বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড কোনটি! বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এখন ক্রিকেট। এটি জনপ্রিয়তার দিক দিয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছে। আর এত বিপুল জনপ্রিয়তার কারণে বিশ্বের নামিদামি ব্রান্টগুলো ক্রিকেটের বিভিন্ন দল বা ফ্রাঞ্চাইজিগুলোতে বিনিয়োগ করছে।
বর্তমান বিশ্বে যেসব ক্রিকেট বোর্ড রয়েছে তারা প্রতিবছর তাদের দেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করে কোটি কোটি টাকা ইনকাম করছে। যা আমাদের কল্পনার বাইরে। আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে আপনাদেরকে জানাবো বিশ্বের ১০ টি ধনী ক্রিকেট বোর্ড সম্পর্কে এবং তারা এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে কি করে সে সম্পর্কে।
১/ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড
করোনা মহামারীর মধ্যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অনেক লোকশানের মধ্য দিয়ে গেছে। বর্তমানে অর্থনৈতিক মন্দা থাকার পরেও বিসিসিআই বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট বোর্ডের তকমা ধরে রেখেছে। অর্থের দিক দিয়ে বিসিসিআই বর্তমানে বিশ্বের এক নম্বর ক্রিকেট সংস্থা।
২০২১ সালে বিসিসিআইয়ের আয়ছিল ৩,৭৩০ কোটি টাকা। কিন্তু বর্তমানে বিসিসিআইয়ের সম্পত্তির মোট পরিমাণ আনুমানিক ১৬ হাজার কোটি টাকার বেশি। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এত বিপুল পরিমাণ অর্থ আয়ের মূল উৎস হিসেবে আইপিএল কে ধরা হয়। কেননা প্রতিবছর আইপিএল থেকে বিসিসিআই প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে।
২০২৪ সালে আইপিএল টেলিভিশন সম্প্রচার সত্য বিক্রি হয়েছে ৪৩ হাজার কোটি টাকায়। এ ছাড়া আন্তর্জাতিক বহু ম্যাচ থেকে বিসিসিআই প্রচুর অর্থ উপার্জন করে থাকে। বার্ষিক আয়ের দিক দিয়ে বিসিসিআই বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডের চাইতে কয়েক ধাপ এগিয়ে রয়েছে।
২/ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড
আগে এই সংস্থাটি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নামে পরিচিত ছিল তবে। ১৯০৫ সালের পর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া নামে পরিচিতি পেয়ে আসছে। ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল দেশ অস্ট্রেলিয়া। কেননা তারা সর্বাধিক পাঁচ বার ওয়ানডে বিশ্বকাপ এবং দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।
বিশ্বের এক সময় এই দলটি অত্যন্ত জনপ্রিয় ছিল। কারণ সে সময় এই দলে অনেক তারকা ক্রিকেটার ছিল। বর্তমানেও অনেক নামিদামি খেলোয়াড় এই টিমে রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩,৩২৪ কোটি টাকা।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এত বিপুল পরিমাণ অর্থ মূলত দ্বিপাক্ষিক সিরিজ গুলোর মাধ্যমে উপার্জিত হয়ে থাকে। এছাড়া অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ বিগ ব্যাস এই আয়ের মূল উৎস হিসেবে ধরা হয়।
৩/ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তৃতীয় স্থানে রয়েছে। ইংল্যান্ড প্রতিবছর প্রচুর ক্রিকেট ম্যাচ খেলে থাকে।
এছাড়া তাদের সবচেয়ে জনপ্রিয় টেস্ট সিরিজ অ্যাসেশ বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টেস্ট সিরিজ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড গেল ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৯৪ মিলিয়ন মার্কিন ডলার বা ২,৭৯২ কোটি টাকা।
ইংল্যান্ড এত বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দিপাক্ষিক সিরিজ সহ তাদের দেশে অনুষ্ঠিত দ্য হান্ড্রেড লীগ থেকে আয় করে থাকে। কেননা দ্য হান্ড্রেড লিক বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্রাঞ্চাইজি। যেখানে বিশ্বের নামী দামী ব্রান্ডগুলো ইনভেস্ট করে।
৪/ পাকিস্তান ক্রিকেট বোর্ড
বিশ্ব ক্রিকেটে আয়ের দিক দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড চতুর্থ স্থানে অবস্থান করছে। এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত এই ক্রিকেট বোর্ড অত্যন্ত শক্তিশালী। দীর্ঘদিন ধরে পাকিস্তানে কোন আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত না হলেও ইদানিং বেশ কয়েকটি দল পাকিস্তান সফর করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়ের মূল উৎস হিসেবে বিশ্বের নামি দামি স্পন্সার পেপসি রয়েছে। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের জনপ্রিয় প্রিমিয়ার লিগ পি সি এল আয়োজন করে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে থাকে। বর্তমানে পাকিস্তান বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১১২ মিলিয়ন মার্কিন ডলার বা ১,০৩৬ কোটি টাকা।
৫/ বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত করা হয় এবং ১৯৭৭ সালে এটি আইসিসির সহযোগী সদস্য এবং ১৯৮৭ সালে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য পথ লাভ করে।
বিসিবির সদর দপ্তর ঢাকায় অবস্থিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির পূর্ণ সদস্য পথ লাভ করার পর ক্রিকেটে সেরকমভাবে উন্নতি করতে না পারলেও আর্থিকভাবে অনেক এগিয়ে গেছে। এই বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। বিভিন্ন সময়ে দেশের অন্যান্য ফেডারেশনকে অর্থ সহযোগিতা দিয়ে থাকে বিসিবি।
