তথ্য ও প্রযুক্তি

Google Pixel 7A সিরিজ দাম ২০২৪ সাথে অসংখ্য ফিচার

Google Pixel 7A দাম

Google Pixel 7A দাম! বিশ্বের যেকয়েটি স্মার্টফোন নির্মাতা কোম্পানি রয়েছে তার মধ্যে গুগোল অন্যতম।  এ টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি  লঞ্চ করল তাদের নতুন গুগোল পিক্সেল সিরিজের আরেকটি স্মার্টফোন।

গুগোল বেশ কয়েক বছর ধরেই স্মার্টফোন জগতে নিয়ে আসছে নিত্য নতুন আঙ্গিকে ও বিশেষ ক্যামেরা সম্পূর্ণ স্মার্টফোন। যে ফোনগুল মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবং মানুষক এ ফোন সম্পর্কে জানার জন্য অপেক্ষায় থাকে।

তারই ধারাবাহিকতায় এবার গুগল নিয়ে আসলো Google Pixel 7A । ভারতের বাজারে ইতোমধ্যেই ফোনটি লঞ্চ করা হয়েছে। বাংলাদেশেও আসছে খুব শীঘ্রই। যারা টেক জায়ান্ট গুগল ভক্ত আজকের পোস্ট টি  শুধু তাদের জন্য। তাহলে চলুন কথা না বারিয়ে জেনে নেই Google Pixel 7A সিরিজের ফোনটি সম্পর্কে।

গুগোল অনেকদিন থেকেই ঘোষণা দিয়ে আসছিল যে Google Pixel 6a সিরিজের ফোন এর চেয়েও আরো অ্যাডভান্স টেকনোলজি ও ক্যামেরা সম্পূর্ণ ফোন নিয়ে আসবে। এ ফোনটিতে থাকবে স্মার্ট সেন্সর সহ ব্যবহারকারীদের সকল সুজক  সুবিধা।

Google Pixel 7A সিরিজের দাম

বরাবরি গুগোলের স্মার্টফোন গুলর দাম বেশি হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয় Google Pixel 7A সিরিজের দাম নির্ধারণ করা হয়েছে 499 ডলার। নিচে কয়েকটি দেশে Google Pixel 7A দাম দেওয়া হল।

Country Price
Bangladesh 55,500 Tk
India 43,999 Rs
Saudi Arabia 2,117 SAR
Kuwait 175 KWD
America 499 Dolar

ক্যামেরা

এবার Google Pixel 7A সিরিজের  ক্যামেরা হবে আরও উন্নত। থাকবে ৬৪ মেগাপিক্সেল সনি MI এক্স ৭৮৭ সেন্সরযুক্ত ক্যামেরা। এতে থাকবে OIS এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ফ্রন্টে থাকতে পারে ১০.৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি

গুগল জানিয়েছে তাদের নতুন মডেলের ফোনটিতে থাকবে ৪৪০০ এম্পিয়ার ব্যাটারী। যা একবার  চার্জ হয়ে গেলে 24 ঘন্টা পর্যন্ত কাজ করা যাবে। ব্যাটারি সেভার একবার অন করার পর ৭২ ঘণ্টা আপনাকে ব্যাকআপ দিতে পারবে।

কালার

জানা গেছে Google Pixel 7A ফোনটি ৩ টি  কালারে পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে থাকবে সিঙ্গেল এবং ডুয়েল সেবাসহ  ইলেকট্রিক সিম সার্ভিস ।

Google Pixel 7A ফ্লিপকার্ট এ বিক্রি

 Google Pixel 7A সিরিজের গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার রেখেছে ফ্লিপকার্ড। কোন গ্রাহক যদি Google Pixel 7A   সিরিজের ফোনটি ফ্লিপকার্ট এর মাধ্যমে ক্রয় করে তাহলে অফিসিয়াল মূল্যের চেয়ে ৪ হাজার টাকা ছার পাবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ।

ফ্রি ইউটিউব

গুগোল কর্তৃপক্ষ জানিয়েছে যারা Google Pixel 7A ফোনটি ব্যবহার করবে তারা তিন মাস ফ্রি ইউটিউব প্রিমিয়াম সহ গুগোল ওয়ান ১০০জিবি সাবস্ক্রিপশন পাবে।

Google Pixel 7A Full Details

Price 499 Dolar
Camera 64 Mp
Battery 4400 mAh
RAM & ROM  8/128
Color Arctic Blue, Carbon, Cotton.

এছাড়া ফোল্ডেবল ফোনের জগতে প্রথমবারের মতো প্রবেশ করতে যাচ্ছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি গুগোল। পিক্সেল সিরিজের নতুন সংযোজন হতে যাচ্ছে এটি। যেখানে থাকবে ৪৮ মেগাপিক্সেলর বিশাল ক্যামেরা। পিক্সেল সিরিজের নতুন ফোল্ডেবল ফোনের দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা। ক্যালিফোর্নিয়ার মাউন্ট বিয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের আয়ু সম্মিলনে আসতে পারে এ ঘোষণা।

এই সম্মেলনে বরাবরের মতো নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং পূর্ণ বাজারে ছাড়ার ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। গতবছরের সম্মেলনে গুগোল পিক্সেল ট্যাবলেট নিয়ে ধারণা দেওয়া হলেও কিছু যানায়নি গুগোল। ধারণা করা হচ্ছে এবারের সম্মেলনে উন্মুক্ত করতে পারে ট্যাবলেটটি। পাশাপাশি ঘোষণা আসতে পারে গুগল পিক্সেল ওয়াজ ২ এর।

গতবছর সম্মেলনে গুগোল পিক্সেল ওয়াজ উন্মোচন করা হয়। তারই ধারাবাহিকতায় এবার আসতে পারে গুগোল পিক্সেল ওয়াজ টু। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা চ্যাট জিপিটি নিয়ে আসতে পারে নতুন ঘোষণা। এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য io.google স্লাশ ২০২৪ স্লাশ এই ঠিকানায় নিবন্ধন করে জমকালো গুগোল ডেভলপার সম্মেলনে যোগ দিতে পারেন।

বন্ধুরা এই ছিল আজকের পোস্টটি । যারা টেক জায়ান্ট গুগোলের ফ্যান আশা করি তাদের কাছে পোস্টটি অনেক ভাল লেগেছে। গুগোল সম্পর্কের নিত্য নতুন পোস্ট পেতে আমাদের সঙ্গে থাকুন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।