খেলাধুলা

আইপিএল ২০২৪ কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড & সময়সূচী

KKR প্লেয়ার তালিকা ২০২৪

KKR প্লেয়ার তালিকা ২০২৪! আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই অংশগ্রহণ করে আসছে। এই দলটির মালিক বলিউড বাদশা শাহরুখ খান।

আইপিএল ইতিহাসে দলটি এখন পর্যন্ত মোট ৩বার ফাইনালে অংশগ্রহণ করেছে। এর মধ্যে দুইবার চ্যাম্পিয়ন্স ও একবার রানার্সআপ হয়েছে। এই দলটি মূলত বাংলার প্রতিনিধিত্ব করে থাকে।

অর্থাৎ কলকাতা শহরের প্রতিনিধিত্ব করে। দলটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ৬৫৫ কোটি রুপি। যা আইপিএল সকল দলের তৃতীয় নাম্বার অবস্থানে। আজকে আমরা ২০২৪ সালের আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়াড ও সময়সূচী সম্পর্কে জানবো। চলুন শুরু করি,

আইপিএল ২০২৪ কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড

কলকাতা নাইট রাইডার্স ২০২৪ আইপিএল এর জন্য আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মিচেল স্টার্ককে দলে ভিরিয়েছে। আর এজন্য দলটি খরচ করেছে ২৪ কোটি ৭৫ লাখ রুপি।

যা এখন পর্যন্ত আইপিএলের নিলামে বিক্রি হওয়া কোন প্লেয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। সব মিলিয়ে দলটি এবারে অত্যন্ত গুছানো। চলুন জেনে নেই কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়ার্ড,

  • নীতিশ রানা,
  • রিঙ্কু সিং,
  • রহমানুল্লাহ গুরবাজ,
  • শ্রেয়াস আইয়ার,
  • জেসন রয়,
  • সুনীল নারিন,
  • সুহাশ শর্মা,
  • অনুকুল রায়,
  • আন্দ্রে রাসেল,
  • ভেঙ্কেটেস আইয়ার,
  • হার্শিত রানা,
  • বৈভব অরোরা,
  • বরুণ চক্রবর্তী,
  • চেতন সাকারিয়া,
  • কেএস ভরত,
  • মিচেল স্টার্ক,
  • আঙ্কুর রাঘুবংশী,
  • রমনদীপ সিং,
  • শারফান রাদারফোর্ড,
  • মানিষ পাণ্ডে,
  • মুজিব উর রহমান,
  • গাস অ্যাটকিনসন,
  • সাকিব হোসেন

কলকাতা নাইট রাইডার্স সময়সূচী

দল

তারিখ সময়

ভেন্যু

KKR বনাম SRH

২৩ মার্চ, ২০২৪ রাত্রি 7:30 মিনিট ইডেন গার্ডেনস
KKR বনাম RCB ২৯ মার্চ, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

এম চিন্নাস্বামী স্টেডিয়াম

KKR বনাম  DC

০৩ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট ACA-VDCA ক্রিকেট স্টেডিয়াম
KKR বনাম CSK ৮ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

চেন্নাই

KKR বনাম LSG

১৪ এপ্রিল, ২০২৪ বিকাল 3:30 মিনিট কলকাতা
KKR বনাম RR ১৭ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

কলকাতা

KKR বনাম RCB

২১ এপ্রিল, ২০২৪ বিকাল 3:30 মিনিট কলকাতা
KKR বনাম PBKS ২৬ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

কলকাতা

KKR বনাম DC

২৯ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট কলকাতা
KKR বনাম MI ০৩ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

মুম্বাই

KKR বনাম LSG

০৫ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট লাখনৌ
KKR বনাম MI ১১ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

কলকাতা

KKR বনাম GT

১৩ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট আহমেদাবাদ
KKR বনাম RR ১৯ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

গুয়াহাটি

 আইপিএলে  কলকাতা নাইট রাইডার্স এর অর্জন

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সর্ব প্রথম ২০১২ সালে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং সেখানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে সর্বপ্রথম আইপিএলের শিরোপার সাদ পায়।

এরপর এক বছর গ্যাপ দিয়ে পুনরায় ২০১৪ সালে দলটি আইপিএলের ফাইনালে অংশগ্রহণ করে। আর এ ফাইনালে তারা কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় বারের মতো আইপিএলের শিরোপার সাদ পায়। এরপরে দীর্ঘ সময় দলটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু সর্বশেষ ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ফাইনালে অংশগ্রহণ করলে সেখানে অবিশ্বাস্যভাবে হেরে যায়।

আর এটিই ছিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর সর্বশেষ ফাইনাল। KKR প্লেয়ার তালিকা ২০২৪ কলকাতা নাইট রাইডার্স আইপিএলে এখন পর্যন্ত মোট চারবার প্লে অফ খেলেছে। দলটি যেহেতু কলকাতা শহরকে প্রতিনিধিত্ব করে তাই তাদের স্বাগতিক মাঠ ইডেন গার্ডেন। যেখানে একসঙ্গে বসে ৯০ হাজারের বেশি দর্শক খেলা দেখতে পারে। আর এটি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়াম।

আইপিএল ২০২৪ সবচেয়ে দামি খেলোয়ারের তালিকা

আইপিএলকে খেলোয়াড়দের জন্য লটারি বলা হয়। কেননা এখানে কোন খেলোয়াড়ের চাহিদা কখন বেড়ে যাবে তা কেউ বলতে পারে না।

আর এ জন্যই প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে একবারের জন্য হলেও আইপিএলে খেলার। আইপিএল খেলার মাধ্যমে একজন খেলোয়াড় যেমন গাড়ি গাড়ি টাকা উপার্জন করতে পারে, একইভাবে আইপিএল থেকে একজন খেলোয়াড় তার পরিচিতি এবং সুনাম অর্জন করতে পারে।

এজন্যই আইপিএলের সময়ে অনেক ক্রিকেট বোর্ড তাদের দলের বড় বড় খেলোয়াড়দের ছাড়পত্র দিয়ে থাকে। আসুন জেনে নেই আইপিএল ২০২৪ সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা।

রুপি ক্রিকেটার দেশ দল
২৪ কোটি ৭৫ লাখ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া কলকাতা নাইট রাইডার্স
২০ কোটি ৫০ লাখ প্যাট কামিন্স অস্ট্রেলিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ
১৪ কোটি ড্যারিল মিচ্যাল নিউজিল্যান্ড চেন্নাই সুপার কিংস
১১ কোটি ৭৫ লাখ হারশাল প্যাটেল ভারত পাঞ্জাব কিংস
১১ কোটি ৫০ লাখ আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।