তথ্য ও প্রযুক্তি

আপনার ব্যক্তিগত তথ্য চুরি করছে স্মার্টফোনের ৩৬ অ্যাপ

ব্যক্তিগত তথ্য চুরি

ব্যক্তিগত তথ্য চুরি! হ্যালো বন্ধুরা! বন্ধুরা আপনারা যারা এন্ড্রয়েড ফোন, কম্পিউটার ব্যবহার করেন তাদেরকে অবশ্যই সতর্ক হওয়া দরকার। বর্তমান সময়ে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের অ্যাপ এবং অ্যাপ্লিকেশন দ্বারা মানুষের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বা হ্যাকিং হচ্ছে কম্পিউটার ডিভাইস গুলো। এবং কি আপনার মূল্যবান কিছু ব্যক্তিগত তথ্য চুরি করছে, এইসব অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনাদের সাবধান করতেই আজকের এই পোস্টটি।

গোপনে গ্রাহকের তথ্য চুরি করে এমন ৩৬টি অ্যাপের সন্ধান মিলেছে প্লে স্টোরে

বিশেষ করে ব্যাংকিং তথ্য বা আপনার পাসওয়ার্ড সংক্রান্ত সকল তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, তথ্য পাচার রোধে যতদ্রুত সম্ভব এসব অ্যাপ স্মার্টফোন থেকে মুছে ফেলতে হবে, না হলে ভবিষ্যতে আপনাদের বড় দুর্ঘটনা বা সমস্যার মুখোমুখি হতে হবে।

অ্যাপগুলো ব্যবহারকারীদের অজান্তেই স্মার্টফোনে থাকা বিভিন্ন আর্থিক সেবার পাসওয়ার্ড সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে, তাই এইসব অ্যাপগুলো ব্যবহার করা বন্ধ করে দিন। ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলোর সন্ধান পেয়েছে ‘ডক্টর ওয়েব’থেকে।

বন্ধুরা আপনারা যারা dark web সম্পর্কে না জানেন একটু google এ সার্চ দিয়ে দেখতে পারেন এটি কি পরিমান ক্ষতিকারক ওয়েবসাইট। ম্যালওয়্যার থাকার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। আপনাদের ফোনে যদি এরকম কোন ম্যালওয়ার থাকে দ্রুত তার ডিলেট করে ফেলুন।

 পরিসংখ্যান বলছে সারা বিশ্বের প্রায় ১ কোটি মানুষ এই ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ডাউনলোড করেছেন প্রতিদিন

কমবেশি প্রায় ৩৬টি অ্যাপের কথা জানা গেছে।’সেগুলোকে নিচে আপনাদের দেখানো হলো

১/ফটো এডিটর: বিউটি ফিল্টার।
২/ফটো এডিটর: রিটাচ অ্যান্ড। কাটআউট
১/ফটো এডিটর: আর্ট ফিল্টার।
২/ ফটো এডিটর: ডিজাইন মেকার।
৩/ফটো এডিটর অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ইরেজার
১ /ফটো অ্যান্ড অ্যাক্সিফ এডিটর।
২/ ফটো এডিটর: ফিল্টার ইফেক্টস।
৩/ ফটো ফিল্টার অ্যান্ড ইফেক্টস।
৪/ফটো এডিটর: ব্লার ইমেজ।
৫/ ফটো এডিটর: কাট,পেস্ট।
৬/ ইমোজি কিবোর্ড: স্টিকার অ্যান্ড। জিআইএফ
১/ নিয়ন থিম কিবোর্ড।
২/ নিয়ন থিম অ্যান্ড্রয়েড কিবোর্ড।
৩/কেস ক্লিনার।
৪/ ফাস্টক্লিনার: কেস ক্লিনার।
৫/কল স্কিন- কলার থিমস।
৬/ ফানি কলার।
৭/ কলমি ফোন থিম।
৮/ ইনকল: কন্টাক্ট ব্যাকগ্রাউন্ড।
৯/ মাইকল-কল পারসনালাইজেশন।
১০/ কলার থিম।
১১/ ফানি ওয়ালপেপারস-লাইভ স্ক্রিন।
১২/ ৪কে ওয়ালপেপারস আউট চেঞ্জার।
১৩/ নিউস্ক্রিন: ৪ডি ওয়ালপেপারস।
১৪/ স্টক ওয়ালপেপারস অ্যান্ড। ব্যাকগ্রাউন্ডস
১৫/ নোটস- রিমাইন্ডার অ্যান্ড লিস্টস।

ধারণা করা হচ্ছে, গুগল প্লে স্টোরে এরকমই ক্ষতিকারক আরো কিছু কিছু অ্যাপ রয়েছে যা সনাক্ত করার কাজ চলছে। বন্ধুরা আপনারা যদি কোন অ্যাপ ইনস্টল করতে চান, তার আগে অ্যাপটি সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন অ্যাপটি আপনার জন্য ব্যবহারযোগ্য না অব্যবহারযোগ্য।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।