তথ্য ও প্রযুক্তি

নোকিয়া নিয়ে আসল প্রথম কাঁচের স্মার্টফোন

Nokia কাচের ফোন

Nokia কাচের ফোন! হ্যালো বন্ধুরা ! আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আজকের পোস্টটি হতে চলেছে স্মার্টফোন সম্পর্কে। এই স্মার্টফোনটির ভিডিও ইন্টারনেটে আপলোড হওয়ার পর ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। তাই আজকে এই স্মার্টফোন সম্পর্কে কথা বলব। তাই বন্ধু পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তাহলে সবকিছু বুঝতে পারবেন।

 গত কয়েক বছরে মোবাইল ফোনে দুনিয়ায় ব্যাপক পরিবর্তন এসেছে

কিন্তু এত বড় পরিবর্তন আসেনি। এখন ইলেকট্রনিক গ্যাজেটটি শুধু ফোন কল করার মাধ্যম নয়, বরঞ্চ স্মার্টফোনরূপে এটি কাজের প্রয়োজনে কিংবা অবসর সময় কাটানোর জন্য ডিজিটাল যুগের বাসিন্দাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বলা যায়।

ফলে ইউজারদের চাহিদার কথা রেখে প্রায়শই এই ডিভাইসটিতে নির্মাতারা অনেক রকমের পরিবর্তন আনছেন এই ডিভাইস গুলোতে। যেমন প্রথম চালু হওয়ার সময় স্মার্টফোনগুলি খুব মৌলিক কিছু ফিচার অফার করতো, কিন্তু এখন ছবিটা পুরোপুরিভাবে পাল্টে গিয়েছে, এখন একটি ফোনেই দিয়ে কম্পিউটারের মত কাজ করা আছে। চলতি সময়ে গ্রাহকদের হাতে নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ ফিচারে ঠাসা বিভিন্ন রেঞ্জের স্মার্টফোনের দেখা মেলে এই বর্তমান সময়ে। (Nokia কাচের ফোন)

তাছাড়াও ইউজারদেরকে আকর্ষিত করতে নির্মাতা সংস্থাগুলি স্মার্টফোনে নিত্যনতুন পরিবর্তন আনার জন্য অহরহ পরিশ্রম করে চলেছে যেন ইচ্ছামতো তাদের ডিভাইস গুলো কাজ করতে পারেসেক্ষেত্রে এবার এমন এক স্মার্টফোনের ডিজাইন সামনে এসেছে, যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা! এমন কী আছে সেই ডিজাইনে? আসুন জেনে নিই আমাদের পোস্টের মাধ্যমে।

স্মার্টফোনের ভাইরাল হওয়া সেই চমকপদ ভিডিও

সম্প্রতি সময়ে ভালা আফশার (Vala Afshar) নামের এক টুইটার (Twitter) ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে ভবিষ্যতের কনসেপ্ট ফোনের (অর্থাৎ, আগামী দিনে বাজারে আসতে পারে এমন সম্ভাব্য ফোন) ডিজাইন দেখানো হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল যে, ভিডিওতে দেখানো এই কনসেপ্ট ফোনটি একদম স্বচ্ছ (কাঁচের মতো) (Transparent Smartphone); মানে, ফোনের বডির এপারে-ওপারে সবকিছুই দেখা যাচ্ছে হাতে নিয়ে।

ডিভাইসটির অপারেটিং সিস্টেম শাওমি (Xiaomi)-র এমআইইউআই (MIUI)-এর অনুরূপ বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচ্য ভিডিওর চমকপ্রদ ডিজাইনটি দেখে রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছেন ভিউয়াররা। তাই বলা আছে ফোনটিতে কিছু উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে।

ভিডিওটিতে দেখানো হয়েছে যে, শুধু ফোন নয় বরঞ্চ এটির ওয়্যারলেস চার্জারটিও স্বচ্ছ। অর্থাৎ, ফোন থেকে শুরু করে ওয়্যারলেস চার্জার – সবকিছুই একদম ট্রান্সপারেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে স্মার্টফোনটির সৌন্দর্যে মোহিত হয়েছেন প্রচুর সংখ্যক মানুষ, যার সুবাদে ভিডিওটি ইতিমধ্যেই অনেক ইউজার দেখেছেন এবং নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।। হালফিলে এই কাল্পনিক ফোনের শুধুমাত্র একটি ভিডিওই যেভাবে টেক দুনিয়ায় তুমুল শোরগোল ফেলে দিয়েছে, তাতে ফোনটি বাস্তবিক লঞ্চ হলে গ্রাহকরা যে তা কেনার জন্য ঝাঁপিয়ে পড়বেন, সেকথা বলাই বাহুল্য।

ভবিষ্যতে দিনে কি সত্যিই এরকম কোনো ডিভাইস লঞ্চ হতে পারে?

এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে যে, এই ধরণের ট্রান্সপারেন্ট ফোন সত্যিই বাজারে আসবে কিনা এ বিষয়ে অনেক মানুষের সন্দেহ এবং প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে বলি, ভবিষ্যতে এই ধরনের ডিজাইনের ফোন সত্যিই বাজারে আসবে কি না সে বিষয়ে এখনই নিশ্চয়তা নেই, কিন্তু ধারণ করা হচ্ছে ফোনটি এই কোয়ালিটি সম্পূর্ণ অন্য কোন ফোন আসতে পারে।

আলোচ্য ভিডিওটি কেবল একটি কনসেপ্ট ফোনের ধারণা মাত্র; তাই এই মুহূর্তে এরকম কোনো ফোন লঞ্চ হতে চলেছে, এমনটা ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই, ভিডিওটির মাধ্যমে শুধু ধারণা দেওয়া হয়েছে যে ফোনটি এ রকম হতে পারে। তবে চলতি সময়ে স্মার্টফোন দুনিয়ায় এমন অনেক ডিভাইসের আবির্ভাব ঘটেছে, যেগুলিতে একাধিক ট্রান্সপারেন্ট এলিমেন্ট মজুত রয়েছে।

তাছাড়া অত্যাধুনিক টেকনোলজিকে হাতিয়ার করে যেহেতু হালফিলে অনেক অসম্ভবকেই সম্ভব করে তুলছেন প্রযুক্তিবিদরা, সেখানে আগামী দিনে আগাগোড়া ট্রান্সপারেন্ট একটি স্মার্টফোন মানুষের হাতে এসে পৌঁছাবে বলে আশা করা যেতেই পারে। ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে টেকনোলজির উন্নয়নের কারণে এরকম ফোন বাজারে আসতে পারে ।

বন্ধুরা আজকের পোস্টটি এ পর্যন্তই। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।