Nothing phone (1) full review!অবশেষে লঞ্চ হল Nothing phone (1) এন্ড্রয়েড ফোনের কম্পিটিশন করাতে চলে এসেছে মাঠে নতুন খেলোয়াড় যার নাম হলো nothing phone 1 । হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন , আশা করি আপনারা ভালো আছেন । আজকে চলে এসেছি Nothing কোম্পানিরং কাছে ।
Nothing phone (1) বাংলাদেশের এখনো সেইভাবে লঞ্চ হয়নি, কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনি অর্ডার দিয়ে ফোনটি নিতে পারবেন। আর আজকের এই কোম্পানির ফোন সম্পর্কে কথা বলব । আর আমাদের এই ফোন কি কি আমাদের জন্য অফার করছে তা জানাবো আজকের এই পোস্টটিতে তাই স্কিপ না করে পুরো পোস্টে মনোযোগ দিয়ে পড়ুন।
এই ফোনটি সম্পর্কে নতুন তথ্য জানুন-
1/Display: Display থাকছে 6.55 inches, 103.6 cm2 (85.8% screen-to-body ratio) inches আরো 1080 x 2400 pixels, 20:9 ratio (402 ppi density) থাকছে আর টেকনোলজি তে থাকছে OLED, 1B colors, 120Hz, HDR10+, 500 nits (typ), 1200 nits (peak)
2/ Camera: Back ক্যামেরায় থাকছে 50+50 Megapixel সাথে future দিচ্ছে PDAF, ultrawide, LED flash, macro, depth এবং আরো অনেক কিছু দিচ্ছে তারা। ভিডিও Recording করতে পারবেন 4K Ultra HD (2160p), gyro-EIS
Front Camera থাকছে: 16 Megapixel আর Video Recording করতে পারবেন Full HD (1080p)।
3/Battery power: Li-Po 4500 mAh, non-removable আপনি যদি হেবি ইউজার হন তাহলে দিনশেষে একবার চার্জ করতে হবে। আর যদি নরমাল ইউজার হন তাহলে একদিন প্লাস প্লাস চার্জ করতে পারবেন। আরো থাকছে Fast charging 33W, 50% in 30 min, 100% in 70 min (advertised) Wireless charging 15W Reverse wireless charging 5W Power Delivery 3.0 Quick Charge 4.0।
4/Performance: Android 12, Nothing OS রান করবে। Chipset : হিসাবে ব্যবহার করা হয়েছে Qualcomm SM7325-AE Snapdragon 778G+ 5G (6 nm) Processor : রয়েছে Octa-core (1×2.5 GHz Cortex-A78 & 3×2.4 GHz Cortex-A78 & 4×1.8 GHz Cortex-A55 আর GPU Adreno 642L
5/Storage: 128GB 8GB , 256GB 8GB , 256GB 12GB RAM and ROM External Slot নাই আর Uses SIM2 slot আছে।
6/Security : সম্পর্কে জানা যায়নি আছে।
7/Gaming performance: ফোনটিতে গেমিং পারফরম্যান্স ভালো ছিল। ফোনটিতে আমরা পাবজি রান করে দেখি প্রথমে। pubg তে ফোনটি classic mode গ্রাফিক এবং অ্যানিমেশন দিয়ে খুব সুন্দর খেলা যাচ্ছিল। ফোনটি অনেকক্ষণ খেলার পর গরম হচ্ছিল । প্রায় ৭/৮ ঘন্টা একটানা খেলার পর ফোনটি হালকা গরম হচ্ছিল ।
আর ফ্রি ফায়ার খুব ভালোই খেলা যাচ্ছিল কিন্তু গরম হচ্ছিল। আবার Call of duty খেলার সময় ফোনটি একটু হালকা গরম হচ্ছিল আর action moment গেলে lakh problem ছিলনা । সবকিছু ঠিকঠাকই ছিল ফোনটি Gaming performance একদম আইফোনের মত ।
Snapdragon এর processor- এই ফোনে এনএফসি পাওয়া যাচ্ছে। এবং এই ফোনে এমন্ড্রেট ওআইসিডি ডিসপ্লে দিচ্ছি। এবং কর্নিং গরিলা গ্লাসের প্রটেকশন পাওয়া যাচ্ছে। আমার ছোট্ট একটা পাঞ্চ হোল ক্যামেরা পাচ্ছি। আর এর মধ্যে Snapdragon এর processor থাকছে। এই ফোনে থাকছে docmaxicton।
