24 ক্যারেট সোনার দাম! বন্ধুরা বর্তমান সময় প্রত্যেকটি দ্রব্য দাম বৃদ্ধি পাচ্ছে । তাই বন্ধুরা আজকের পোস্টটিতে জানাবো বর্তমানে সোনার দাম কি বাংলাদেশি বাড়ছে না কমছে এ বিষয়ে বিস্তারিত জানাবো এই পোস্টটিতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক-
Gold price in Bangladesh
বাংলাদেশ সোনার দাম : আপনারা সবাই সোনার দাম যুগযুগ ধরেই অন্যান্য সব কিছুর তুলনায় অনেক বেশী থাকে। আর আমরা সবাই জানি ওয়ার্ল্ডের প্রায় সকল দেশেই অন্যতম দামী এবং মূল্যবান বস্তু হল সোনা তাই এই পোস্টে. আজকে প্রথম আলোর নতুন খবর অনুযায়ী ২২ ক্যারেটের সোনার দাম =১,১০,৬৯১ টাকা বিডি টাকা(22 Carat gold price 1,110,691 BDT)
আমরা সব সময় সোনার দাম পরিবর্তন হওয়ার সাথে সাথেই এই পোস্টটির সোনার দাম আপডেট করে থাকি তাই নির্দিধায় এই পোস্টটি সম্পূর্ণ পড়তে পারেন এবং আপনি শেয়ারও করতে পারেন।তাই সকল দেশের লোকদের মতো বাংলাদেশের মানুষের ও সোনার দাম কত, এটা পতে ঘাটে বাজারে বন্দরে আমরা একে অন্যেকে জিঙ্গাসা করে থাকি, এবং আমাদের সকলের মধ্যে এটির (Gold price in Bangladesh) দাম নি জানার অনেক আগ্রহ থাকে এটি আপনি সব সময় সবার কাছে শুনতে পাবেন।
22 ক্যারেট সোনার দাম
বাংলাদেশ ২২ ক্যারেটের স্বর্ণ বেশি কেনাবেচা হয় এবং সারা বিশ্বে এই প্রকারের সোনা খুব বেশি জনপ্রিয়। ২২ ক্যারেটের স্বর্ণের পিউরিটি 91.60% বাজারে। আপনারা জানেন স্বর্ণের দাম প্রতিনিয়ত ভাড়ে কমে সর্বশেষ যে দাম যেটি হয় এ দাম অনুসারে ক্রয় বিক্রিয় হয় তাই বর্তমানে এই ক্যারেটের সোনার দাম, ১,১০,৬৯১ টাকা। আজকের নতুন দাম হিসেবে ২২ ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে ১,১১০,৬৯১ টাকা।
২১ ক্যারেট সোনার দাম
এই ক্যারেটের সোনা ২২ ক্যারেটের সোনার চেয়ে একটু কম তবে ২১ ক্যারেটের সোনাও অনেক ভালো এবং এর পিউরিটি হচ্ছে ৮৭.৫০% এবং এই ধরনের সোনার দাম ১,০৫,৬৭৬ বাংলাদেশি টাকা। বর্তমানে বাজারে ২১ ক্যারেট সোনার দাম অনেক বেরেছে আর এই ২১ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে ১,০৫,৬৭৬ টাকা। আপনাদের যাদের বাজেট একটু কম তারা ২১ ক্যারেট এর সোনা কিনতে পারেন অবশ্যই অনেক ভালো হবে।
১৮ ক্যারেট সোনার দাম
এই প্রকারের সোনা সবাই কেনার মোটামুটি ক্ষমতা থাকে কারণ আমাদের মাঝে অনেকেই আছে 22,21,24, ক্যারেটের সোনা কেনা অনেক কস্টকর তাদের জন্য ১৮ ক্যারেটের সোনা কেনা অনেক সহজ হবে এবং এই প্রকারের সোনার মান অনেক ভালো এবং এর পিউরিটি মোটামুটি ৭০% আর এই ক্যারেট স্বর্ণের দাম পড়বে, ৯০,৫৭১ বাংলাদেশী টাকায়। এই প্রকারের সোনা সনাতন পদ্ধতিতে মাধ্যমে বিক্রি করা হয় থাকে সনাতন পদ্ধতিতে সোনার দাম হবে ৮৬,৪৫৭ টাকা। বর্তমানে বাজার মূল্য হিসেবে ১৮ ক্যারেট স্বর্ণের পিউরিটি হচ্ছে ৭০.০০% এবং ১৮ ক্যারেট সোনার দাম ৯০,৫৭১ টাকা।
সোনা ধরন –বাংলাদেশে ক্যারেট অনুযায়ী লোকেরা সোনার দাম জিজ্ঞেস করে থাকে। আর এই ক্যারেট অনুযায়ী স্বর্ণের দামও হয়ে থাকে যদিও আমরা ভরি হিসেবে দাম করে থাকি আর সোনা ভরি হিসেবে আমাদের দেশে বেশি প্রচলিত। এবং সোনার সর্বমোট চার ধরনের ক্যারেট হয়ে থাকে।
২৪ ক্যারেটের সোনার
২২ ক্যারেটের সোনার
২১ ক্যারেট সোনার
১৮ ক্যারেট স্বর্ণের
আমাদের দেশে ভরি হিসেবে বেশী কেনাবেচা হয় স্বর্ণ। আর ২২ ক্যারেটের সোনা বাংলাদেশের মধ্যে বেশি চলে থাকে। তবে সবচেয়ে মূল্য বেশি হল ২৪ ক্যারেটের সোনার এ প্রকারের সোনার মধ্যে কোন প্রকার খূত পাবেন না। আমাদের দেশে যেহেতু ২২ ক্যারেট বেশি চলে তাই তা নিয়ে আলোচনা করব।
১ আনা সোনার দাম কত বাংলাদেশে-১ আনা সোনার দাম কত বাংলাদেশে জুয়েলারি সমিতি নির্ধারিত দাম অনুযায়ী এক আনা সোনার দাম বাংলাদেশে আজকে টাকায় ২২ ক্যারেট সোনার ১ আনার মূল্য ৬,৯১৮ টাকা ২১ ক্যারেট সোনার ১ আনার মূল্য ৬,৬০৪ টাকা ১৮ ক্যারেট সোনার ১ আনার ৫,৬৬০ মূল্য টাকা এবং পুরাতন সোনার ১ আনার মূল্য ৫২০০ টাকা মাত্র .
