রবি রিচার্জ অফার! রবি সিমের নতুন রিচার্জ অফার সম্পর্কে বিস্তারিত জানুন! এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চলেছি রবি সিমের অফার সম্পর্কে সকল বিস্তারিত তথ্য। আপনি আরও জানতে পারবেন রবি সিম রিচার্জ অফার রবি ইন্টারনেট অফার এবং রবি মিনিট অফার ইত্যাদি সম্পর্কে। আপনি যদি রবি ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্যই আশাকরি সম্পুর্ন পোস্ট পরবেন এবং উপকৃত হবেন।
রবি বহুল পরিচিত এবং জনপ্রিয় একটি সিম অপারেটর। রবি অপারেটর সব সময় তাদের গ্রাহকের সুবিধার্থে বিভিন্ন ধরনের রিচার্জ অফার ইন্টারনেট অফার মিনিট অফার দিয়ে থাকেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা রবি সিম ব্যবহার করেন কিন্তু রবি অফার সম্পর্কে অবহিত নন। আপনি যদি রবির অফার সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি ধৈর্য্য সহকারে পড়েন।
রবি কোম্পানি অন্যান্য সকল কোম্পানির থেকে অনেক ভাল অফার দিয়ে থাকে শুধুমাত্র তাদের গ্রাহক বৃদ্ধি করার জন্য। এমনিতেও রবির গ্রাহক সংখ্যা কম নয় এর কারণ এর ইন্টারনেট স্পিড। আপনারা যারা রবি ব্যবহার করে আসছেন তারা অবশ্যই অবহিত আছেন যে রবির নেটওয়ার্ক সিস্টেম অনেক বেশি আপডেট এবং রবি সবসময় কোন না কোন ইন্টারনেট অফার দিয়ে থাকেন। বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট এর মাধ্যমে আমরা কথা বলা থেকে শুরু করে সবকিছুই করতে পারি। সে ক্ষেত্রে যদি আমরা সব অফার সম্পর্কে অবহিত থাকি তাহলে আমাদের ব্যয় কমে যাবে।
অনলাইন থেকে পণ্য ক্রয় করা শুরু থেকে কথা বলা অনলাইনে কাজ করা সবক্ষেত্রেই ইন্টারনেট প্রয়োজন। আমরা সবাই কম মূল্যে ভালো ইন্টারনেট অফার এর খোঁজ করে থাকি আপনিও যদি এমনই ইন্টারনেট মিনিট এবং এসএমএস সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সম্পূর্ন পোস্ট পড়ুন। আজকের এই পোস্টে রবি সিমের অফার ২০২৩সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত আলোচনা করব।
রবি সিমের অফার ২০২৪ বিস্তারিত
আপনাদের প্রথমেই জানিয়ে রাখছি যে রবি সিম ২০২৪ এর অনেকগুলো অফার রয়েছে। আমরা রবি সিম অফার গুলো আলাদা আলাদা ভাগ করে সাজিয়ে দেখাবো।এখানে থাকছে রবি সিমের রিচার্জ অফার, রবি মিনিট অফার এবং রবি ইন্টারনেট অফার। সকল অফার সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেয়া তথ্য গুলো ফলো করতে পারেন।
রবি সিমের রিচার্জ অফার ২০২৪
রবি রিচার্জ অফার বলতে আপনি অফার অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলেই আপনার কল রেট পরিবর্তন হয়ে যাবে। এই কল রেট পরিবর্তনের মেয়াদ রিসার্চ ভেদে ২ থেকে ৯০ দিন পর্যন্ত। আপনারা যেন সহজেই বুঝতে পারেন সে ক্ষেত্রে আমরা নিচে অফারগুলি সক আকারে সাজিয়ে দেখাবো।
রিচার্জ এর পরিমান | কলরেট | মেয়াদ |
১৮ টাকা রিচার্জের মাধ্যমে | ৫০ পয়সা /মিনিট | ২ দিন |
৪৪ টাকা রিচার্জের মাধ্যমে | ৫০ পয়সা /মিনিট | ৭ দিন |
৫৬ টাকা রিচার্জের মাধ্যমে | ৫০ পয়সা /মিনিট | ৭ দিন |
৯৭ টাকা রিচার্জের মাধ্যমে | ৫০ পয়সা /মিনিট | ৩০ দিন |
১৩৯ টাকা রিচার্জের মাধ্যমে | ৫০ পয়সা /মিনিট | ৯০ দিন |
