Uncategorized

আইপিএল ২০২৪ সানরাইজার্স হায়দ্রাবাদ সময়সূচী & স্কোয়াড

সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড

সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড! সানরাইজার্স হায়দ্রাবাদ হল হায়দ্রাবাদ ভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ক্রিকেট প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজি।

দলটি ২০১৩ সালে আইপিএলে অংশগ্রহণ করে। দলটির বর্তমান মালিক সান টিভি চ্যানেল নেটওয়ার্কের কালানিথি মারান। দলটির বর্তমান মার্কেট ভ্যালু ৩৯৬ কোটি রুপি। যা আইপিএলের অন্যান্য দলের চাইতে অষ্টমতম অবস্থানে রয়েছে।

আজকে আমরা জানবো ২০২৪ আইপিএল এর জন্য  সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়ড, সময়সূচী ও অন্যান্য আইপিএল হিস্ট্রি। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের পোস্টটি। বন্ধুরা আপনারা চাইলেই এই পোস্টটি আপনাদের অন্যান্য বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে আইপিএল ২০২৪ সানরাইজার্স হায়দ্রাবাদের সকল তথ্যগুলো জানাতে পারেন।

আইপিএল ২০২৪ সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড

সানরাইজার্স হায়দ্রাবাদ ২০২৪ আইপিএল এর জন্য দেশি-বিদেশি মিলে মোট ২৭ জন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। নিচে সানরাইজার্স হায়দ্রাবাদের পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হল।

  • আব্দুল সামাদ,
  • এইডেন মার্করাম,
  • রাহুল ত্রিপাঠি,
  • গ্লেন ফিলিপস,
  • হেনরিখ ক্লাসেন,
  • মায়াঙ্ক আগারওয়াল,
  • আনমলপ্রীত সিং,
  • উপেন্দ্র সিং যাদব,
  • নীতিশ কুমার রেড্ডি,
  • শাহবাজ আহমেদ,
  • অভিষেক শর্মা,
  • মার্কো জেনসেন,
  • ওয়াশিংটন সুন্দর,
  • সনভীর সিং,
  • ভুবনেশ্বর কুমার,
  • থাঙ্গারাসু নাটারাজন,
  • মায়াঙ্ক মার্কান্ডে,
  • উমরান মালিক,
  • ফজল হক ফারুকি,
  • জয়দেব উনাদকাট,
  • ওয়ানিন্দু হাসারাঙ্গা,
  • প্যাট কামিন্স,
  • ট্রাভিস হেড,
  • আকাশ সিং,
  • ঝাতাভেদ সুব্রীমানিয়েন,
  • আবিদন মুশতাক,
  • নান্দ্রে বার্গার

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অর্জন

সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত আইপিএলের মোট ২টি ফাইনালে অংশগ্রহণ করে। যেখানে সর্বপ্রথম ২০১৬ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে চ্যাম্পিয়ন হয়। আর সর্বশেষ ২০১৮ সালের ফাইনালে অংশগ্রহণ করে চেন্নাই সুপার কিংস এর কাছে শোচনীয়ভাবে হেরে রানার্সআপ হয়।

এছাড়াও দলটি এখন পর্যন্ত মোট ৪ বার প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করে। দলটির স্বাগতিক মাঠ হলো রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদ। এখানে একসঙ্গে বসে মোট ৫৫ হাজারের বেশি দর্শক খেলা উপভোগ করতে পারে।

সানরাইজার্স হায়দ্রাবাদের সময়সূচী ২০২৪

দল

তারিখ সময়

ভেনু

SRH বনাম KKR

২৩ মার্চ, ২০২৪ রাত্রি 7:30 মিনিট ইডেন গার্ডেনস
SRH বনাম MI ২৭ মার্চ, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

SRH বনাম GT

৩১ মার্চ, ২০২৪ বিকাল 3:30 মিনিট নরেন্দ্র মোদী স্টেডিয়াম
SRH বনাম CSK ০৫ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

SRH বনাম PBKS

৯ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট মোহালি
SRH বনাম SRH ১৫ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

বেঙ্গালুরু

SRH বনাম DC

২০ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট দিল্লি
SRH বনাম RCB ২৫ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

হায়দ্রাবাদ

SRH বনাম CSK

২৮ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট চেন্নাই
SRH Vs RR ০২ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

হায়দ্রাবাদ

SRH বনাম MI

০৬ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট মুম্বাই
SRH বনাম LSG ০৮ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

হায়দ্রাবাদ

SRH বনাম GT

১৬ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট হায়দ্রাবাদ
SRH বনাম PBKS ১৯ মে, ২০২৪ বিকাল 3:30 মিনিট

হায়দ্রাবাদ

 আইপিএল প্রাইজমানি ২০২৪

আইপিএল সর্বপ্রথম ২০০৮ সালে ৮টি দল নিয়ে অনুষ্ঠিত হয়। শুরুর দিকে আইপিএল বর্তমানের মতো এত জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় ছিল না। কিন্তু বিসিসিআই এই টুর্নামেন্টটিকে ধীরে ধীরে জমজমাট এবং আকর্ষণীয় করতে সক্ষম হয়েছে বলাই যায়। কেননা আমরা লক্ষ করলে দেখব বিশ্বের মধ্যে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলো যেরকমভাবে জাগজমক পূর্ণ হয়ে থাকে আইপিএল তার ব্যতিক্রম নায়।

এমনকি বিশ্বের মধ্যে সম্প্রচার সত্য দিয়ে আইপিএল ষষ্ঠতম অবস্থানে উঠে এসেছে। যা তার জনপ্রিয়তাকে প্রকাশ করে। এমনকি আইপিএল ২০২৩ থেকে ২০২৭ সম্প্রচার সত্য বিক্রি হয়েছে ৪৩ হাজার ৫০ কোটি রুপিতে। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সম্প্রচার সত্য বিক্রি করে আয়। আর এত কিছুর পরে আইপিএল ট্রফির দাম  জানার আগ্রহ সকলের মনে জাগবে এটাই স্বাভাবিক।

বিসিসিআই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আইপিএল ২০২৪ এর জন্য সর্বমোট প্রাইস মানি রাখা হয়েছে ৪৬.৫ কোটি রুপি। যেখান থেকে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি এবং রানারআপ দল পাবে ১৩ কোটি রুপি। এরপরে তৃতীয় স্থানে থাকা দলটি পাবে ৭ কোটি রুপি এবং চতুর্থ স্থানে থাকা দলটি পাবে ৬.৫ কোটি রুপি। এসবের বাইরেও দলগুলি আরো প্রচুর পরিমাণে অর্থ আয় করতে পারবে।

এবার দেখে নেয়া যাক আইপিএল ২০২৪ টুর্নামেন্ট সেরা প্লেয়ারদের পুরস্কার তালিকা

চ্যাম্পিয়ন দল ২০ কোটি  রুপি
রানার্স আপ ১৩ কোটি রুপি
তৃতীয় দল ৭ কোটি রুপি
চতুর্থ দল ৬.৫ কোটি রুপি
কমলা ক্যাপ জয়ী ১৫ লক্ষ রুপি
বেগুনি ক্যাপ জয়ী ১৫ লক্ষ রুপি
উদীয়মান খেলোয়াড় ২০ লক্ষ রুপি
সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ১২ লাখ রুপি
গেম চেঞ্জার অফ দ্য সিজন ১২ লক্ষ রুপি
বেশি রান করা ব্যাটসম্যান ১৫ লক্ষ রুপি
বেশি উইকেট নেওয়া বোলার ১৫ লক্ষ রুপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।