সাম্প্রতিক সময়ে দেশের মূল আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে SSC পরীক্ষা ২০২৩।করোনা মহামারীতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ১ বছর ধরে বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের উপর তার বিরুপ প্রভাব পড়ে।শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংক্ষিপ্ত সিলেবাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা গুলো নেওয়ার পদক্ষেপ নেয় সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে SSC ২০২৩ পরীক্ষা নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে।শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে স্বশরীরে পাঠদান করতে না পারার কারনে শিক্ষা মন্ত্রণালয় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।সংক্ষিপ্ত সিলেবাসের আদলে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক SSC ২০২৩ পরীক্ষার প্রশ্নের মানবন্টন,বিষয় নির্ধারণ,প্রশ্ন পত্রের সময়,ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়। মানবিক,বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার্থীরা যথাক্রমে বাংলা,ইংরেজি,গণিত,পদার্থ,রসায়ন,উচ্চতর গণিত, জীববিজ্ঞান,হিসাব বিজ্ঞান,ব্যবসায় উদ্যোগ,ফিন্যান্স ও ব্যাংকিং,বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা,ভূগোল ও পরিবেশ,পৌরনীতি ও নাগরিকতা,অর্থনীতি,গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা দেবে।
২০২৩ সালের SSC পরীক্ষা কবে হবে ? কত বিষয় হবে ? যা বলল শিক্ষা মন্ত্রী
শিক্ষা মন্ত্রী ড.দীপু মণি ১২ই জুন (রবিবার) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে আসন্ন SSC ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রয়োজনীয় সভা শেষে প্রেস ব্রিফিং- এ সাংবাদিকদের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করেন।প্রেরিত তথ্যানুযায়ী,গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে প্রায় সোয়া দুই লাখ।২০২৩ SSC ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সম্ভাব্য মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।চলতি বছর সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০ টি কেন্দ্রে SSC,দাখিল এবং SSC (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে যা ৯ টি সাধারণ শিক্ষাবোর্ড,মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ড স্বীকৃত।ব্রিফিং-এ আরও জানানো হয়,রুটিনে প্রকাশিত ২৫ শে জুনের পরীক্ষা ২৪ শে জুন নেওয়া হবে।
প্রচলিত নিয়মানুসারে ২টি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা SSC ও HSC যথাক্রমে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে নেওয়া হলেও করোনা মহামারীর প্রাদুর্ভাবে এবছর এই পরীক্ষাগুলো নির্ধারিত সময়ের মধ্যে নেওয়া সম্ভব হচ্ছে না।উল্লেখ্য যে,গত বছর পরীক্ষা নিতে না পারার কারণে HSC পরীক্ষার্থীদের অটোপাস দেয় সরকার।