আরো তারা কাস্টম ইউআই স্টোর ইউ আই দিচ্ছে। তাদের আরেকটি প্রশংসা করার মত হচ্ছে, ইকো সিস্টেম। ইকো সিস্টেম কি? হলো: কানেক্টিভিটি , এখানে একটি ডিভাইস আরেকটি ডিভাইসের সাথে কানেক্টিভিটি থাকছে। এখানে খুব সহজে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা যায়।
এবং আপনি যে কোন নেটওয়ার্কের সাথে খুব সহজেই কারেন্ট করতে পারবেন ,সেটি হোক বা Apple ফোন, বা পোকোফোন, বা ইনফিনিক্স ফোন, বা এন্ড্রয়েড যেকোনো ফোন। তাদের এই কাজের জন্য প্রশংসনীয়। যা কিন্তু অ্যাপল ডিভাইসও হয় না। অ্যাপল ডিভাইস গুলোর মতো বদ্ধ ঘরে না। নাথিং কোম্পানি ওয়ারলেস ক্ষেত্রে তারা কাজ করেই চলেছে।
Security bass আপডেট- তাদের ওয়েবসাইট থেকে আরো জানা গেছে যে, নাথিং কোম্পানি যে ইনভেস্ট করেছে তার মধ্যে google জড়িয়ে রয়েছে। তাদের একটি বিশাল অংশ ইনভেস্ট করেছে গুগল। তাহলে বুঝতে পারছেন সফটওয়্যার এর দিক দিয়ে বা অ্যাপ এর দিক দিয়ে বাকি সব ফোনের দিক থেকে এগিয়ে থাকবে nothing phone 1। তারা মিনিমাম tree York বা তিন বছর security bass আপডেট দিবে।
বিভিন্ন কোম্পানির ফোনে যে চারটা পাঁচটা করে ক্যামেরা থাকে তাদের মধ্যে আল্ট্রা হোয়াইট, লো লাইট ইত্যাদি ক্যামেরা থাকে সেগুলো আসলে কোন কাজের থাকে না। তাই nothing phone 1 এসব ক্যামেরা বাদ দিয়ে মেন সেন্সর বা ডি সেন্সর ক্যামেরার উপর নজর দিয়েছে। তার সাথে একটু আলট্রা ওয়াইট ক্যামেরা ব্যবহার করেছে তারা। তাদের ফোনে দুটো ক্যামেরা থাকছে । তাদের ফোনের ক্যামেরা 50 +50 মেগাপিক্সেল । এখানে 4500 ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর ইউএসবি টাইপ্স সিপোর্ট দিচ্ছে তারা। এই
ছিল তাদের ফোনের সকল বিষয়, এবং জানা যাচ্ছে মটররা কোম্পানির প্রসেসর Snapdragon ব্যবহার করা হয়েছে এই ফোনে। সবকিছু মিলিয়ে এই ফোন নোয়া যায় কিনা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার।
এই ফোন সম্পর্কে ভালো-মন্দ দিকগুলো তুলে ধরা হয়েছে। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার ,এই ফোন কিনবেন কিনা। যদি আপনি বলেন ভাই এই ফোনটা কি কিনা যাবে আপনি কি বলেন?
ভাই আমি বলবো যে এই ফোনটি আগে দেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ হোক, ইন্ডিয়া এ ফোনটি পাওয়া যাচ্ছে । অফিশিয়াল ভাবে আমাদের দেশের যখন লঞ্চ হবে, অনেকে ব্যবহার করুক ,তারপর অনেক ভালো মন্দ দিক উঠে আসবে। তখন আপনি এই ফোনটায় কিনতে পারেন।
আপনি যদি ফোনটি কিনতে চান :
ফোনটিতে সবকিছু ঠিকঠাক থাকলেও আমার কয়েকটি জিনিসের মধ্যে কিছু কমতি লাগছে। মেমোরি কার্ড ব্যবহার করা যেতো তাহলে কোন কথা ছিল না । Nothing phone (1) এর official price 66,990 K এই ফোনটির বাকি বিষয়গুলো দেখলে সবকিছুই ঠিকঠাক।
বন্ধুরা এই ছিল আজকের ফোনের রিভিউ। ফোনটির কোনটা ভালো কোনটা খারাপ সবদিকেই তুলে ধরা হয়েছে। এখন আপনার ইচ্ছে অনুযায়ী ফোনটি কিনবেন কিনা,সম্পূর্ণ আপনার ব্যাপার। তাহলে বন্ধুরা আজকের মত এতটুকুই। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।