তথ্য ও প্রযুক্তি

বাজার কাঁপাচ্ছে iPhone 14 সাথে বিশাল ডিসকাউন্ট

iPhone 14 price

iPhone 14 price! হ্যালো বন্ধুরা, আজকের এই পোস্টটি হবে iphone 14 সম্পর্কে। অ্যাপল কোম্পানি এই ফোনে কি কি দিচ্ছে আর কি কি ফিউচার থাকছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই পোস্টটিতে তাই বন্ধুরা পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন স্কিপ না করে।

আইফোন ১৪ প্রথম ঝলক্

শুরু থেকেই মোবাইল ফোনের দুনিয়ায় কাঁপাচ্ছে অ্যাপলের আইফোন । একের পর এক আইফোন নিয়ে হাজির হচ্ছে নির্মাতা সংস্থাটি, যা সারা বিশ্বে প্রচুর সাড়া ফেলেছে।

স্মার্টফোনের দুনিয়ায় আইফোন একটি বড় স্থান দখল করে আছে। এত দামি ফোন হওয়া সত্বেও আইফোনের ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। সারাবিশ্বে রয়েছে এর ব্যবহারকারী রয়েছে।অ্যাপেল কোম্পানি ওয়েবসাইট থেকে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৪ সিরিজের ৪টি নতুন ফোন।

এ নিয়ে আইফোন গ্রাহকদের উন্মাদনার শেষ নেই। আরো নতুন নতুন ফিচার থাকছে এই ফোনটিতে । এর মধ্যেই ফাঁস হলো আইফোন ১৪ এর প্রথম ঝলক্ । সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় বিষয়টি ‘ট্রেন্ডিং’ ইস্যুতে পরিণত হয়। যা পুরো ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে যদিও আইফোন ১৪ বাজারে আসা নিয়ে বেশ শঙ্কা ছিল।

iPhone 14 ফাঁস হওয়া লুক-ফাঁস হওয়া লুক নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ । ধারণা করা হচ্ছে, আইফোনের ১৪ সিরিজের ডিজাইনে বড়সড় কোন পরিবর্তন হয়নি ।

তবে নতুন মডেলে হোল পাঞ্চের সঙ্গেই ডিসপ্লেতে পিল ডিজাইন থাকছে অন্যরকম । এবার অন্যসব বারের মতো আইফোন মিনি থাকছে না, জানা গেছে তাদের ওয়েবসাইট থেকে। শুধু আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স বাজারে আসছে চলেছে ।

ফলে প্রথমিক ভাবে আপনাকে হতাশ করতে পারে আইফোন ১৪ ।জানা গেছে, আইফোন ১৩ এর মতোই আইফোন ১৪ সিরিজে এ ১৫ বায়োনিক চিপ ব্যবহার করছে অ্যাপেল, জানা গেছে তাদের ওয়েবসাইট থেকে । যদিও বিষয়টি নিয়ে এখনও চুপ অ্যাপেল কোম্পানি ।

ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন মিউজিক –ফাঁস হওয়া ফুটেজে দেখা গেছে, অনেক ফিচার সমৃদ্ধ একটি ফোন হবে। আইফোন ১৪ এর ডিসপ্লের উপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নীচে সেলফি ক্যামেরা কাট আউট রয়েছেএছাড়াও পাশে রয়েছে আরও একটি কাট আউট ।

ধারণা করা হচ্ছে সেখানে ফেইস আইডি সেন্সর থাকতে পারে ।ডিসপ্লের পাশে পাতলা বেজেল থাকছে । ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন মিউজিক । এই ফোনের ডান দিকে পাওয়ার বাটন থাকতে পারে। আর এর বাটনের মধ্যে অসাধারণ কিছু ফিচার লক্ষ্য করা যাব।

আইফোন ১৪ -এর পেছনে তিনটি ক্যামেরা-ছবিতে আইফোন ১৪ -এর পেছনে তিনটি ক্যামেরা দেখা গেছে, এই ফোনটির ক্যামেরা ডিএসএলআর ক্যামেরার ফ্রিকুয়েন্সিক লেন্সের মতো দেখা গেছে। যদিও এই ফোনের ক্যামেরার স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। অন্যান্য মডেলের মতোই ফোনের পেছনে কোম্পানির লোগো দেখা যাবে। ফোনের বাঁ দিকে ভলিউম বাটনের নীচে থাকবে সিম ট্রে । তারপর অ্যাপল কোম্পানি এই ফোনটিতে আরো নতুন কিছু দেওয়ার চিন্তাভাবনা করছে।এই ফোনটি ব্যবহারকারী টি অন্য লেভেলের মজা পাবে বলে ধারণা করা হচ্ছে । ছবিতে আইফোন ১৪-এর নীচে স্পিকার গ্রিল দেখা গেছে । এই ফোনের ডুয়েল স্টিরিও স্পিকার সিস্টেম দিতে পারে অ্যাপেল।

বন্ধুরা এই ছিল আজকের আইফোন ১৪ এর ভবিষ্যৎবাণী। আসলে ফোনটির কিছু ফুটেজ ফাঁস হওয়ার কারণে এসব বিষয় জানা গেছে। আর এখন কোম্পানি ওয়েবসাইট থেকে আমরা এইসব তথ্য আপনাদের জানিয়েছি। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।