আশা করি উপরের দেখা কলাম থেকে আপনারা বুঝতে পেরেছেন। যেমন হচ্ছে আপনি যদি ৪৪ টাকা রিচার্জ করেন তাহলে সাতদিন পর্যন্ত আপনার কল রেট প্রতি মিনিট ৫০ পয়সা করে কাটবে। আবার যদি আপনি ১৮ টাকা রিচার্জ করেন তাহলে ৫০ পয়সা মিনিট এর মেয়াদ হচ্ছে দুই দিন।
রবি মিনিট বান্ডেল অফার ২০২৪
বন্ধুরা আপনারা যারা প্রিয়জনের সঙ্গে দীর্ঘ সময় ফোন আলাপ করতে পছন্দ করেন তাদের জন্য রবি ২০২৪ সালে নিয়ে এসেছে সেরা মিনিট বান্ডেল অফার। যেখানে আপনি সীমিত চার্জ প্রদানের মাধ্যমে অনেক বেশি মিনিট সংগ্রহ করতে পারেন এবং আপনার প্রিয়জনের সঙ্গে অফুরন্ত সময় কাটাতে পারেন। নিচে এরকমই কিছু রবি মিনিট বান্ডেল অফার দেওয়া হল।
রিচার্জ (টাকা) | অফার | মেয়াদ |
১৯ টাকা | ২৭ মিনিট | ২৪ ঘণ্টা |
২৯ টাকা | ৪৫ মিনিট | ২ দিন |
৩৯ টাকা | ৫৫ মিনিট | ৩ দিন |
৪৯ টাকা | ৭০ মিনিট | ৪ দিন |
৫৯ টাকা | ৮০ মিনিট | ৫ দিন |
৬৯ টাকা | ৯৫ মিনিট | ৭ দিন |
৯৯ টাকা | ১৫০ মিনিট | ৭ দিন |
১০৮ টাকা | ১৮০ মিনিট | ৭ দিন |
১২৭ টাকা | ২০০ মিনিট | ১০ দিন |
১৪৬ টাকা | ২০০ মিনিট | ১৫ দিন |
১৯৯ টাকা | ২৭০ মিনিট | ৩০ দিন |
২১৮ টাকা | ৩৩০ মিনিট | ৩০ দিন |
৩০৭ টাকা | ৫০০ মিনিট | ৩০ দিন |
৪০৭ টাকা | ৬৫০ মিনিট + ১ জিবি | ৩০ দিন |
৪৯৮ টাকা | ৮২০ মিনিট | ৩০ দিন |
৬০৯ টাকা | ১০০০ মিনিট + ১ জিবি |
৩০ দিন |
রবি সিমের রিচার্জ ইন্টারনেট অফার ২০২৪
রবি দেশের নাম্বার ওয়ান নেটওয়ার্কিং অপারেটর সিস্টেম এর একটি। এবার আমরা রবি রিচার্জ ইন্টারনেট অফার সম্পর্কে আপনাদের জানাবো।
রবি রিচার্জ ইন্টারনেট অফার বলতে আপনি কোন নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলে আপনার ইন্টারনেট প্যাকেজ টি অটোমেটিক চালু হয়ে যাবে। রবির নেটওয়ার্ক 4.5 জি হয় এ গ্রাহক সংখ্যা অনেক বেশি। রবি অপারেটর তার গ্রাহকদের সুবিধার্থে খুব অল্প পরিমাণ টাকা দিয়েই এই অফার গুলো দিয়ে থাকেন। আমরা নিচে বিস্তারিত আলোচনা করছি।
রিচার্জ এর পরিমান | অফার | মেয়াদ |
৪৬ টাকা রিচার্জে | ২৫০ এমবি ইন্টারনেট প্যাকেজ | ২৮ দিন |
৫৪ টাকা রিচার্জে | ২ জিবি ইন্টারনেট প্যাকেজ | ৩ দিন |
৮৯ টাকা রিচার্জে | ১ জিবি ইন্টারনেট প্যাকেজ | ৭ দিন |
১০১ টাকা রিচার্জে | ৬ জিবি (৩ জিবি + ৩ জিবি )ইন্টারনেট প্যাকেজ | ৭ দিন |
১৪৮ টাকা রিচার্জে | ৫ জিবি ইন্টার্নেট প্যাকেজ | ৭ দিন |
১৯৯ টাকা রিচার্জে | ১০ জিবি ইন্টারনেট প্যাকেজ | ৭ দিন |
২৩৯ টাকা রিচার্জে | ২ জিবি ইন্টারনেট প্যাকেজ | ২৮ দিন |
৩১৬ টাকা রিচার্জে | ৪ জিবি ইন্টারনেট প্যাকেজ | ২৮ দিন |
৩৪৯ টাকা রিচার্জে | ৩০ জিবি (২ জিবি + ১০ জিবি) ইন্টারনেট প্যাকেজ | ২৮ দিন |
আশাকরি উপরের দেয়া ইন্টারনেট প্যাকেজ সমূহ আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। উপরের দেয়া অফার গুলির মধ্যে আপনি যদি ৫৪ টাকা রিচার্জ করেন তাহলে আপনার সিমে ২ জিবি ইন্টার্নেট প্যাকেজ টি চালু হয়ে যাবে। ২ জিবি ইন্টার্নেট প্যাকেজ টির মেয়াদ ৩ দিন, অনুরূপভাবে আপনারা নির্দিষ্ট পরিমাণে রিচার্জের মাধ্যমে এইসব ইন্টারনেট প্যাকেজ গুলো ব্যবহার করতে পারবেন।
রবি সিমের ইন্টারনেট মিনিট এসএমএস অফার ২০২৪