বিসিবি মূলত তাদের ঘরোয়া ক্রিকেটের জন্য মাত্র প্রতি বছর ২২ কোটি টাকা করে খরচ করে থাকে। যা অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের চাইতে অতি নগণ্য। বর্তমানে বিসিবির কোষাগারে বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকার বেশি অর্থ রয়েছে বলে জানা যায়।
৬/ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট বোর্ড হিসেবে বিবেচনা করা হয়। কেননা দলটির সামর্থ এবং শক্তির পরিমাণ অত্যন্ত বেশি।
তারা যেকোন ক্রিকেট বোর্ডের বিপক্ষে খুব সহজেই জয় তুলে নিতে সক্ষম। কিন্তু প্রতিবার বিশ্বকাপ আসলেই তারা কোন এক অজানা কারণে ভেঙে পড়ে। আর এ কারণে তাদেরকে চকারস নাম দেওয়া হয়েছে। যার অর্থ চরম ব্যর্থতার দল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৬,৩৬ কোটি টাকা।
৭/ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড
নিউজিল্যান্ডের পেশাদারী ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা নিউজিল্যান্ড ক্রিকেট। পূর্বে এই সংস্থাটি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নামে পরিচিত ছিল।
নিউজিল্যান্ড বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন এবং তারা গেল ওয়ানডে বিশ্বকাপে রানারআপ ছিল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আর্থিকভাবে ততটা শক্তিশালী নয় এর মূল কারণ তারা তাদের ক্রিকেটে পর্যাপ্ত পরিমাণে স্পন্সর নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। বর্তমানে এই বোর্ডের অর্থের পরিমাণ আনুমানিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২৬৫ কোটি টাকা। যদিও এই সংখ্যাটা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৮/ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
এক সময়কার জনপ্রিয় ক্রিকেট বোর্ড হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খ্যাতি অর্জন করেছিল। কেননা তারা শুরুর দিকে টানা দুইবার বিশ্বকাপ জিতে বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মূলত কোন একটা নির্দিষ্ট দেশকে বুঝায় না। এটি অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত একটি দল। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে লঙ্গার ভার্সন ক্রিকেট মরতে বসেছে। এর একমাত্র কারণ সেখানকার প্রতিটি খেলোয়াড় টি-টোয়েন্টি বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলার প্রবণতা অনেক বেশি।
ওয়েস্ট ইন্ডিজ একের অধিক টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এখন নাম হয়েছে দ্য ক্রিকেট অফ ওয়েস্ট ইন্ডিজ। আর্থিকভাবে বিশ্ব ক্রিকেট রেংকিং এ তারা অষ্টম স্থানে অবস্থান করছে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মোট সম্পত্তি ২৩ মিলিয়ন মার্কিন ডলার বা ২১৮ কোটি টাকা। তারা মূলত তাদের জনপ্রিয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে এবং বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে এত অর্থ উপার্জন করেছে।
৯/ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড
বর্তমানে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ক্রিকেট রেংকিংয়ে সবার নিচে অবস্থান করছে। এমনকি উদয়মান নতুন দল আফগানিস্তানের চেয়েও নিচে রয়েছে তারা। একসময় এই ক্রিকেট বোর্ডে অনেক নামিদামি ক্রিকেটার ছিল এবং তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের পারফরমেন্সের মাধ্যমে বিশ্ব মাতিয়েছিল।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আর্থিকভাবে অনেক দুর্বল হলেও বর্তমানে তাদের মোট সম্পত্তি ১৬ মিলিয়ন মার্কিন ডলার বা ১৫১ কোটি টাকা। আইসিসির অনুদান এবং তাদের সমমাননার দলগুলোকে নিয়ে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার মাধ্যমে এসব অর্থ উপার্জন করেছে তারা। যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের চেয়ে তারা এগিয়ে রয়েছে। ব্যাপারটা অনেকের কাছে অবাক মনে হলেও এটাই সত্য।
১০/ শ্রীলংকা ক্রিকেট বোর্ড
জনপ্রিয়তার দিক দিয়ে শ্রীলংকা ক্রিকেট অনেক এগিয়ে। এমনকি শ্রীলংকা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। তবে গেল বছরগুলতে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক।
এজন্য দায়ী তাদের সরকার। আর এই কারণে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের অবস্থান খুব একটা ভালো নয়। শ্রীলংকার ক্রিকেট নিয়ন্ত্রণ করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। ২০০৩ সাল পর্যন্ত শ্রীলংকা ক্রিকেট বোর্ডের নাম ছিল ক্রিকেট বোর্ড অফ শ্রীলংকা। আগে শ্রীলংকা ক্রিকেট বোর্ড খুবই ধনী ছিল। কিন্তু গেল বছরগুলোতে তাদের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে তাদের ইনকাম কিছুটা কমে গেছে। এরপরও ক্রিকেট বিশ্বে তেমন প্রতিযোগী না থাকার কারণে তাদের বোর্ড দশ নাম্বারে রয়েছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বর্তমান সম্পত্তি ১৪ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকা।
বন্ধুরা উপরোক্ত এসব ক্রিকেট বোর্ডের মধ্যে আপনার কাছে কোন ক্রিকেট বোর্ডটি ভালো লাগে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম ক্রিকেট সম্পর্কে আপডেট নিউজ পেতে চাইলে আমাদের সাইটের সঙ্গেই থাকুন।