তথ্য ও প্রযুক্তি

আইফোন ১৫ এর দাম ফ্রেমে থাকছে মরিচা রোধক টাইটেনিয়াম

আইফোন ১৫ দাম ২০২৩! বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করুন বিশ্বের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন আইফোন ১৫ নিয়ে। আপনারা ইতিমধ্যেই সকলি জেনে গেছেন যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলেছে  iPhon 15 ।ইতো মধ্যেই ভাইরাল হয়েছে iPhon 15 সিরিজের সকল ছবি। গত বছর iPhon ১৪ সিরিজ রিলিজ হওয়ার পরপরেই শুরু হয় iPhon 15 নিয়ে আলচনা। ঠিক তারি ধারাবাহিগতায় গুগল সার্চ ইঞ্জিনে এক নাম্বারে আছে iPhon 15 এর নাম।বন্ধরা আপনারা  যারা iPhon 15 এর সকল তথ্য জানতে চান আজকের পোস্ট টি শুধু তাদের জন্যই। তাহলে চলুন  কথা না বারিয়ে মুল আলোচনায় যাওয়া যাক।

আইফোন ১৫ দাম ২০২৩

আমরা সকলি জানি যে iPhon তাদের প্রথম মডেলটি নিয়ে আসে ২০০৭ সালে। এরপর পর্যায় ক্রমে iPhon 11, iPhon 12, iPhon 13, iPhon 14 লঞ্চ করে। এ বছরে লঞ্চ করতে যাচ্ছে iPhon 15 । যার চাহিদা এখন আকাশ চুম্বি। iPhon 15 সিরিজে থাকছে ৪ টি মডেল এগুল হল  iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max । প্রতিটি iPhon 15 সিরিজের মডেল গুলোর ভিন্নতা থাকবে অনন্য। আর প্রতিটি মডেলর থাবে কিছু নিজস্ব বৈশিষ্ট্য।

চলুন জেনে নেই iPhon 15 এর কিছু বৈশিষ্ট্য,

১/ টাইটানিয়াম ফ্রেম

গত প্রতিটি iPhon মডেলে ইস্পাতের ফ্রেম ব্যবহার করলেও এবারে iPhon 15 মডেলে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম ফ্রেম।যা কিনা মরিচা রোধে খুবি কার্যকর। অ্যাপেল এ বিশেষ ফ্রেমের জন্য খরচ করেছে এক্সট্রা ডলার।

২/ ইউএসবিসি পোর্ট

প্রখ্যাত অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও  জানিয়েছেন যে, আইফোন ১৫ প্রো মডেলগুলিতে ইউএসবি-সি  পোর্টের দেখা মিলবে। হ্যান্ডসেটগুলি সম্ভবত ইউএসবি সাপোর্টযুক্ত হবে। এর দৌলতে ডিভাইসগুলিতে খুব দ্রুত ডেটা ট্রান্সফার করা যাবে।

৩/ মেমোরি

যানা গেছে iPhon 15 স্মার্ট ফোনে থাকছে ৮ জবির বিশাল মেমোরি । যেখানে গ্রাহকগন তাদের দৈনন্দিন জীবনের বিশাল একটা তথ্য জমা করে রাখতে পারবে।

৪/ ডিসপ্লে

iPhone 15 Pro  তে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে আর  iPhone 15 Ultra  থাকবে 6.5 ইঞ্চি  ডিসপ্লে ।

আইফোন ১৫ এ থাকছে ২৭ ওয়াটে চার্জিংয়ের সুবিধা

আইফোন ১৪ সিরিজের সর্বোচ্চ চার্জিং স্পিড ছিল ২০ ওয়াট। এবার আইফোন ১৫ এ ফাস্ট চার্জিংয়ের সুবিধা নিয়ে আসছে অ্যাপল। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৫ এ থাকবে ২৭ ওয়াটে চার্জিংয়ের সুবিধা। তবে ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেতে হলে একমাত্র অ্যাপল সার্টিফায়েড ইউএসবি-সি কেবলই কিনতে হবে ব্যবহারকারীদের।

আইফোন ১৫ দাম ২০২৩

এবারে iPhon 15 সিরিজের স্মার্ট ফোন গুলোর দাম গতবারের iPhon 14 সিরিজের মডেলের চেয়ে ২০০ ডলার বেশি হতে পারে ।কারন হিসেবে জানা গেছে বর্তমানে বিশ্বে মন্দাস্ফিতির কারনে সবকিছুর দাম বেরে গিয়েছে সেই সাথে রয়েছে পরিবহণ ভাড়া। এ সবমিলে এবারে iPhon 15 সিরিজের সকল মডেলের দাম একটু বেশি হতে পারে।

iPhon 15 Full Specifications

Disply Pixel Density 326 ppi
Performance Chipset:  Apple A17 Bionic
Camera Front camera: 12MP, Primary: 12 MP
Battery 42000 mAh
Network Support 2G, 3G, 4G, 5G
Releases Date September 2023

বন্ধুরা যারা আইফোন প্রেমিক রয়েছেন তাদের জন্য আশা করি পোস্টটি অনেক ভালো লেগেছে। এরকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।