বিশ্বের বাকি | Rabbitholebd স্পোর্টস |
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা | ক্রিকইনজিফ (ওটিটি) |
দক্ষিণ কোরিয়া,
জাপান, চীন এবং রাশিয়া |
টিকন সিস্টেম লিঃ (ওটিটি) |
দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা বাকি অংশ | স্টারটাইমস |