খেলাধুলা

বিপিএল ২০২৪ কোন প্লেয়ার কত দামে বিক্রি হলো

বিপিএলে কোন প্লেয়ারের দাম কত! বন্ধুরা বিপিএল ২০২৪ এর জন্য দেশি-বিদেশি মিলে মোট ৬৪৯ জন খেলোয়াড়  নিয়ে এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফট সম্পন্ন করে বিসিবি।

বিপিএলে কোন প্লেয়ারের দাম কত

যেখানে সকল প্লেয়ারদের মোট সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। বহির্বিশ্বে প্রিমিয়ার লিগগুলোতে প্লেয়ারদের নিলামের মাধ্যমে দলে বিড়ানো হয়। কিন্তু এদিক দিয়ে ব্যতিক্রম বিসিবি। যাই হোক সবচেয়ে দুঃখজনক বিষয় এক সময়কার বিপিএল মাতানো সাব্বির রহমান এবারের বিপিএলে কোন দল পাননি।

এছাড়াও দল না পাওয়ার তালিকা রয়েছে আশরাফুল ইসলাম, মমিনুল হক সহ দেশী বেশ কয়েকজন ক্রিকেটার। বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো এবারের বিপিএলে ক্যাটাগরি অনুযায়ী কোন প্লেয়ার কত টাকা পেল এবং এবারের বিপিএলের জন্য কোন ফ্রাঞ্চাইজি সবচেয়ে বেশি টাকা খরচ করল সে বিষয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্টটি।

ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ারদের ভিত্তি মূল্য

এবারের বিপিএলে সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে বিক্রি হয়েছে মুশফিকুর রহিম। যিনি ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলের মাঠ মাতাবেন। এছাড়াও অন্যান্য দেশী এবং বিদেশি খেলোয়াড়দের কেউ কেউ সরাসরি এবং ড্রাফট  থেকে নিজেদের দলে সই করিয়েছে। নিচে ক্যাটাগরি অনুযায়ী খেলোয়াড়দের ভিত্তি মূল্য কত তার একটি তালিকা দেওয়া হল।

                     ক্যাটাগরি                       ভিত্তিমূলক             খেলোয়াড়ের সংখ্যা
                       A              ৮০ লক্ষ টাকা                   ১৯ জন
                       B              ৫০ লক্ষ টাকা                   ২০ জন
                       C              ৩০ লক্ষ টাকা                   ৭৮ জন
                       D              ২০ লক্ষ টাকা                   ১২৮ জন
                       E              ১৫ লক্ষ টাকা                   ৩৩০ জন
                       F              ১০ লক্ষ টাকা                   ২৯ জন
                      G             ০৫ লক্ষ টাকা                   ৪৫ জন

ক্যাটাগরি অনুযায়ী দেশী এবং বিদেশি খেলোয়াড়ের সংখ্যা

ক্যাটাগরি অনুযায়ী বিদেশী খেলোয়াড়ের সংখ্যাই অনেক বেশি। যেখানে এফ এবং জি ক্যাটাগরিতে কোন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়নি। এমনকি এ ক্যাটাগরিতে শুধুমাত্র একজন বাংলাদেশী এবং বিদেশি খেলোয়াড় হিসেবে ১৮ জনকে রাখা হয়েছে। নিচে ক্যাটাগরি অনুযায়ী দেশী এবং বিদেশী খেলোয়াড়ের সংখ্যা দেওয়া হলো।

             ক্যাটাগোরি                লোকাল                 বিদেশি               সর্বমোট
                    A             ১ জন             ১৮ জন             ১৯ জন
                    B            ০৪ জন             ১৬ জন             ২০ জন
                    C            ১৮ জন             ৬০ জন             ৭৮ জন
                    D            ৩১ জন             ৯৭ জন             ১২৮ জন
                    E            ৭৫ জন             ২৫৫ জন            ৩৩০ জন
                    F            ২৯ জন                     –             ২৯ জন
                   G            ৪৫ জন                     –             ৪৫  জন

এবারের বিপিএলে সবচেয়ে দামি দল কোনটি

বন্ধুরা এবারের বিপিএলে সবচেয়ে দামি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কেননা তারা মোট ২৪ জন খেলোয়াড়কে দলে ভেড়ানোর জন্য ব্যয় করেছেন প্রায় ৩ কোটি ২৯ লক্ষ টাকার বেশি এবং বিপিএলের সবচেয়ে বেশি প্লেয়ার তাদের দলে রয়েছে। আমরা নিচে টেবিলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবারের বিপিএলে কোন দলটি কত টাকা ব্যয় করছে তার একটি তালিকা।

                                       দল                                        টাকা
                              রংপুর রাইডার্স                           ৩ কোটি ২৯ লক্ষ টাকা
                              খুলনা টাইগার্স                           ৩ কোটি ১২ লক্ষ টাকা
                              ফরচুন বরিশাল                            ২ কোটি ৯৬ লক্ষ টাকা
                              সিলেট স্ট্রাইকার্স                            ২ কোটি ৬৫ লক্ষ টাকা
                             রংপুর রাইডার্স                            ২ কোটি ৩৬ লক্ষ টাকা
                              দুর্দান্ত ঢাকা                             ২ কোটি ১১ লক্ষ টাকা
                           চট্টগ্রাম চ্যালেঞ্জার্স                              ১ কোটি ৭০ লক্ষ টাকা

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।