খেলাধুলা

বিপিএল ২০২৫ সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড, সময়সূচী & ভেন্যু

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড! বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সবচেয়ে বেশি দলের নাম পরিবর্তন হয়েছে সিলেট স্ট্রাইকার্স । তারা সর্বপ্রথম ২০১২ সালে সিলেট রয়েলস নামে আত্মপ্রকাশ করে। এরপর পর্যায়ক্রমে মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলের নাম পরিবর্তন হতে থাকে। তারা এখন পর্যন্ত মোট ৬ বার তাদের দলের নাম পরিবর্তন করেছে।

বর্তমানে সিলেট স্ট্রাইকার্স নামে ২০২৪ বিপিএলে দলটি মাঠে নামবে। আজকে আমরা জানবো ২০২৪ বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে।

 ২০২৪ বিপিএল সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড

সিলেট স্ট্রাইকার্স বরাবরের মতো এবারও মাশরাফি বিন মুর্তজাকে ধরে রেখেছে। তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন জাকির হাসান এবং তানজিন হাসান সাকিব।

এছাড়া সরাসরি চুক্তিতে দলে ভিরিয়েছেন নাজমুল হাসান শান্তকে। পাশাপাশি সরাসরি চুক্তিতে বিদেশী তিন সুপারস্টারকে দলে নিয়েছে দলটি। এছাড়া মোহাম্মদ মিঠুন সহ অন্যান্য খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট থেকে নেওয়া হয়েছে। নিচে সিলেট স্ট্রাইকার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হল।

  • মাশরাফি বিন মুর্তজা
  • ,জাকির হাসান,
  • তানজিম হাসান সাকিব
  • নাজমুল হোসেন শান্ত
  • রায়ান বার্ল,
  • বেন কাটিং,
  • জর্জ
  • মোহাম্মদ মিঠুন,
  • রেজাউর রহমান রাজা,
  • আরিফুল হক,
  • ইয়াসির আলী চৌধুরী,
  • রিচার্ড এনগারাভা,
  • দুশান হেমন্ত,
  • নাজমুল ইসলাম অপু,
  • শফিকুল ইসলাম,
  • নাঈম হাসান,
  • জাওয়াদ রুয়েন,
  • সালমান হোসেন ইমন

সিলেট স্ট্রাইকার্সের সময়সূচী ও ভেন্যু

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৯ জানুয়ারি সিলেট–চট্টগ্রাম শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৭টা
২৩ জানুয়ারি সিলেট-রংপুর শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ১টা ৩০
২৬ জানুয়ারি কুমিল্লা-সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট সন্ধ্যা ৭টা
২৯ জানুয়ারি সিলেট-চট্টগ্রাম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট দুপুর ১টা ৩০
৩০ জানুয়ারি সিলেট-বরিশাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট সন্ধ্যা ৬টা ৩০
০২ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট দুপুর ২টা
০৩ ফেব্রুয়ারি সিলেট-রংপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট সন্ধ্যা ৬টা ৩০
০৭ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
০৯ ফেব্রুয়ারি সিলেট-খুলনা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ২টা
১৭ ফেব্রুয়ারি সিলেট-বরিশাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ১টা ৩০
১৯ ফেব্রুয়ারি কুমিল্লা-সিলেট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ১টা ৩০
২৩ ফেব্রুয়ারি সিলেট-খুলনা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৭টা
২৫ ফেব্রুয়ারি এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ১টা ৩০
২৫ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
০১ মার্চ প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০

সিলেট স্ট্রাইকার্স ও বিপিএল ট্রফির ইতিহাস

সিলেট স্ট্রাইকার্স প্রতিবারের মতো তাদের নাম পরিবর্তন করলেও তাদের অর্জনের খাতায় শূন্য। কেননা তারা এখন পর্যন্ত একবারও বিপিএল ট্রফি নিজেদের ঘরে নিতে পারেনি। বিপিএল ট্রফি এখন পর্যন্ত সর্বোচ্চ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ বার এবং দ্বিতীয় স্থানে ঢাকা ৩ বার তুলে নিলেও সিলেট স্ট্রাইকার্স একবারও নিতে পারেনি। তবে তারা বিপিএলের ফাইনালে অংশগ্রহণ করেছে।

কোচ এবং মালিক

সিলেট স্ট্রাইকার্সের বর্তমান কোচ রাজীন সালেহ এবং বর্তমান মালিক ফিউচার স্পোর্টস বাংলাদেশ। এই স্পোর্টস ভিত্তিক প্রতিষ্ঠানটি অনেকদিন যাবত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে। ২০২৪ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা।

যিনি বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ভ্রমরা ছিলেন। এমনকি তার নেতৃত্বে ঢাকা এবং রংপুর বিপিএল ট্রফি নিজেদের ঘরে নিতে সক্ষম হয়েছিল। তাই মাশরাফি বিন মুর্তজার উপর এবারের সিলেট স্ট্রাইকার্স অনেক বেশি আশাবাদী।

সিলেট স্ট্রাইকার্সের হোম গ্রাউন্ড

সিলেট স্ট্রাইকার্সের হোম গ্রাউন্ড সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সিলেট তারা প্রতিবারে তাদের দলের সকল খেলোয়াড় এবং সদস্যদের নিয়ে এই মাঠে অনুশীলন করে থাকে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।