মেসির রেকর্ড! স্পোর্টস ডেস্ক: ব্যালন ডি’অর পুরস্কারের প্রাথমিক ৩০ জনের তালিকায় নাম নেই লিওনেল মেসির! ওবাক কান্ড, চমকে দেওয়ার মতোই খবর। গত ১৭ বছরের ইতিহাসে এই প্রথমবার মেসির জীবনে এমন ঘটনা। আপনারা জানেন যে গত ২০২১ সালে রেকর্ড গড়ে সপ্তম ব্যালন ডি’অরটি উঠেছিল আর্জেন্টাইন মহাতারকার হাতে। সেখানে চলতি বছর প্রাথমিক তালিকাতেই ঠাঁই হল না মেসির ও নাইমারের।
তবে শুধু মেসির না থাকাই নয়, এবারের তালিকা বেশ অবাক করা তালিকা । আর্জেন্টাইন সুপারস্টারের পাশাপাশি প্রাথমিক তালিকায় নাম নেই নেইমার, টনি ক্রুস, ম্যানুয়েল ন্যুয়েরের মতো তারকাদেরও। তাহলে কারা রয়েছেন তালিকায় ?
মেসি নেইমার ও অন্যান্য সুপারহিট প্লেয়ার গুলো না থাকে তাহলে এবার আর্জেন্টিনার কি খবর হবে দর্শকরা মনে,
প্রত্যাশিত ভাবেই নাম আছে ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আর্জেন্টিনাতে জায়গা করে নিয়েছে রোলানদো এবং করিম বেনজেমা , রবার্ট লেওনডস্কি, মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপে, সাদিও মানে, থিবো কুর্তোয়া, এর্লিং হালান্ড-সহ অন্যান্যরা। ১৭ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেদিনই জানা যাবে, এবারের সেরা তারকা কে 17 অক্টোবর এ জানা যাবে যে তারা কেমন খেলে ।
এবার আমরা বলব যে গত বছর মেসির হাতে ব্যালন ডি’অর ওঠার পর থেকেই পুরস্কারের স্বচ্ছ্বতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষত, লেওনডস্কির সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে সরব হয় জার্মান সংবাদমাধ্যম। এরপরই ব্যালন ডি’অরের নিয়ম বদলায়।
পুরস্কারের কোথা আমরা জানাতে চাই যে নির্ধারিত সময় জানুয়ারি-ডিসেম্বরের পরিবর্তে আগস্ট-জুলাই করা হয় যেন আর্জেন্টিনাকে হারানো যায় কিন্তু ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে সামঞ্জস্য রেখে। ফলে ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিলেও ব্যালন ডি’অরের মানদণ্ডে তা গ্রাহ্য করা হয়নি।
সেসময় মেসিকে ভালো লাগছিল না তার সময় একবারে ভালোভাবে কাটেনি মেসির। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে সে ক্লাবে ঠিকমতন যেতে পারেনি । নতুন ক্লাবের জার্সিতে তেমন নজর কাড়তে পারেননি তিনি। লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৩৩ ম্যাচে মাত্র অবাক করে দিয়েছেন ম্যাচে মাত্র 33 টি ম্যাচ খেলে 11 টি গোল করেছেন মাত্র তার গোল ভাল ছিলনা ।
আমরা বলতে চাই যে প্রতি বছর ভালো খেলেছেন মেসি কিন্তু ২০০৬ সাল থেকে প্রতি বছরই ব্যালন ডি’অরের তালিকায় প্রথম তিরিশে থাকা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন মেসি। রেকর্ড গড়ে সপ্তম ব্যালন ডি’অরটি উঠেছিল আর্জেন্টাইন মহাতারকার হাতে। তবে এবার মেসি নেইমার ও ভালো খেলোয়ারদের নাম অনেক কাটা হয়েছে।। 17 ই অক্টোবর দেখা যাবে যে কে ভালো খেলে ,অন্যদের থেকে বেশি ভালো খেলতে পারে কিনা।
বন্ধুরা এই ছিল আজকের পোস্ট এর মজার মজার পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে থাকুন ।