লাইফস্টাইল

চোখের পাতা কাঁপানো কোন রোগের লক্ষণ – আপনি জেনে নিন

চোখের পাতা লাফায় কেন

চোখের পাতা লাফায় কেন! অনেক সময় কাজের ফাকে দেখা দিতে পারে এই সমস্যা। কাজের ফাকে এই চোখের পাত কাঁপার জন্য আমরা মোটেই প্রস্তুত থাকি না । সে করণে অনেক অস্বস্তি হয়ে থাকে। এই সমস্যা কয়েকমিনিটের জন্য দেখা দিতে পারে আবার দীর্ঘস্থায়ী হতে পারে। শরীরের জন্য বেশি ক্ষতিকর না হলেও জেনে রাখা দরকার এটি কেন হয়।

এটি সাধারনত তিনটি কারণে হতে পারে। শারীরিক ,মানসিক, স্নায়বিক। এই তিনটির যে কোন একটি হলে চোখের পাতা লাফাতে পারে। তবে ডাক্তারদের মতে চোখের পাতা কাঁপানোর মূল কারণ হতে পারে ক্লান্তি। এ ছাড়াও মানসিক উদ্বেগ , ঘুম কম হওয়া , বেশি বেশি ধুমপান করা ,অনেকক্ষন ধরে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে এই সমস্যাটা হতে পারে।

চোখের পাতা লাফায় কেন ?

ডাক্তারদের মতে , সাধারনত কঠিন মানসিক চাপের মধ্যো দিয়ে গেলে বা ঘুম কম হলে শরীরে বিভিন্ন উপায়ে তার প্রকোপ দেখা দিতে পারে। চোখের পাতা লাফানোর এটায় উত্তম ক্রণ হতে পারে। আবার চোখে কোন প্রকার অ্যালার্জি থাকলে ,ধূমপান ,মদ্যপান বেশি বেশি করলে এই সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারি পরিভাষায় , এটিকে মায়োকেমিয়া বলা হয়। চিকিৎসকেরা বলে দিনে দুবার চোখ লাফানো স্বাভাবিক । কিন্তু এর বেশি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।

যে সব কারণে চোখের পাতা লাফায়:

  • ক্লান্তি
  • মানসিক চাপ
  • ক্যাফেইন
  • অ্যালকোহল গ্রহণ
  • ধূমপান
  • চোখের সংবেদনশীলতা ও
  • কিছু ঔষুধ , যেগুলো সাইকোসিস ও মৃগী রোগের চিকিৎসা করে।

স্নায়ুতন্তের ব্যাধির কারণে চোখের পাতা লাফায়:

  • পারকিনসন রোগ
  • মস্তিস্কের রোগ
  • একাধিক সেক্লরোসিস
  • পক্ষাঘাত
  • ট্যুরেটের সিন্ড্রোম ও
  • ডাইস্টোনিয়া।

কারও কারও ক্ষেত্রে এ সমস্যা সারাদিন , সপ্তাহ বা মাস ধরে চলতে পারে। এক্ষেত্রে তারা চোখের সংবেদনশীলতায় ভুগেন।

চোখের পাতা কাঁপানো থেকে মুক্তি পাওয়ার কারণ:

  • বেশি পরিমানে ঘুমাতে হবে
  • মানসিক চাপ মুক্ত থাকতে হবে
  • অতিরিক্ত চা ,কফি পান করা থেকে বিরত থাকতে হবে
  • ঘন ঘন ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে
  • শরীর এবং মনকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে।

চিকিৎসা:

এটি যদি শরীরের কোন সমস্যা মনে হয় সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। যেমন চোখে পানির পরিমান কম থাকলে কৃত্রিম অশ্রু জল দিয়ে চোখটিকে ভিজিয়ে রাখতে হবে। কোন কারণ ছাড়াই বারবার ফিরে এলে এবং চোখের আশেপাশে কোন রকমের সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। যে অংশে এই সমস্যা টা দেখা দেয় বেশি সেখানে বটুলিনাম টক্সিন নামের ইনজেকশন দিতে হবে। চোখের পাতা লাফায় কেন

এর বাইরে তাৎক্ষনিক স্বল্প সময়ের জন্য সমস্যা থেকে বের হয়ে এসে চিকিৎসকরা ক্লোনাজিপাম জাতীয় এন্টি এপিলপেটিক মেডিসিন অথবা লোরাজিপাম জাতীয় ঔষুধ দিয়ে থাকেন। ইনজেকশন , মেডিসিনে কাজ না হলে শেষ অপশন হলো অপারেশন করে সমস্যাটি দুর  করা দরকার।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।