ট্রাভেল

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪ টিকেট ও ভাড়ার নতুন আপডেট

চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক । আজকের পোস্টটি হতে যাচ্ছে,,,দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার নতুন আপডেট।। আপনি নিশ্চয়ই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ছুটির দিন, ভাড়ার তালিকা খুঁজছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনার প্রয়োজনীয় সকল তথ্য পাবেন এই পোস্টের মাধ্যমে। আপনার ভ্রমণ সহযোগী সকল তথ্য তুলে ধরব এখানে। নিরাপদ ভ্রমণের জন্য পুরো পোস্টটি পড়ে নিন।

দোলনচাঁপা এক্সপ্রেস সময়সূচী

আশা করি এসকল তথ্য জেনে রাখলে আপনি নিরাপদ ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল কারী একটি অন্তঃনগর ট্রেন। এটি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ট্রেন। এটি প্রথম যাত্রা শুরু করে ১৬ মার্চ ১৯৮৬ সালে। এটি অনেক আগের একটি ট্রেন।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে সান্তাহার যাত্রা করতে গড় সময় লাগে ৬ ঘণ্টা ১০ মিনিট। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে আসন বিন্যাস, ঘুমানোর ব্যবস্থা, খাদ্য সুবিধা, বিনোদনের সুবিধা, পেপার পত্রিকা পড়ার সুবিধা ইত্যাদি।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনি যদি দোলনচাঁপা এক্সপ্রেস এর মাধ্যমে সান্তাহার থেকে দিনাজপুর যাত্রা করতে চান তাহলে আপনাকে অবশ্যই সময়সূচী জানতে হবে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছাড়েন ১৩: ২০ মিনিটে এবং দিনাজপুর গিয়ে পৌঁছায় ২০ টা ১০ মিনিটে। একইভাবে দিনাজপুর থেকে ছাড়ে ৬ টা ০৫ মিনিটে। সান্তাহার গিয়ে পৌঁছায় ১২: ২৫ মিনিটে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহিক ছুটি রয়েছে। এই দিন ট্রেনটি চলাচল বন্ধ রাখেন। ছুটির দিনটি হচ্ছে রবিবার ।

স্টেশন ছুটির দিন ছাড়ায় সময় ও পৌছানোর সময় দেওয়া হলো:

সান্তাহার টু দিনাজপুর রবিবার ১৩ঃ২০ ২০ঃ১০
দিনাজপুর টু সান্তাহার রবিবার ০৬ঃ০৫ ১২ঃ২৫

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী দেওয়া হলো:
ভ্রমণ আনন্দদায়ক করার জন্য স্টেশন বিরতি ও সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্টেশন বিরতি মূলত ট্রেন ভ্রমণ কে আনন্দদায়ক করে তুলে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ৬ ঘণ্টা ১০ মিনিটের যাত্রায় ১৪ টি স্টেশনে বিরতি রাখেন।

স্টেশনের নাম ও বিরতির সময় নিচের দেওয়া হল;বিরতি স্টেশন নাম সান্তাহার থেকে (৭৬৭) দিনাজপুর থেকে (৭৬৮)
তালোড়া ১৩ঃ৫৫ ১২ঃ০০
বগুড়া ১৪ঃ১৭ ১১ঃ৩৫
সোনাতলা ১৪ঃ৫২ ১১ঃ০১
মহিমাগঞ্জ ১৫ঃ০২ ১০ঃ৫১
বোনারপাড়া ১৫ঃ১২ ১০ঃ৩৯
গাইবান্ধা ১৫ঃ৩৭ ১০ঃ১৪
বামনডাঙ্গা ১৬ঃ১০ ০৯ঃ৪৩
পীরগাছা ১৬ঃ৩০ ০৯ঃ২৫
কাউনিয়া ১৬ঃ৪৭ ০৮ঃ৫০
রংপুর ১৭ঃ২৯ ০৮ঃ১৪
বদরগঞ্জ ১৮ঃ০৫ ০৭ঃ৪৫
খোলাহাটি ১৮ঃ১৭ ০৭ঃ৩৫
পার্বতীপুর ১৮ঃ৪৫ ০৭ঃ০০
চিরিরবন্দর ১৯ঃ৩৩ ০৬ঃ৩৮

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা হলো

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভাড়ার বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন টিকিট আপনি, টিকিট কাউন্টারে গিয়ে ক্রয় করতে পারেন, অথবা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই টিকিট ক্রয় করতে পারেন। আসল বিভাগও টিকিটের মূল্য নিচে দেওয়া হল।

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫%ভ্যাট)
শোভন ১২০ টাকা
শোভন চেয়ার ১৪৫ টাকা
প্রথম বার্থ ২৯০ টাকা
স্নিগ্ধা ২৪০ টাকা
এসি সিট ২৯০ টাকা
এসি বার্থ ৪৩০ টাকা

দোলনচাঁপা এক্সপ্রেস পঞ্চগড় হতে সান্তাহার পর্যন্ত চলাচল করার সময় প্রায় 17 টি রেলওয়ে স্টেশন অতিক্রম করে। প্যান্টি যাত্রাপথে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এবং বগুড়া জেলা অতিক্রম করে তাই পঞ্চগড় হতে রংপুরগামী সকল জাতীয় ট্রেনটি ব্যবহারের জন্য সুবিধা পাবে।

আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস এর বর্ধিত যাত্রা বিরতি ও পরিবর্তিত বিস্তারিত সময়সূচি

দোলনচাঁপা এক্সপ্রেস পঞ্চগড় হতে সান্তাহার
৭৬৮/সান্তাহার গামী/ডাউন,
১. বিমুসিই, পঞ্চগড়, ছাড়বে ৬ঃ০০
২. নয়নীব্রুজ ছাড়বে ৬ঃ১১
৩. কিসমত ছাড়বে ৬ঃ২৩
৪. রুহিয়া ছাড়বে ৬ঃ৩৫
৫. ঠাকুরগাঁও ছাড়বে ৬ঃ৫৪
৬. পীরগঞ্জ ছাড়বে ৭ঃ৩৭
৭. সেতাবগঞ্জ ছাড়বে ৭ঃ৫৫
৮. দিনাজপুর ছাড়বে ৮ঃ৩৫
৯. চিরিরবন্দর ছাড়বে ৮ঃ৫৯
১০. পার্বতীপুর পৌছাবে ৯ঃ২০ ছাড়বে ৯ঃ৪০
১১. খোলাহাটি ছাড়বে ৯ঃ৫৩
১২. বদরগঞ্জ ছাড়বে ১০ঃ০৬
১৩. রংপুর পৌছাবে ১০ঃ৩০, ছাড়বে ১০ঃ৩৫
১৪. কাউনিয়া পৌছাবে ১১ঃ০০, ছাড়বে ১১ঃ২৫
১৫. পীরগাছা ছাড়বে ১১ঃ৪৩
১৬. বামনডাঙ্গা ছাড়বে ১২ঃ২৭
১৭. গাইবান্ধা ছাড়বে ১৩ঃ০৫
১৮. বোনারপাড়া ছাড়বে ১৩ঃ৪০
১৯. মহিমাগঞ্জ ছাড়বে ১৩ঃ৫১
২০. সোনাতলা ছাড়বে ১৪ঃ০২
২১. বগুড়া ছাড়বে ১৪ঃ৩৮
২২. তালোড়া ছাড়বে ১৫ঃ০৪
২৩. সান্তাহার পৌছাবে ১৬ঃ০০

সান্তাহার থেকে পঞ্চগড় পৌঁছাতে আপে ডাউনে সমান বিরতি কার্যকর থাকবে৭৬৭পঞ্চগড় গামী আপ

১. সান্তাহার ছাড়বে ১১ঃ০০
২. তালোড়া ছাড়বে ১১ঃ২৭
৩. বগুড়া ছাড়বে ১১ঃ৫৫
৪. সোনাতলা ছাড়বে ১২ঃ৩৯
৫. মহিমাগঞ্জ ছাড়বে ১২ঃ৫০
৬. বোনারপাড়া ছাড়বে ১৩ঃ০৫
৭. গাইবান্ধা ছাড়বে ১৩ঃ৪৫
৮. বামনডাঙ্গা ছাড়বে ১৪ঃ২০
৯. পীরগাছা ছাড়বে ১৪ঃ৪১
১০. কাউনিয়া পৌছাবে ১৫ঃ০০, ছাড়বে ১৫ঃ২০
১১. রংপুর ছাড়বে ১৫ঃ৪৭
১২. বদরগঞ্জ ছাড়বে ১৬ঃ১৫
১৩. খোলাহাটি ছাড়বে ১৬ঃ২৮
১৪. পার্বতীপুর পৌঁছাবে ১৬ঃ৪৫, ছাড়বে ১৭ঃ০৫
১৫. চিরিরবন্দর ছাড়বে ১৭ঃ২৭
১৬. দিনাজপুর ছাড়বে ১৭ঃ৫২
১৭. সেতাবগঞ্জ ছাড়বে ১৮ঃ২৮
১৮. পীরগঞ্জ ছাড়বে ১৮ঃ৪৬
১৯. ঠাকুরগাঁও ছাড়বে ১৯ঃ১৫
২০. রুহিয়া ছাড়বে ১৯ঃ৩৫
২১. কিসমত ছাড়বে ১৯ঃ৪৭
২২. নয়নীব্রুজ ছাড়বে ২০ঃ০০
২৩. পঞ্চগড় পৌঁছাবে রাত ২০ঃ২০ টা

দোলনচাঁপা এক্সপ্রেস দশটিতে মোট ৪৯৫ টি আসন আছে। এর মধ্যে ২৭ টি নন এসি প্রথম শ্রেণীর ১৮০ টি শোভন ও শোভন সাধারণ ২৮৮ টি।

বন্ধুরা এই ছিল আজকের পোস্ট।দোলনচাঁপা এক্সপ্রেস এবং অন্যান্য এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটটি ভিজিট করতে দেখতে পারেন । আর আজকের পোস্টটি সকল বিষয়ে তথ্য নেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটটি থেকে। বন্ধুরা আজকের পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।