ভিসা আবেদন করার নিয়ম: একজন ব্যক্তি যখন বিদেশে ভ্রমণ করতে বা কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন তার কাছে অবশ্যই পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে।
আপনি যেমন পাসপোর্ট ছাড়া বিমানে চড়তে পারবেন না ঠিক ভিসা ছাড়া একটি দেশে থাকতে পারবেন না। কারণ ভিসা আপনাকে ঐ দেশের বৈধতা প্রদান করে। আপনার কাছে যদি ভিসা না থাকে তাহলে আপনি ওই দেশের জন্য অবৈধ নাগরিক বলে বিবেচিত হবেন। আর এজন্যই পাসপোর্ট এবং ভিসা একে অপরের পরিপূরক।
আজকে আমরা আপনাদেরকে জানাবো অনলাইনের মাধ্যমে কিভাবে ভিসা আবেদন করবেন। এছাড়া আরো জানাবো ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কোন কোন কাগজপত্র গুলো দরকার হয়। জানতে পারবেন মালয়েশিয়ার ভিসা পেতে কি কি লাগে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই প্রবন্ধটি।
ভিসা আবেদন ফরম
আপনি যখন অন্য কোন দেশের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন তখন আপনার ভিসার প্রয়োজন হবে। আর এই ভিসা পাওয়ার জন্য আপনাকে সবার প্রথমে একটি ফরম পূরণ করতে হবে।
বাংলাদেশের ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য বাংলাদেশের এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা গ্রহণ করতে হয়। আর এজন্য আপনাকে এজেন্সি বা দালালকে ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু তথ্য প্রদান করতে হবে। সাথে সাথে নির্দিষ্ট সংখ্যক ফি দেওয়ার মাধ্যমে আপনার ভিসার কার্যক্রম শুরু হয় এবং সকল কার্যক্রম শেষ হওয়ার পর আপনাকে ভিসা প্রদান করা হয়।
ভিসা আবেদনের নিয়ম
ভিসা আবেদনের ক্ষেত্রে আপনাকে সবার প্রথম জানতে হবে ভিসা কত প্রকার। আসলে আপনি যখন অন্য কোন দেশে যাওয়ার উদ্দেশ্যে মনস্থির করবেন তখন আপনাকে ভিসা গ্রহণ করতে হবে। আর এই ভিসা পাওয়ার জন্য আপনাকে এজেন্সি গুলোর কাছে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভিসা গ্রহণ করতে হবে।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ভিসা কত প্রকার। আপনি বিদেশে কোন দরকারের জন্য যেতে চান তা এজেন্সিকে জানাতে হবে। আর এজন্য বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে। যেমন কাজের ভিসা, মেডিকেল ভিসা, ভ্রমণ ভিসা, এক্সচেঞ্জ ভিজিট ভিসা, ব্যবসা ভিসা, স্টুডেন্ট ভিসা, গৃহকর্মী ভিসা, সাংবাদিক ভিসা। এই ভিসাগুলো থেকে আপনাকে বেছে নিতে হবে আপনি বিদেশে কোন উদ্দেশ্যে যেতে চান। এরপরই এজেন্সি গুলো আপনার ভিসার কার্যক্রম শুরু করবে।
অনলাইনে ভিসা আবেদন করার নিয়ম
আপনি যদি অনলাইনের মাধ্যমে ভিসা আবেদন ফরম পূরণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ ভিসা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাকে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।
এছাড়া আপনি চাইলেই আপনার মোবাইলে বা কম্পিউটারে একটি নতুন ব্রাউজার চালু করে গুগল সার্চ ইঞ্জিনে বাংলাদেশ ভিসা লেখেঅনুসন্ধান করতে পারেন। যেখানে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে বাছাই করে আপনার প্রয়োজনিয় ওয়েবসাইটে প্রবেশ করে ক্লিকের মাধ্যমে আপনি অনলাইনে আপনার ভিসার আবেদন ফর্মটি পূরণ করতে পারেন। ভিসা আবেদন করার নিয়ম
ভিসা আবেদন করার প্রয়োজনীয় কাগজপত্র
- পাসপোর্ট
- পূরণকৃত আবেদন ফরম
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নির্ধারিত ফি
- ইনভাইটেশন লেটার।
- ব্যাংক সলভেন্সি ও ব্যাংক বিবরনী
- সম্পদের বিবরনী
- ব্যাবসায়ীক প্রয়োজনীয় কাগজপত্র
- চাকুরীর ক্ষেত্রে ছুটির লেটার
- এছাড়া আরো কিছু কাগজ লাগতে পারে যেটা দেশ ও ভিসার উপর নির্ভর করে।
ভিসার মেয়াদ
আপনি বিদেশে কোন উদ্দেশ্যে যাবেন তার উপর নির্ভর করে ভিসার মেয়াদ দেওয়া থাকে। তবে এক্ষেত্রে তিন মাস ভিসার মেয়াদ উল্লেখ করা থাকে। আপনি যদি ঐ নির্দিষ্ট দেশে স্থায়ীভাবে বেশ কয়েক বছর থাকতে চান তাহলে অবশ্যই ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে হবে। এজন্য এজেন্সিকে নির্দিষ্ট সংখ্যক ফি প্রদান করার মাধ্যমে আপনি চাইলেই ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারেন।
মালয়েশিয়ায় কাজের ভিসা পেতে কি কি লাগে
আমরা অনেকেই রয়েছি উন্নত জীবন ক্রিয়েট করার জন্য উন্নত দেশগুলোতে কাজের উদ্দেশ্যে গিয়ে থাকি। এরকম একটি উন্নত দেশ মালয়েশিয়া। আমরা অনেক বাংলাদেশী রয়েছি যারা মালয়েশিয়া যাওয়ার জন্য বহুদিন যাবত অপেক্ষা করছি। আপনি যদি মালয়েশিয়ায় যেতে চান তাহলে আপনার ভিসায় মোট ৮টি বিষয় থাকতেই হবে। নিচে বিষয়গুলো দেওয়া হলো,
- আবেদনকারীর বয়সসীমা ২১-৪৫ বছর।
- কমপক্ষে দুই বছরের মেয়াদ সম্পন্ন পাসপোর্ট।
- বিএমইটির ডাটাবেজে রেজিস্ট্রেশন।
- জাতীয় পরিচয়পত্র
- বিএমইটি কার্যালয়, অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
- সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- করোনা ভ্যাকসিনেশন কার্ড।
মালয়েশিয়ার ভ্রমণ ভিসা পেতে
- অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম।
- ৬ মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট।
- জাতীয় পরিচয়পত্র।
- সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি।
- রিটার্ন এয়ার টিকেটের কপি।
- হোটেল বুকিংয়ের কপি।
- ব্যাংক স্টেটমেন্ট।
- পূর্বে মালয়েশিয়া ভিজিটে গিয়ে থাকলে ভিসার কপি।
- কারো আমন্ত্রণে মালয়েশিয়া গেলে রেফারেন্স লেটার।
বন্ধুরা আশা করি আমাদের এই পোষ্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা পাসপোর্ট, ভিসা সহ অন্যান্য দেশে যেতে প্রয়োজনীয় কোন কোন কাগজপত্র গুলো দরকার হয়। তা জানতে চাইলে আমাদের সাইটে দেওয়া পরবর্তী পোস্টগুলো ফলো করতে পারেন। এছাড়াও আপনি আরো জানতে পারেন কোন দেশ যেতে কত টাকা লাগে সে সম্পর্কে।