মটোরোলা ফোন! হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের পোস্টটি হতে যাচ্ছে,,,Dimensity 1050 প্রসেসর সম্পর্কে , যা নিয়ে আসলো মোটোরোলা কোম্পানি। মোটোরোলা মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছে তাদের নতুন আপার মিড-রেঞ্জ হ্যান্ডসেট, Motorola Edge (2023)। ,এটি বিশ্বের প্রথম MediaTek Dimensity 1050 চিপসেট দ্বারা চালিত স্মার্টফোন হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে বলে জানা যায়।।৷ এই প্রসেসরটি mmWave 5G কানেক্টিভিটি সাপোর্ট করে থাকে।
এছাড়াও, Edge (2023)-এ ফুল এইচডি+ ওলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন এই ফোনের দাম ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
মোটোরোলা ফোনটির এজ (2023)-এর মূল্য এবং লভ্যতা [Motorola Edge (2023) Price and Availability]মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত সময়ের জন্য মোটোরোলা এজ (2023) এর দাম রাখা হয়েছে ৪৯৮ ডলার (প্রায় ৩৯,৭৫০ টাকা)। এটি আগামী সপ্তাহগুলিতে প্রথমে রিটেইল ওয়েবসাইট টি-মোবাইল (T-Mobile)-এর মাধ্যমে বিক্রি করা হবে এবং পরে এটি ভ্যারিজোন (Verizon), এটি অ্যান্ড টি (AT&T), স্পেকট্রাম মোবাইল (Spectrum Mobile), ইউ এস সেলুলার (US Cellular), এবং ভিসিবল (Visible)-এর মাধ্যমে পাওয়া যাবে৷
মোটো এজ (2023) সীমিত সময়ের জন্য ৪৯৯ ডলার (প্রায় ৩৯,৮০০ টাকা) মূল্যে মোটোরোলার ওয়েবসাইট, অ্যামাজন (Amazon) এবং বেস্ট বাই (Best Buy)-এর মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা যায়। কিছুদিন পর এই হ্যান্ডসেটটি কিনতে খরচ করতে হবে ৫৯৯ ডলার (প্রায় ৪৭,৮০০ টাকা)। এজ (2023) শুধুমাত্র মিনারেল গ্রে কালার অপশনেই বাজারে এসেছে বলে যারা গেছে তাদের ওয়েবসাইট থেকে।
(2023)-এর মোটোরোলা ফোনটির এজ স্পেসিফিকেশন এবং ফিচার :
(2023)-এ মোটোরোলা এজ ৬.৬ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল রয়েছে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট প্রদান করে বলে জানা যায় তাদের ওয়েবসাইট থেকে।
ডিসপ্লেটি ১০ বিট কালার এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। এজ (2023)-এ নিরাপত্তার জন্য একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেন্সর মিলবে। মোটোরোলার এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৫০ প্রসেসর দ্বারা চালিত প্রথম হ্যান্ডসেট হিসেবে বাজারে এসেছে। (মটোরোলা ফোন)
৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এই চিপে দুটি কর্টেক্স-এ৭৮ (Cortex-A78) সিপিইউ কোর রয়েছে, যা ২.৫ গিগাহার্টজে রান করে, আর বাদবাকি ছয়টি কর্টেক্স-এ৫৫ (Cortex-A55) সিপিইউ কোর ২.০ গিগাহার্টজে কাজ করে এবং এর সাথে গ্রাফিক্সের জন্য একটি মালি- জি৬১০ এমসি৩ (Mali-G610 MC3) জিপিইউ-টি যুক্ত রয়েছে।
ফোনটি ৬ জিবি/৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ অফার করে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স (My UX) কাস্টম স্কিনে রান করবে এর সাথে আরো অত্যাধুনিক ফিচার থাকছে ফোন টি তে ।
Motorola Edge (2023)-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। এর সাথে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত রয়েছে যা ম্যাক্রো ক্যামেরা হিসাবেও কাজ করে। এছাড়া, ক্যামেরা সেটআপে একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরেরও দেখা মিলবে।
আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge (2023) ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩০ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, এই সকল তথ্য জানা গেছে মোট কোম্পানির ওয়েবসাইট থেকে।
তাছাড়াও, Motorola Edge (2023)-এর অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং এনএফসি। এতে একটি ফিজিক্যাল সিম স্লট এবং একটি ই-সিম মিলবে, তবে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকটি এই হ্যান্ডসেটে অনুপস্থিত রয়েছে।
Edge (2023) মোটোরোলার রেডি ফর ফিচার সাপোর্ট করে, যা ব্যবহারকারীদের একটি বড় ডিসপ্লেতে সংযোগ করতে দেয় এবং পিসি-এর মতো অভিজ্ঞতা পেতে সাহায্য করে। ডিভাইসটির পরিমাপ ১৬০.৮৬ x ৭৪.২৪x ৭.৯৯ মিলিমিটার এবং ওজন ১৭০ গ্রাম। এই মোটো ফোনটি একটি আইপি৫২ (IP52)-সার্টিফায়েড চ্যাসিসের সাথে এসেছে বলে জানা যায়।
বন্ধুরা আজকের পোস্টটি এই পর্যন্তই। এরকমই নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে থাকুন । পোস্টটি পোড়ার জন্য সবাইকে ধন্যবাদ। মটোরোলা ফোন