খেলাধুলা

ওয়াডে বিশ্বকাপ ২০২৭ সাউথ আফ্রিকার স্কোয়াড, সময়সূচী & ভেন্যু

ওয়াডে বিশ্বকাপ ২০২৭ সাউথ আফ্রিকার স্কোয়াড

ওয়াডে বিশ্বকাপ ২০২৭ সাউথ আফ্রিকার স্কোয়াড! দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বিশ্বের চোকার্স নামে খ্যাত। কেননা তারা প্রতি বিশ্বকাপে অত্যন্ত শক্তিশালী দল প্রেরণ করার পরও বিশ্বকাপে তাদের পারফরম্যান্স সেরকম ভাবে চোখে পরেনা। কিন্তু বিশ্বকাপের বাইরে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে তারা যেকোনো প্রতিপক্ষকে খুব সহজে ঘায়েল করতে সক্ষম। সেটা নিজের দেশের মাটিতে অথবা বাইরের দেশের মাটিতে হোক। তারা বরাবরই বিশ্বকাপের মঞ্চে ব্যর্থ হওয়ার কারণে ক্রিকেট বিশ্বে তাদের নাম দেওয়া হয়েছে চোকার্স। যার অর্থ চরম ব্যর্থতার দল। সাউথ আফ্রিকার আরেকটি ডাকনাম হল প্রোটিয়া। তারা সর্বপ্রথম ১৯৮৯ সালে টেস্ট খেলার মাধ্যমে ক্রিকেট বিশ্বে পদার্পণ করে এবং ১৯০৯ সালে তারা প্রথম আইসিসির পূর্ণ মর্যাদা অর্জন করে।

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকার স্কোয়াড

  ব্যাটার

টেম্বা বাভুমা (অধিনায়ক),

জেরাল্ড কোয়েটজি,

রেজা হেনড্রিক্স,

ডেভিড মিলার,

রসি ফন ডার ডুসেন

উইকেট কিপার

হেইনরিখ ক্লাসেন,

কুইন্টন ডি কক,

অলরাউন্ডার

এইডেন মার্করাম,

মার্কো জানসেন,

কেশব মহারাজ,

বোলার

সিসান্দা মাগালা,

লুনগি এনগিদি,

এনরিখ নর্টজে,

কাগিসো রাবাদা,

তাবরাইজ শামসি,

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংখ্যা

দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলকে ইংরেজিতে সাউথ আফ্রিকা ন্যাশনাল ক্রিকেট টিম বলে ডাকা হয়ে থাকে। এর নিয়ন্ত্রক সংস্থার নাম ক্রিকেট সাউথ আফ্রিকা। এটি জোহানেসবার্গ গুটেং দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচের নাম রাসেল ডোমিঙ্গো এবং এর প্রধান মুখ্য নির্বাহী গ্রেইম স্মিথ।

দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেট ইতিহাস

দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নাম হচ্ছে ক্রিকেট সাউথ আফ্রিকা। যেটি  icc এর পূর্ণ মর্যাদা অর্জন করে ১৯০৯ সালে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অনেক আগে থেকেই টেস্ট ক্রিকেটের সঙ্গে জড়িত ছিল। তারা সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৮৯ সালে। এরপর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করে ১৯৯১ সালের ১০ই নভেম্বর ভারতের বিপক্ষে এবং সর্বশেষ t20 ম্যাচে অংশগ্রহণ করে ২০০৫ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিচে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ করা সকল ফরমেটের ম্যাচগুলোর একটি পূর্ণাঙ্গ লিস্ট দেওয়া হল। যেখানে মোট ম্যাচের সংখ্যা, জয়, পরাজয় এবং ড্র এর সংখ্যা তুলে ধরা হয়েছে।

   ম্যাচের ধরন      মোট ম্যাচ           জয়         পরাজয়            ড্র
টেস্ট ৪৪৯ ১৭১ ১৫৪ ১২৪
ওয়ানডে ৬৩৮ ৩৯১ ২২১ ৬ টা টাই, ২০ ফলাফল হয়নি
টি-টোয়েন্টি ১৪৭ ৮৫ ৬০ ১ টা টাই, ১ টা ফলাফল হয়নি

দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপ ইতিহাস

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপের বেশিরভাগ পর্বে সেমিফাইনাল এবং নকআউট পর্ব থেকেই বিদায় নেয়। ফলে বিশ্বকাপে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। তবে তারা সর্বপ্রথম ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদ অর্জন করতে সক্ষম হয়। নিচে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অর্জনগুলো তুলে ধরা হলো।

ওয়ানডে বিশ্বকাপ অর্জন

              সাল        সেমি-ফাইনাল     কোয়ার্টার ফাইনাল        প্রথম রাউন্ড
১৯৯২ ইংল্যান্ডের কাছে পরাজিত
১৯৯৬ ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত
১৯৯৯ অস্ট্রেলিয়ার কাছে পরাজিত
২০০৩ উত্তীর্ণ হতে পারেনি
২০০৭ অস্ট্রেলিয়ার কাছে পরাজিত
২০১১ নিউজিল্যান্ডের কাছে পরাজিত

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকার সময়সূচি ও ভেন্যু

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা সর্ব মোট আটটি ভ্যেনুতে খেলবে। নিচে দক্ষিণ আফ্রিকার সময়সূচী ও ভেন্যু দেওয়া হল।

             তারিখ              ম্যাচ               সময়              ভেন্যু
৭ অক্টোবর ২০২৩ দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা দুপুর ২ টা দিল্লী
১২ অক্টোবর ২০২৩ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ২টা লখনও
১৭ অক্টোবর ২০২৩ দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস দুপুর ২টা ধর্মশালা
২১ অক্টোবর ২০২৩ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সকাল ১০.৩০টা মুম্বাই
২৪ অক্টোবর ২০২৩ সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশ দুপুর ২টা মুম্বাই
২৭ অক্টোবর ২০২৩ পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা দুপুর ২টা চেন্নাই
০১ নভেম্বর ২০২৩ নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ২টা পুনে
০৫ নভেম্বর ২০২৩ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ২টা কলকাতা
১০ নভেম্বর ২০২৩ দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান দুপুর ২টা আহমেদাবাদ
১৫নভেম্বর ২০২৩ সেমি ফাইনাল ১ দুপুর ২টা মুম্বাই
১৬ নভেম্বর ২০২৩ সেমি ফাইনাল ২ দুপুর ২টা মুম্বাই
১৯ নভেম্বর ২০২৩ ফাইনাল দুপুর ২টা আহমেদাবাদ

 

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ টিকিট কাটার নিয়ম এবং সোশ্যাল সাইট ও টিকিটের মূল্য

ওয়ার্ল্ড কাপ মানেই যেন উন্মাদনা আর বিশেষ করে সকলের কাছে একটা প্রশ্ন জাগে কিভাবে এবং কত টাকা হতে পারে একটি বিশ্বকাপের টিকিটের মূল্য। ICC ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে যে কেউ চাইলে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর টিকিট সংগ্রহ করতে পারে। এছাড়াও বিভিন্ন Online platform যেমন বুক মাই শো, পেটিএম, পেটিএম ইনসাইডাস থেকে ক্রিকেট প্রেমিক ভক্তরা সংগ্রহ করতে পারবে এবারের বিশ্বকাপের টিকিট। এছাড়া ICC এবারের বিশ্বকাপের ৭০% টিকিট অনলাইনে ছাড়া ঘোষণা দিয়েছে এবং সীমিত সংখ্যক টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

এবারের বিশ্বকাপের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০০ রুপি থেকে ১০,০০০ রুপি। তবে ম্যাচ ও ভেন্যুর উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে টিকিটের দাম। (ওয়াডে বিশ্বকাপ ২০২৩ সাউথ আফ্রিকার স্কোয়াড)

বন্ধুরা ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকা কি পুনরায় তাদেরকে চোকার্স নামে উপস্থাপন করবে। আপনার কি মনে হয় অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং সাউথ আফ্রিকা কেন বারবার প্রতি বিশ্বকাপে চরম ব্যর্থতার মুখে পড়ে সে সম্পর্কে জানতে চাইলে আমাদের পরবর্তী পোস্টটি ফলো করুন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।