এক নজরে সোনার দাম
২২ ক্যারেটের সোনার দাম = ১,১০,৬৯১ বিডি টাকা।
২১ ক্যারেটের সোনার দাম = ১,০৫,৬৭৬ বিডি টাকা
১৮ ক্যারেটের সোনার দাম = ৯০,৫৭১ বিডি টাকা
১ ভরি সোনার দাম কত বাংলাদেশে
1 Vori Gold Price 2023 Bangladesh স্বর্ণ ভরি হিসাবে যেহেতু বাংলাদেশের মধ্যে অনেক পরিচিত তাই আমাদের সোনার দাম ভরি হিসাবে ও জানা উচিত নিচে ভরি হিসাবে সোনার দাম কত দেওয়া হল। (24 ক্যারেট সোনার দাম)
২২ ক্যারেটের সোনার প্রতি ভরি = ১,১০,৬৯১ টাকা টাকা (সোনা প্রতি ভরি ৯৪,৫৬৪ টাকা সনাতন পদ্ধতিতে) ।
২১ ক্যারেটের সোনার প্রতি ভরি = ১,০৫,৬৭৬ টাকা (স্বর্ণ প্রতি ভরি .৯০,৭১৪ টাকা সনাতন পদ্ধতিতে) ।
১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি = ৯০,৫৭১ টাকা (স্বর্ণ প্রতি ভরি ৮৫,১৬৭ টাকা সনাতন পদ্ধতিতে) ।
সোনার হিসাব কিভাবে করে?
সোনার একদম সঠিক ভাবে হিসাব আমাদের মাঝে কেউ জানে না তাই একটু হিসাব টি জেনে নিন।
বাংলাদেশে এ হিসেব ব্যবহার করা হয়
এক ভরি = ১৬ আনা
এক ভরি = ৯৬ রতি
এক আনা = ৬ রতি
বাহিরে দেশের মানুষেরা যেভাবে স্বর্ণের হিসাব করে আউন্স হিসেবে করে থাকে
এক আউন্স = ২.৪৩০৫ ভরি
এক আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম
এক ভরি = ০.৪১১৪৩ আউন্স
এক ভরি = ১১.৬৬৩৮ গ্রাম
বাংলাদেশে প্রতি আনা সোনার দাম ২০২৩:
সোনার পরিমাণ | ২২ ক্যারেট (দাম) | ২১ ক্যারেট (দাম) | ১৮ ক্যারেট (দাম) |
১ আনা সোনার দাম | ৬৯১৮ টাকা | ৬৬০৪ টাকা | ৫৬৬০ টাকা |
২ আনা সোনার দাম | ১৩৮৩৬ টাকা | ১৩২০৮ টাকা | ১১৩২০ টাকা |
৩ আনা সোনার দাম | ২০৭৫৪ টাকা | ১৯৮১২ টাকা | ১৬৯৮০ টাকা |
৪ আনা সোনার দাম | ২৭৬৭২ টাকা | ২৬৪১৬ টাকা | ২২৬৪০ টাকা |
৫ আনা সোনার দাম | ৩৪৫৯০ টাকা | ৩৩০২০ টাকা | ২৮৩০০ টাকা |
22 ক্যারেট সোনার দাম আজ কত?
বাংলাদেশ ২২ ক্যারেটের স্বর্ণ বেশি ক্রয়-বিক্রয় সমগ্র বিশ্বে এই ধরণের সোনা খুব বেশি জনপ্রিয়। ২২ ক্যারেটের সোনার পিউরিটি প্রায় ৯১.৬০% মার্কেটে। আপনার জানেন স্বর্ণের মূল্য প্রতিদিনই কম-বেশি হয়ে থাকে। তাই এই লেখাটি পড়ে জানতে পারবেন সর্বশেষ সোনার আপডেট মূল্য সম্পর্কে।