বিপিএল চ্যাম্পিয়ন তালিকা! বন্ধুরা গেল বিপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা এখন পর্যন্ত মোট চারবার এই ট্রফি নিজেদের ঘরে নিয়েছেন। আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিপিএল ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত কোন দল কতবার এই ট্রফি নিজেদের ঘরে নিতে সক্ষম হয়েছে সেই বিষয়ে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিপিএলের ইতিহাস
বিপিএল সর্ব প্রথম ২০১২ সালে ৬টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল। যেখানে সর্বপ্রথম জয়ী হয়েছিল ঢাকা গ্লাডিয়েটরস এবং রানার আপ হয়েছিল বরিশাল বার্নার্স। এর পরের বছর বিপিএল আয়োজন করা হয় ৭টি দল নিয়ে সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্লাডিয়েটর এবং রানারা চিটাগাং কিংস। এভাবে পর্যায়ক্রমে বিপিএল ২০২৪ সাল পর্যন্ত ১০তম আসরে পদার্পণ করে। এখন পর্যন্ত বিপিএলে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো ,
১/ রংপুর রাইডার্স
২/ সিলেট স্ট্রাইকার্স
৩/ ফরচুন বরিশাল
৪/ কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৫/ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৬/ দুর্দান্ত ঢাকা
৭/ খুলনা টাইগার্স
৮/ রাজশাহী রয়্যালস
কিন্তু এ বছর সঙ্গত কারণে রাজশাহী রয়্যালস বিপিএলে অংশগ্রহণ করতে পারেনি। এই দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লা ভিক্টোরিয়ান্স চারবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে।
বিপিএলের মার্কেট ভ্যালু
শুরুতে যখন বিপিএল আয়োজন করা হয়েছিল তখন বিপিএল বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলোর দ্বিতীয়তম স্থান অর্জন করেছিল এবং পুরো বিশ্ব জুড়ে বিপিএল এর ব্যাপক চাহিদা ছিল। এমনকি তখন বিপিএলের আয় ছিল প্রায় ৩৩৮ কোটি টাকা। যা তখনকার সময় আইপিএলের পরের স্থানে ছিল। কিন্তু দিন দিন বিপিএলের নিম্নমানের কারণে এর জনপ্রিয়তা একদম তলানিতে নেমেছে। এর একটি বড় কারণ হলো প্রতি বছর বিপিএল তাদের ফ্রাঞ্চাইজি পরিবর্তন করে থাকে। এমনকি একটি দল নির্দিষ্ট করে খেলোয়াড়দেরকে ধরে রাখতে পারেনা। ফলে বর্তমানে বিপিএলের আয় দাঁড়িয়েছে ৫০ কোটিরও নিচে। যেখানে আইপিএলের বর্তমান মার্কেট ভ্যালু ১,১৫০ কোটি টাকা এবং বিবিএল এর মার্কেট ভ্যালু ২০০ কোটি টাকা।
বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট (২০১২-২০২৪)
বিপিএল ২০১২ থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ১০টি আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে সবচেয়ে বেশি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪বার এই ট্রফি নিজেদের ঘরে নিয়েছেন এবং ঢাকা নিয়েছে ৩বার ও অন্যান্য দলগুলো দুইবার ও একবার করে এই ট্রফি নিজেদের ঘরে নিতে সক্ষম হয়েছে। আজকে আমরা বিপিএল ২০১২ থেকে ২০২৪ চ্যাম্পিয়ন লিস্টের একটি পূর্ণাঙ্গ তালিকার নিচে তুলে ধরলাম।
সাল | মোট দল | বিজয়ী | রানার আপ |
২০১২ | ৬ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | বরিশাল বার্নারস |
২০১৩ | ৭ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | চিটাগাং কিংস |
২০১৫ | ৬ | কুমিল্লা ভিক্টোরিয়ানস | বরিশাল বুলস |
২০১৬ | ৭ | ঢাকা ডায়ানামাইটস | রাজশাহী কিংস |
২০১৭ | ৭ | রংপুর রাইডার্স | ঢাকা ডায়ানামাইটস |
২০১৯ | ৭ | কুমিল্লা ভিক্টোরিয়ানস | ঢাকা ডায়ানামাইটস |
২০২০ | ৭ | রাজশাহী রয়্যালস | খুলনা টাইগার্স |
২০২২ | ৬ | কুমিল্লা ভিক্টোরিয়ানস | ফরচুন বরিশাল |
২০২৩ | ৭ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | সিলেট স্ট্রাইকার্স |
২০২৪ | ৭ | – | – |
বন্ধুরা বিপিএলের জনপ্রিয়তা নিয়ে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং বিপিএল ২০২৪ সকল আপডেট পেতে আমাদের সাইটটি ফলো করে সঙ্গেই থাকুন।