রোনালদো কতগুলো ব্যালন ডি অর জিতেছে! ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত ২০ বছরের মধ্যে এবারই প্রথম সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারলেন না পর্তুগিজ এই সুপারস্টার।
২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের প্রথম মৌসুমে এই তালিকায় জায়গা পাননি সিআর সেভেন। ২০০৪ সালের পর থেকে ব্যালন ডি’অরের সর্বশেষ সংস্করণ পর্যন্ত প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন পাঁচবারের বর্ষসেরা এই তারকা ফুটবলার।
ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল ২০২৩ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। প্রত্যাশিতভাবে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি ও নরওয়েজিয়ান ফুটবলার আর্নিং হল্যান্ড। এবারের বর্ষসেরা পুরস্কারটি জয়ের দৌড়ে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে এই দুই সুপারস্টার।
গত বছর ডিসেম্বর মাসে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান লিওনেল মেসি। ফলে চলতি বছরে ফেব্রুয়ারিতে ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব দ্য বেস্ট যেতেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর। ক্লাব পর্যায়ে মিশ্র মৌসুম কাটিয়েছেন লিওনেল মেসি।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে ছিটকে পড়লেও ফরাসি লীগের শিরোপা জিতেছে পিএসজি। এদিকে গত মৌসুমে আর্নিং হল্যান্ড ক্লাব পর্যায়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন। ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই সুপারস্টার। আর চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের শিরোপা ঘরে তুলে ম্যানচেস্টার সিটি জিতেছে ট্রেবল।
প্রত্যাশিতভাবেই এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ক্লাবের মধ্যে ম্যানচেস্টার সিটি এবং জাতীয় দলের মধ্যে আর্জেন্টাইন ফুটবলারদের দাপট বেশি। ম্যানচেস্টার সিটির সাতজন ফুটবলার জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত এই তালিকায়। অন্যদিকে লিওনেল মেসি সহ আর্জেন্টাইন জাতীয় দল থেকে জায়গা পেয়েছেন মোট চারজন ফুটবলার।
গতবার ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি ৭ বারের ব্যালন ডি অর চ্যাম্পিয়ন লিওনেল মেসি। যেটি ছিল ২০১৫ সালের পর প্রথম বারের মতো বাদ পড়া। ঠিক এবারে একই ভাগ্য মেনে নিতে হলো লিওনেল মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
গত জানুয়ারি মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রলিগের দল আল নাসেরের যোগ দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনাল্ডোর পদ অনুসরণ করে সৌদি লীগের আরেক ক্লাব আল হেলালে যোগ দেওয়া নেইমারের জায়গাও হয়নি এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায়। রোনালদো কতগুলো ব্যালন ডি অর জিতেছে
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ব্যালেন ডি অরের সংক্ষিপ্ত তালিকা জায়গা করে নিতে ব্যর্থ হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে এরিয়াল মাদ্রিদের আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনেসিয়াস জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। ক্লিয়ান এমবাপে, কেভিন ডি ব্রুইনা জায়গা পেয়েছেন এবারের সংক্ষিপ্ত তালিকায়।
রিয়াল মাদ্রিদে ১৪ বছরের ক্যারিয়ার শেষ করে গত জুলাইয়ে সৌদি লীগের দল ইবতেহাদে যোগ দেওয়া কারিম বেনজেমার জায়গা হয়েছে ব্যালেন ডি’ অরের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায়।
২০২৩ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকা
- করিম বেনজেমা
- জোসকো গ্যাভারদিওল
- জামাল মুসিয়ালা
- আন্দ্রে ওনানা
- মোহামেদ সালাহ
- বুকায়ো সাকা
- কেভিন ডি ব্রুইন
- জুড বেলিংহাম
- কোলো মুয়ানি
- বার্নার্ডো সিলভা
- খভিচা কভারতসখেলিয়া
- নিকোলো বারেলা
- এমিলিয়ানো মার্টিনেজ
- রুবেন ডায়াস
- আরলিং হাল্যান্ড
- মার্টিন ওডেগার্ড
- ইল্কে গুন্ডোগান
- ইয়াসিন বুনু
- জুলিয়ান আলভারেজ
- ভিনিসিয়াস জুনিয়র
- লিওনেল মেসি
- রুদ্রি
- লাউতারো মার্টিনেজ
- অ্যান্তোনিও গ্রিজম্যান
- রবার্ট লেভানডোভস্কি
- কিম মিন-জায়ে
- লুকা মডরিচ
- কিলিয়ান এমবাপ্পে,
- ভিক্টর ওসিমহেম
- হ্যারি কেইন