লাইফস্টাইল

এবারের শীতে ব্যবহার করুন ইউরোপের আদলে তৈরি বিশ্ব সেরা টুপি

মেয়েদের শীতের টুপি

শীতের টুপি! আমাদের দেশে একটি প্রবাদ বাক্য রয়েছে যে, মাঘে বাঘ কাপে। অর্থাৎ মাঘ মাসে প্রচন্ড শীত পড়ার কারণে এ সময় মানুষ তো বটেই পশু পাখিরাও বিরূপ আবহাওয়ার মধ্যে পড়ে। আর এই প্রবাদ বাক্যের মাধ্যমেই বোঝা যায় ঐ সময়টাতে আমাদের দেশে কত বেশি শীতের প্রকোপ দেখা দেয়।

আর এই শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা শীতকালীন বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রঙের ট্রেন্ডি পোশাক পরিধান করি। যে পোশাকগুলো পরিধান করার মাধ্যমে আমাদেরকে আরো স্মার্ট এবং আকর্ষণীয় দেখায়। আর এজন্য আমরা পড়ে থাকি হাত মোজা, পা মোজা, মাফলার, সোয়েটার, কোড সহ অন্যান্য।

তবে বর্তমান সময়ে আমরা দেখে থাকি তরুণ প্রজন্মরা মাফলার ব্যবহারের পাশাপাশি শীতে ধুলাবালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টুপি পড়ে থাকে এবং এই টুপিগুলো হয়ে থাকে ট্রেন্ডি টুপি। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার একটি আকুল প্রচেষ্টা। আজকে আমরা এরকমই কয়েকটি টুপি সম্পর্কে জানব।

বাকেট হ্যাট

৯০ দশকের পপ তারকাদের জীবনী ঘাটলে দেখা যায় অনেক তারকা বিভিন্ন অনুষ্ঠানে এই ব্যাকেট হ্যাট টুপি ব্যবহার করেছিল। যা বর্তমান সময়ে একটি ট্রেন্ডি বিষয় হয়ে দাঁড়িয়েছে। শীতের প্রখরতা এবং উষ্ণতা পেতে ব্যাকেট হ্যাট টুপি এক অনন্য। কেননা এটি যেরকম ভাবে আমাদের কানকে ঢেকে রাখে ঠিক একইভাবে স্টাইলিশ লুক প্রদান করে।

বিনি টুপি

শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য বিনি টুপি অত্যন্ত জনপ্রিয় এবং সহজলভ্য। বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রঙের বিনি টুপি সকল শ্রেণী পেশার মানুষেরা পড়ে থাকে। পশ্চিমা ঘরোনার এই বিনি টুপি সেলোয়ার কামিজ এবং কুর্তির সঙ্গে অত্যন্ত মানানসই। এমনকি নারী-পুরুষ উভয়ই এই টুপি মাথায় দিয়ে থাকে।

পম পম বিনি টুপি

একটু আলাদা এবং একটু এক্সক্লুসিভ ধরনের এই টুপি পেনসিল স্কার্ট, ডিসট্রেসড ডেনিম বা জগিং স্যুটের সঙ্গে অত্যন্ত মানানসই। পাশাপাশি যারা লং জার্নি করে থাকেন তাদের জন্য এই স্পেশাল টুপিটি শীতের তীব্রতা থেকে আপনাকে রক্ষা করতে পারে। এছাড়া এই টুপিটি অত্যন্ত আরামদায় এবং স্বল্পমূল্যের হয়ে থাকে ।

বেসবল ক্যাপ

নতুন প্রজন্মের তরুণদের কাছে এই টুপিগুলো অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। কেননা এই টুপিগুলো ডেনিম জ্যাকেট এবং প্যান্টের রং এর সঙ্গে মিলিয়ে পড়লে অত্যন্ত আকর্ষণীয় এবং স্মার্ট দেখায় এবং এই টুপি শীতের পোশাকের সঙ্গে জুতসই হয়ে থাকে। এছাড়া বেশি শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মুখ কান এবং মাথা ঢাকা টুপিও পাওয়া যায় যাকে মাংকি ক্যাপ বলে।

টুপি কেনার সময় যে বিষয়গুলো মনে রাখবেন

বন্ধুরা মনে রাখবেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায় এরকম ডিজাইনের টুপি সংগ্রহ করুন। এক্ষেত্রে রং এর বিষয়টি মনে রাখবেন। যে সব রং সকল পোশাকের সঙ্গে মানিয়ে যায় এরকম কয়েকটি টুপি কিনতে পারেন।

এক্ষেত্রে আপনার পছন্দের তালিকা রাখতে পারেন সাদা, কালো, খয়রি, আকাশি, এবং ধূসর রঙের টুপি। আরেকটি বিষয় মনে রাখবেন অনেক বেশি টাইট এবং ঢিলেঢালা টুপি কিনবেন না।

কেননা অনেক বেশি টাইট টুপি ক্রয় করলে টুপির মধ্যে থাকা ইলাস্টিক খুব সহজে নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে টুপিটি খারাপ দেখায়। আবার অনেক ঢিলেঢালা টুপি ক্রয় করলে দেখতে উদ্ভট লাগে। আরেকটি বিষয় মনে রাখবেন উলের টুপি কেনার ক্ষেত্রে যাদের অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই সতর্ক থাকবেন।

কোথায় পাবেন এবং টুপির দাম

বন্ধুরা আপনি চাইলে আপনার নিকটস্থ শহর থেকে এসব শীতের পোশাক অর্থাৎ টুপি সংগ্রহ করতে পারেন। কিন্তু যারা ঢাকার মধ্যে অবস্থান করছেন তারা চাইলেই রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, নুরজাহান মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, বসুন্ধরা সিটি সহ প্রায় সকল শপিং মল গুলোতে গিয়ে আপনার পছন্দ মতো এবারের শীতের টুপি ক্রয় করতে পারেন। এজন্য আপনাকে গুনতে হবে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা।

বিভিন্ন ডিজাইনের শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

শীতের টুপি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।