IPL এর সবচেয়ে দামি খেলোয়াড় কে ২০২৪! বন্ধুরা দুবাইয়ের অভিজাত হোটেলে হয়ে গেল আইপিএল ২০২৪ এর মিনি নিলাম। যেখানে দলগুলো সর্বশেষ দলের প্রয়োজনে খেলোয়াড়দের দলে ভিরিয়েছে।
আর এই মিনি নিলামে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় এখন মিচেল স্টার্ক। যাকে কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিরিয়েছে। যা আইপিএল ট্রফির দামকে ছাড়িয়ে গিয়েছে। বন্ধুরা আমরা অনেকেই জানি আইপিএল ট্রফির জন্য বিসিসিআই প্রতিবছর একটি নির্দিষ্ট সংখ্যক এমাউন্ট দিয়ে থাকে।
যা এ বছরের জন্য ৪৬.৫ কোটি রুপি ঘোষণা করা হয়েছে। আর এখান থেকে বিজয়ী দল পাবে ২০ কোটি রুপি। সেদিক বিবেচনা করলে মিচেল স্টার্কের দাম আইপিএল ট্রফির দামের চেয়েও অনেক বেশি। কলকাতা মূলত এত দাম দিয়ে মিচেল স্টার্ককে দলে বিড়ানোর মূল কারণ, গত বছর তারা একজন ফাস্ট বোলারের অভাব লক্ষ্য করেছে।
কেননা দলটি প্রতিপক্ষকে অনেক বেশি পরিমাণে টার্গেট দিলেও বোলারের কারণে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হারতে হয়েছে। আর এ কারণেই দীর্ঘ আট বছর পর আইপিএলে নাম লেখানো অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ককে তারা দলে ভিরিয়েছে।
এবারের নিলামে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জয়জয় কার
IPL এর সবচেয়ে দামি খেলোয়াড় কে ২০২৪ আমরা বরাবরই শুনে আসছি ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে যখন অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া মুখোমুখি হয় তখন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ইন্ডিয়ান ক্রিকেটারদের প্রতি নমনীয় ব্যবহার করে। আর এর মূল কারণ হিসেবে বলা হয়েছে আইপিএলে তাদের খেলতে যাওয়া।
কেননা অতীতের সকল রেকর্ড দেখলে বোঝা যায় আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের তালিকা অনেক লম্বা। এমনকি প্রতিবছর অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকে বিশ্বসেরা এসব ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য ছাড়পত্র দিয়ে থাকে।
আর এরই ফলাফল যেন ২০২৪ আইপিএলে প্রকাশ পেলো। কেননা আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এ ছাড়াও ২০২৪ আইপিএল এর জন্য দ্বিতীয় সর্বোচ্চ বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড় প্যাট কামিন্স। এর বাইরেও ক্যামেরুন গ্রীন গেলো আইপিএলের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সবমিলিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আইপিএলে জয়জয় কার বলাই যায়।
আইপিএল ২০২৪ সবচেয়ে দামি খেলোয়ারের তালিকা
আইপিএল কে খেলোয়াড়দের জন্য লটারি বলা হয়। কেননা এখানে কোন খেলোয়াড়ের চাহিদা কখন বেড়ে যাবে তা কেউ বলতে পারে না। আর এ জন্যই প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে একবারের জন্য হলেও আইপিএলে খেলার।
আইপিএল খেলার মাধ্যমে একজন খেলোয়াড় যেমন গাড়ি গাড়ি টাকা উপার্জন করতে পারে, একইভাবে আইপিএল থেকে একজন খেলোয়াড় তার পরিচিতি এবং সুনাম অর্জন করতে পারে। এজন্যই আইপিএলের সময়ে অনেক ক্রিকেট বোর্ড তাদের দলের বড় বড় খেলোয়াড়দের ছাড়পত্র দিয়ে থাকে। আসুন জেনে নেই আইপিএল ২০২৪ সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা।
রুপি | ক্রিকেটার | দেশ | দল |
২৪ কোটি ৭৫ লাখ | মিচেল স্টার্ক | অস্ট্রেলিয়া | কলকাতা নাইট রাইডার্স |
২০ কোটি ৫০ লাখ | প্যাট কামিন্স | অস্ট্রেলিয়া | সানরাইজার্স হায়দ্রাবাদ |
১৪ কোটি | ড্যারিল মিচ্যাল | নিউজিল্যান্ড | চেন্নাই সুপার কিংস |
১১ কোটি ৭৫ লাখ | হারশাল প্যাটেল | ভারত | পাঞ্জাব কিংস |
১১ কোটি ৫০ লাখ | আলজারি জোসেফ | ওয়েস্ট ইন্ডিজ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়
আইপিএল যার পূর্ণরূপ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যদিও এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হয়। তবুও ভারতের কোন প্লেয়ার এখন পর্যন্ত নিলামের মাধ্যমে অত বেশি রুপিতে বিক্রি হয়নি।
যা অন্যান্য দেশের ক্রিকেটাররা হয়েছে। আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়দের তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়া। কেননা তাদের মোট তিনজন প্লেয়ার এখন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে ইংল্যান্ডের দুজন খেলোয়াড় এবং সর্বশেষ অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকার এক জন। এখানে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রিয়া খেলোয়াড়দের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল।
রুপি | ক্রিকেটার | দেশ | দল |
২৪ কোটি ৭৫ লাখ | মিচেল স্টার্ক | অস্ট্রেলিয়া | কলকাতা নাইট রাইডার্স |
২০ কোটি ৫০ লাখ | প্যাট কামিন্স | অস্ট্রেলিয়া | সানরাইজার্স হায়দ্রাবাদ |
১৮ কোটি ৫০ লাখ | স্যাম কারেন | ইংল্যান্ড | পাঞ্জাব কিংস |
১৭ কোটি ৫০ লাখ | ক্যামেরুন গ্রীন | অস্ট্রেলিয়া | মুম্বাই ইন্ডিয়ান্স |
১৬ কোটি ২৫ লাখ | বেন স্টোকস | ইংল্যান্ড | চেন্নাই সুপার কিংস |
১৬ কোটি ২৫ লাখ | ক্রিস মরিস | দক্ষিণ আফ্রিকা | রাজস্থান রয়েলস |