এই প্রথম Ambrane Aerosync PB-10 ফাস্ট চার্জিংয়ের ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ হবে আপনার ফোন। আসলে এই কোম্পানির পণ্যটি একটু অন্যরকম হতে চলেছে এই কোম্পানি পাওয়ার ব্যাংকগুলোতে ফাস্ট চার্জিং টেকনোলজি বা ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করা হয়েছে।
যা সাধারণ ফোনের চার্জ হতে সময় লাগে দু ঘন্টা তিন ঘন্টা কোম্পানি কেলেম করছে এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনার ফোনটি এক ঘন্টা ৪৫ মিনিট এর মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন।।। তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক-
Ambrane Aerosync PB-10 পাওয়ারব্যাঙ্কের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন
অ্যামব্রেন কোম্পানি বাজারে এনেছে একটি নতুন পাওয়ার ব্যাংক। ১০ হাজার এমএএইচ ব্যাটারি যুক্ত এই পাওয়ার ব্যাংকটি কতটা শক্তিশালী, তা আন্দাজ করতে খুব একটা অসুবিধা হবে না।
এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল অন্যান্য পাওয়ার ব্যাংকের তুলনায় এটি প্রায় ৫০ শতাংশ দ্রুত মোবাইল চার্জ করতে সক্ষম।এই পাওয়ার ব্যাংকে USB টাইপ-সি পোর্ট রয়েছে। যার মাধ্যমে মোবাইলেও যেমন চার্জ করা যায়, তেমনই ব্যাংকটিও চার্জ করা যাবে। এছাড়াও থাকছে ডুয়াল USB পোর্ট।
যার মধ্যে একটি মাইক্রো-ইউএসবি। অত্যন্ত দ্রুত চার্জ হওয়ায় আপনার মোবাইলটি কিছুক্ষণের জন্য চার্জ করলেও আর তা বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা থাকে না। প্রায় সব ধরনের ফিচার ফোন এবং স্মার্টফোনই চার্জ করা যাবে এই অ্যামব্রেন পাওয়ার ব্যাংকের সাহায্যে।
মোবাইল অ্যাক্সেসরিজের বাজারে নিজেদের সম্প্রসারত করার লক্ষ্যে Ambrane সংস্থা ভারতে উন্মোচন করল তাদের নতুন পাওয়ারব্যাঙ্ক, যার নাম Aerosync PB-10। এই মাল্টিপারপাস পাওয়ারব্যাঙ্কটি ১৮ ওয়াট টু-ওয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে, যা ঝামেলাবিহিন ওয়্যারলেস ষেবা প্রদান করতে সক্ষম।
চলুন দেখা ন যাক নতুন Ambrane Aerosync PB-10 পাওয়ারব্যাঙ্কের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন। সহজেই ফোন চার্চ দিন যেখানে মন সেখানে।
Ambrane Aerosync PB-10 পাওয়ারব্যাঙ্কের মূল্য ও সহজ লভ্যতা সম্পর্কে জানা যাক- ভারতের বাজারে অ্যামব্রেন অ্যারোসিঙ্ক পিবি ১০ পাওয়ারব্যাঙ্কের মূল্য ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন ব্ল্যাক কালারের এই পাওয়ারব্যাঙ্ক। এর সাথে পাওয়া যাবে ৩৬৫ দিনের ওয়্যারেন্টি আছে বলে জানা যায়।
Ambrane Aerosync PB-10 পাওয়ারব্যাঙ্কের স্পেসিফিকেশন
নতুন অ্যামব্রেন অ্যারোসিঙ্ক পিবি ১০ পোর্টেবল পাওয়ারব্যাঙ্কের ভূমিকা প্রসঙ্গে বলতে গেলে এটি সিমলেস এক্সপেরিয়েন্স অফার করবে। তাছাড়া এর সাথে দেওয়া হচ্ছে একটি ব্যাক হোল্ডার একদম ফ্রি ।
চার্জিংয়ের সময় যার ওপর ডিভাইসটিকে রাখা যাবে বলে জানা যায়। এমনকি এতে রয়েছে ম্যাগ সেফ টেকনোলজি, ননস্টিক ওয়্যারলেস চারজিং সার্ভিস এবং শক্ত ম্যাগনেটিক গ্রিপ ।
ফলে হাত থেকে বা কোনো উঁচু জায়গা থেকে পিছলে না যাওয়া বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। শুধু তাই নয়, পাওয়ারব্যাঙ্কটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পাওয়ারব্যাঙ্কটির ব্যাটারি চার্জ সম্পর্কে
এবার আলোচনা করা যাক প্রসঙ্গে। এতে দেওয়া হয়েছে ১০,০০০ লিথিয়াম পলিমার ব্যাটারি। সাথে থাকছে ১৫ ওয়াট এবং ২২.৫ ওয়াট কিউসি/পিডি আউটপুট।
আবার অ্যামব্রেন অ্যারোসিঙ্ক পিবি ১০ পোর্টেবল পাওয়ারব্যাঙ্কে ওয়্যারলেস এবং ওয়্যার্ড উভয় চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। তাছাড়া এটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটে যেকোনো স্মার্টফোন ৫০% চার্জ দেওয়া সম্ভব।
তদুপরি ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে পাওয়ারব্যাঙ্কটি ৩ ঘন্টা ১০ মিনিটে নিজে পুরোপুরি চার্জ হয়ে যাবে। এমনকি ইউএসবি টাইপ সি পোর্ট সমর্থনকারী যে কোনো ডিভাইস পাওয়ারব্যাঙ্কটির মাধ্যমে চার্জ দেওয়া যাবে । সেইসঙ্গে এটি স্পেশাল মাল্টি লেয়ার চার্জিং প্রটেকশন টেকনোলজি সাপোর্ট করায় যেকোনো ধরনের চার্জের সময় সুরক্ষিত থাকবেডিভাইসটি চার্জ করার সময় স্মার্টফোনটিকে যথাস্থানে রাখতে একটি ব্যাক হোল্ডার সমর্থন বৈশিষ্ট্যযুক্ত।
এটি মসৃণ, পোর্টেবল, এবং একটি বিরামহীন বেতার অভিজ্ঞতার জন্য নির্মিত। নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করার জন্য, এটি ম্যাগ-সেফ প্রযুক্তি, একটি নন-স্কিড ওয়্যারলেস চার্জিং পৃষ্ঠ এবং একটি শক্তিশালী চৌম্বকীয় গ্রিপ অন্তর্ভুক্ত করে।
শুধু তাই নয় চার্জিং এবং ডিসচার্জিং চিপ থাকায় অতিরিক্ত চার্জের কোনও সম্ভাবনাও থাকছে না। ওভার ডিসচার্জ, ওভার ভোল্টেজ, কারেন্ট লিকেজ, শর্ট সার্কিট এবং ওভার পাওয়ার প্রোটেকশন সিস্টেম পাওয়ার ব্যাংকটিকে করে তুলেছে অত্যাধুনিক। সেই সঙ্গে এর রাবারাইজড ফিনিশ একে দেখতে আরও আকর্ষণীয় করে তুলেছে।
দাম? আপনার নাগালের মধ্যেই। মাত্র ২৪৯৯ টাকা দিলেই হাতে পাবেন নয়া পাওয়ার ব্যাংক। সামনেই পুজো। ছবি, ভিডিও তোলা থেকে গুগল সার্চ- সবকিছুর পরিমাণই বাড়বে। তাই পুজো পরিক্রমায় অ্যামব্রেন পাওয়ার ব্যাংককে সঙ্গী করে নিতেই পারেন।