রবি অপারেটর তার গ্রাহকের কথা চিন্তা করে বিভিন্ন স্পেশাল অফার প্রদান করে থাকেন। এখন আমরা রবির কিছু স্পেশাল অফার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। রবির এইসব অফার গুলোর মধ্যে যে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করতে হয় তা আমরা জানিয়ে দেবো।
এই নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে আপনি একই সাথে মিনিট ইন্টারনেট এবং এসএমএস ব্যবহারের সুবিধা পেয়ে থাকবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেয়া যাক রবির মিনিট ইন্টারনেট এবং এসএমএস অফার গুলি সম্পর্কে।
রিচার্জ এর পরিমান | অফার | মেয়াদ |
৫৮ টাকা রিচার্জে | ২৫ মিনিট+১ জিবি +২৫ এসএমএস | ৭ দিন |
৭৮ টাকা রিচার্জে | ৩০ মিনিট ১০০ এমবি | ৭ দিন |
৯৮ টাকা রিচার্জে | ৫০ মিনিট+ ২ জিবি +১০০ এসএমএস | ৭ দিন |
১৪৯ টাকা রিচার্জে | ১৫০ মিনিট+ ২ জিবি | ২৮ দিন |
২৫১ টাকা রিচার্জে | ১৫০ মিনিট+৫ জিবি | ২৮ দিন |
২৭৮ টাকা রিচার্জে | ৪৭৫ মিনিট+১ জিবি | ৩০ দিন |
৫৭৪ টাকা রিচার্জে | ১০০০ মিনিট+ ১ জিবি | ৩০ দিন |
৫৯৯ টাকা রিচার্জে | ৫০০ মিনিট+৫ জিবি +১০০ এসএমএস | ৩০ দিন |
৩৪৮ টাকা রিচার্জে | ৬০০ মিনিট+২ জিবি | ৩০ দিন |
২৮৮ টাকা রিচার্জে | ৫০০ মিনিট+ ১ জিবি | ৩০ দিন |
২৯৯ টাকা রিচার্জে | ৩০০ মিনিট+ ৬ জিবি | ২৮ দিন |
৪৯৯ টাকা রিচার্জে | ৭৫০ মিনিট ৩০ জিবি (ডেইলি ১ জিবি) | ৩০ দিন |
৯৯৯ টাকা রিচার্জে | ৭০০ মিনিট ৩০ জিবি (২০ জিবি+১০ জিবি+৪ জিবি) | ২৮ দিন |
আশাকরি উপরে দেয়া তথ্য অনুযায়ী আপনারা বুঝতে পেরেছেন রবি রিচার্জ মিনিট ইন্টারনেট ও এসএমএস অফার সম্পর্কে। আমরা উপরে দেখতে পাচ্ছি যে ৫৮ টাকা রিচার্জ করলেই ২৫ মিনিট ১ জিবি ইন্টারনেট ও ২৫ টি এসএমএস পাওয়া যাবে এবং এর মেয়াদ হচ্ছে ৭ দিন।
অনুরূপভাবে আপনি ফরমেটে দেয়া অফার অনুযায়ী নির্দিষ্ট পরিমান রিসার্চ এর মাধ্যমে মিনিট ইন্টারনেট ও এসএমএস প্যাকেজ চালু করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মত রিচার্জ করে রবির ইন্টারনেট মিনিট ও এসএমএস অফার গুলো উপভোগ করতে পারেন।
রবির আরো অন্যান্য অফার সমূহ বিস্তারিত
রবি অপারেটর সব সময় কোন না কোন অফার দিয়ে থাকেন। এইসব অফার গুলি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চাইলে রবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।
এছাড়াও আপনি আপনার মোবাইল ফোনটিতে রবি অ্যাপস ইন্সটল করে সেখান থেকে অফার সম্পর্কে অবহিত হতে পারবেন। আপনার মোবাইল থেকে *৯৯৯# ডায়াল করেও আপনি আপনার পছন্দ মত যে কোন অফার সিলেক্ট করতে পারবেন।
এয়ারটেল সিমের সকল অফার জানতে ভিজিট করুন
রবি সিমে রিচার্জ অফার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পেরে আমরা খুশি অনুভব করছি। আমাদের এই পোস্ট থেকে যদি আপনার কোন উপকার হয়ে থাকে তাহলে আমাদের সার্থকতা।
এরকমই আরো নিত্য নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আপনি আমাদের ওয়েবসাইট থেকে রবি ছাড়াও অন্যান্য অপারেটর যেমন এয়ারটেল গ্রামীণফোন বাংলালিংক টেলিটক এর অফার সমূহ খুব সহজেই পেয়ে যাবেন।