তথ্য ও প্রযুক্তি

স্মার্টফোনের স্ক্রিনলক পাসওয়ার্ড ভুলে গেলে যা যা করতে হবে

স্মার্টফোনের স্ক্রিন লকের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো

স্মার্টফোনের স্ক্রিনলক পাসওয়ার্ড ভুলে গেলে যা যা করনীয়! হ্যালো বন্ধুরা আপনারা যদি স্কিন লক বা স্মার্টফোনের স্ক্রিন লকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের জন্য।

এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম উপায় আপনাকে শান্ত থাকতে হবে কারণ অনেকেই আছে যারা নতুন ফোন নেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ভুলে যায় তখন তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় তাই আতঙ্কিত হয়ে যায় কি করব কি না করব এই বিষয় নিয়ে। পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড বের করার কিছু সহজ উপায় আজকে আপনাদেরকে শেখাবো শিখাবো চলুন তাহলে এই কথাটা বাড়িয়ে শুরু করা যাক,,,

নিজের ফোনের সকল প্রকার তথ্য সুরক্ষিত রাখতে বেশিরভাগ মানুষই ফোনে স্ক্রিন লক করে রাখে। কিন্তু অনেক সময় লকস্ক্রিনের প্যাটার্ন ভুলে যাওয়ার প্রবণতাও দেখা দেয়। অথবা কোনও কারণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কাজ না করলে যা করবেন।

গুগল অ্যাকাউন্টের মাধ্যমে-

অন্য একটি স্মার্টফোন বা কম্পিউটারে google.com/android/devicemanager -ওয়েবসাইটে যান।
সেখানে গুগল অ্যাকাউন্টে Sign In করুন।সেখানে লগ ইন করার পর আপনার স্মার্টফোনটির নাম শো করবে। সেটি সিলেক্ট করুন।..

এবার সেখানে একটি অপশন পাবেন, ‘Lock’ । সেখানেই নতুন পাসওয়ার্ড সেট করার অপশন থাকবে। নতুন পাসওয়ার্ড সেট করুন। এবার সেই পাসওয়ার্ডটি ব্যবহার করেই আপনার ফোন আনলক করতে পারবেন। আর যদি নিতান্তই উপায় না থাকলে ডিভাইস ফ্যাক্টরি রিসেট করুন-প্রথমে, ফোন সুইচ অফ করুন। তার আগে অবশ্যই ফুল চার্জ দিয়ে নেবেন।

এরপর টানা কিছুক্ষণের জন্য ভলিউম আপ বা ডাউন (ফোনের উপর নির্ভর করে) বাটন ও পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরে রাখুন।এটা করলেই ফোন রিস্টোর মোডে যাবে এবং ফ্যাক্টরি রিসেটের অপশন দেখাবে। ‘ক্লিন/ইরেজ ডেটা’ এবং ‘ক্যাশে’তে ট্যাপ করতে হবে। প্রায় এক মিনিট অপেক্ষা করার পর ফোনটি চালু করলে, তখন আর কোনও পাসওয়ার্ড বা প্যাটার্ন চাইবে না। তবে কোনও ডেটা ব্যাকআপ না থাকলে সেটা জলে যাবে। (স্মার্টফোনের স্ক্রিনলক পাসওয়ার্ড ভুলে গেলে যা যা করনীয়)

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়

সব কাজেই এখন স্মার্টফোন সঙ্গী। বন্ধুদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে বিদ্যুৎ বিল দেওয়া সবই করা যায় স্মার্টফোনে। নিরাপত্তার জন্য সবাই প্যাটার্ন লক কিংবা পাসওয়ার্ড ব্যবহার করেন। ফেস লক বা ফিঙ্গার লকও ব্যবহার করেন অনেকে।

এতে যার তার হাতে ফোন গেলেও ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে যারা প্যাটার্ন লক ব্যবহার করেন তারা মাঝেমধ্যেই ঝামেলায় পড়েন। প্যাটার্ন লক ভুলে যান। ঘন ঘন প্যাটার্ন লক বদল করার ফলে এমন সমস্যায় পড়তে হয়। এমন সমস্যার সম্মুখীন হলে কয়েকটি কাজ করতে পারেন। চলেন জেনে নেওয়া যাক কী করবেন এসময়-

প্যাটার্ন লক ভুলে গেলে কয়েকবার চেষ্টা করার পর স্ক্রিনের নিচে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন আসবে। সেটিতে ক্লিক করুন। এরপর সেখান থেকে নতুন প্যাটার্ন লক দিয়ে নিন।

এছাড়া আরও একটি উপায়ে কাজটি করতে পারেন। এজন্য আপনার স্মার্টফোনের পাশে থাকা বোতামটি প্রেস করে ফোনটি সুইচ অফ করুন এবং এক মিনিট অপেক্ষা করুন। তারপরে একই সঙ্গে ফোনের পাওয়ার সুইচ এবং ভলিউম ডাউন বোতাম দুটি দীর্ঘক্ষণ চেপে ধরে রাখুন। ফলে আপনার স্মার্টফোনটি রিকভারি মোডে চলে যাবে। আর একবার রিকভারি মোডে গেলেই প্রেস করা বন্ধ করুন।

রিকভারি মোডে থাকার সময় ‘ফ্যাক্টরি রিসেট’ অপশনটি বেছে নিন। এবার ‘ওয়াইপ কেচ’ অপশনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার মোবাইলের স্টোরেজের সমস্ত ডেটা পরিষ্কার হয়ে যাবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর ফোনটি চালু করতে হবে এবং এবার পাসওয়ার্ড ছাড়াই আপনার ফোন খুলে যাবে।

ফ্যাক্টরি রিসেট দিয়েও স্মার্টফোন খুলতে পারবেন। তবে এতে আপনার স্মার্টফোনে থাকা কোনো ছবি বা ফাইল আর পাবেন না। যদি না সেগুলো গুগল ড্রাইভে সেভ করা থাকে। এছাড়াও আরও একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে নতুন প্যাটার্নের একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নিজের ই-মেইলে। এতে অন্য কোনো স্মার্টফোন বা ডেস্কটপ থেকে সহজেই প্যাটার্নটি খুঁজে পাবেন।

তো বন্ধুরা, এই ট্রিক্স গুলো এপ্লাই করলে আপনি আপনার ফোনের ভুলে যাওয়া পাসওয়ার্ড কি নতুন করে রিসেট করতে পারবেন। তো বন্ধুরা আজকের পোস্টটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।